নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য ও সুন্দর হোক আগামির পৃথিবী। নির্ভেজাল মনোনশীল মন ও মনন নিয় গড়ে উঠুক আগামী প্রজন্ম। আমরা হব সেই সুন্দরের রূপকার। সে স্বপ্ন নিয়ে আমাদের পথচলা।

স্বপ্নের ঘুড়ি

সত্যবাদিতা

স্বপ্নের ঘুড়ি › বিস্তারিত পোস্টঃ

ফাঁসি, ফাঁসি, ফাঁসি চাই . . . . .

৩১ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:৩০

ফাঁসি, ফাঁসি, ফাঁসি চাই . . . . .
-------------------------------------
বন্ধু তুমি শাহবাগের মোড়ে দাড়িয়ে উচ্চস্বরে বলছো ফাঁসি চাই, তাতে আমার কোন দুঃখ নাই। কিন্তু তুমি কি একবার চিন্তা করেছো, তোমার আদরের ছোট ভাইটির কথা ? যে ৪-৫ বছর বয়সে ফাঁসি ফাঁসি বলে চিৎকার করতে শিখেছে তার কথা । মানুষের মৃত্যু নিয়ে অট্টহাসি আর আনন্দ দিতে পারে এটা কোন সভ্যতা ? এটা তার শিশু মনে কােন ধরনের ইফেক্ট পড়তে পারে একবারও কি ভেবে দেখেছো ?

ছোটবেলায় মানুষের ব্রেন সার্কিটগুলি স্থায়ীভাবে বদলে যায় দৃশ্যমান কোন শক্ত ঘটনার প্রতিফলনের জন্য। তাই তুমি তোমার ছোট ভাইবোনের কিংবা প্রিয় সন্তানের জন্য কোন ধরনরে সার্কিট মাথার মধ্যে রাখবে তা তোমার দায়িত্ব। হতে পারে ফাঁসির দাবিটা তোমার জন্য বুমেরুং ।
বিচারের আগে “ফাঁসি চা্ই” কথাটা কতটা নীতিগত ভূল তা অামি বলবো না। আমি জানতে চাইনা ভবিষৎ প্রজন্মের জন্য আমরা কি বার্ত‍া রেখে গেলাম ? শুধু বলতে চাই ইতিহাসেরও ইতিহাস থাকে। আমরাই তো ইতিহাস তৈরী করি। সন্দেহ নেই আজকের ঘটনা আগামির ইতিহাস।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩১ শে আগস্ট, ২০১৬ রাত ১০:০৬

বিজন রয় বলেছেন: সন্দেহ নেই আজকের ঘটনা আগামির ইতিহাস।

সঠিক।

২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৩২

স্বপ্নের ঘুড়ি বলেছেন: অবশ্যই। সময় ঠিকই কথা বলবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.