নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য ও সুন্দর হোক আগামির পৃথিবী। নির্ভেজাল মনোনশীল মন ও মনন নিয় গড়ে উঠুক আগামী প্রজন্ম। আমরা হব সেই সুন্দরের রূপকার। সে স্বপ্ন নিয়ে আমাদের পথচলা।

স্বপ্নের ঘুড়ি

সত্যবাদিতা

স্বপ্নের ঘুড়ি › বিস্তারিত পোস্টঃ

ভালবাসা ! টেক এ্যান্ড গিভ ফ্যাক্ট

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:০৫

ভালবাসা ! টেক এ্যান্ড গিভ ফ্যাক্ট

Love is a variety of different feelings, states, and attitudes that ranges from interpersonal affection to pleasure. It can refer to an emotion of a strong attraction and personal attachment.

ভালবাসা শব্দটি মাত্র চার অক্ষরের। কারো কাছে সারা জীবনের কান্না। কারো কাছে প্রাপ্তাতির বাসর। কারো কাছে শুধুই স্বপ্ন। নীল, সবুজ, লাল কিৎবা কালো। এক একজনের কাছে এক এক রকম ভালবাসার রং।

ভালবাসা ! আধুনিক যুবক- যুবতীদের কাছে বড়ই রোমান্টিকতার জন্ম দেয় এই শব্দটা। আবার ভাই-বোন কিংবা পিতা-মাতার কাছে ভালবাসার রংটা বড়ই আলাদা। পারিবরিকভাবেই ত্যগ স্বীকার কিংবা অণ্যকে প্রধান্য দেয়া কিংবা ভালবাসার মানুষের কথাটাকে প্রাধান্য দিয়ে নিজেকে একটু কষ্ঠ স্বীকার করাটা স্বভাবগত বিষয়। যেমনটি বলা হয়েছে When you love someone, you give them what they want. অবশ্য প্রেমিক-প্রেমিকাদের ক্ষেত্রে নেয়ার প্রবনতাটা দেয়ার চেয়ে বেশী।



কিন্তু পৃথিবীর হাজারো ঘটনা কিংবা অঘটনাই স্বাক্ষী যে ভালবাসার মধ্যে যদি দুইটি জিনিস না থাকে তবে ভালবাসা তার লক্ষপানে পৌছাতে ব্যর্থ।

শ্রদ্ধাবোধ:
a formal expression or gesture of greeting, esteem, friendship, or sympathy ভালবাসার মধ্যে যদি শ্রদ্ধাবোধ না থাকে, তবে সে ভালবাসা অথৈই সাগরে হাবুডুবু খাওয়ার মত। কারন এতো ভালবাসাকে নিয়ন্ত্রন করার মত শ্রদ্ধাবোধ না থকলে বড় বিপদ। দুজন যদি সমান অধীকারের ভিত্তিতে অধীকার আাদায় করতে থাকে, যদি শ্রদ্ধাবোধ না থাকে তবে সম্পর্ক নষ্ঠ হওয়র সমূহ সম্ভাবনা থেকে যায়। মান, অভীমান থেকে দুরে সরে যাওয়া।

ত্যাগ স্বীকার;
A sacrifice is a loss or something you give up, usually for the sake of a better cause. গুনাবলিটি অবশ্য ইউনিভার্সাল প্রিন্সিপল। আর এটি মানুষের নৈতিকার কিংবা মৌলিক গুনাবলিও বটে। নিউটনের দ্বীতিয় সুত্রটি (প্রত্যেক ক্রিয়ারই একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে) বড়ই কার্যকর প্রতিটি সমাজে। ভালবাসা কিংবা সম্পর্ক বৃদ্ধির জন্য এটি অন্যতাম মূলনীতি। আমি শুধুই চাইতেই থাকবো, পাইতেই থাকবোভ। এটি ক্ষুদ্র মনমানসিকতার পরিচয় বহন করে। আমার মা কিংবা বাবা যে ত্যগ স্বীকারগুলো আমার জন্য করেছেন তার হিসাব মেলানো অসম্ভব। তাই পারষ্পারিক সম্পর্ক কিংবা ভালবাসাকে স্থায়ী রুপ দিতে ত্যগ স্বীকারের কোন বিকল্প নাই।

উপরের দুটি গুনাবলি বাস্তব জীবনে খুবই প্রয়োজন। একটি আরেকটির সাথে জড়িত। ত্যাগ স্বীকারের উপর ভিত্তি করে সন্মান জন্ম নেয়। মানুষ নষ্টাজিক জীব হওয়ার কারনে অন্যের ব্যবহারগুলো নিজের মধ্যে খুব সহজেই ইনক্লুড হয়। একজন সেক্রিফাইস করলে আটোমেটিক তার উপরে সিমপ্যাথি চলে আসে।

আমাদের ব্যক্তি জীবন হোক সেক্রিফইস আর সন্মানের আলোয় উদ্বেলিত। আমরা মানুষকে কাছে টানি সন্মান ও ভালবাসার সাম্মিলনে। তাহলে সে ভালবাসা হবে চীরস্থায়ী আন্তরিকতায় উদীপ্ত। আমরা হারাতে চাইনা কোন প্রিয় মানুষকে। আগামীর পৃথিবী হোক সত্য ও সুন্দরের।


মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.