নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অর্থ মানুষকে প্রভাবশালী নয় বরং জ্ঞানই মানুষকে প্রভাবশালী বানায়। (Fb.com/Mohammad.Hasib || [email protected])

মেহেদী হাসান হাসিব

বিচিত্র ব্যক্তিত্বের অধিকারী

মেহেদী হাসান হাসিব › বিস্তারিত পোস্টঃ

ছোট গল্প– জাদু কলম

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৩৪


রিমি খুব চঞ্চল একটি মেয়ে। সবার কাছে আদুরী। সবাই তাকে আদর করে কত্ত উপহার দেয়। এইতো কদিন আগেও রিমি ফার্স্ট হয়ে ক্লাস থ্রিতে উঠেছে জানতে পেরে রিমির চাচ্চু ইটালি থেকে কলম পাঠায়। আর মোবাইলে কল দিয়ে রিমিকে জানিয়ে দেয়, এটা কোন সাধারণ কলম না এই কলম দিয়ে রিমি লেখে যা চাইবে তাই পেয়ে যাবে—তবে তার জন্য তাকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। রিমি মনে মনে খুব খুশি হয় এবং কলমটি দিয়ে লেখে— ‘আমাকে চকলেট ফ্লেবারের কোন আইসক্রিম দাও।’ কিন্তু কোন কাজ হচ্ছে না। কোথায় কোন আইসক্রিমতো আসছে না। রিমি আবার লেখে। তারপর ফ্রিজ খুলে গিয়ে দেখে কোন আইক্রিম নেই। চাচ্চু বলেছিলো অপেক্ষা করতে। রিমি গালে হাত দিয়ে চাচ্চুর উপর রাগ চেপে মুখ গোমড়া করে বসে অপেক্ষা করতে থাকে। এমন সময় দড়জায় কলিংবেল বাজতেই রিমি দৌড়ে গেল। গিয়ে দেখে তার বাবা অফিস থেকে এসেছে। বাবাকে দেখা মাত্রই চাচ্চুর নামে অভিযোগ, ‘‘জানো বাবা চাচ্চু আমাকে মিথ্যে বলেছে। বলেছিলো এই কলম দিয়ে নাকি যা লেখবো সত্যি হয়ে যাবে, হলো নাতো।’’ ‘‘তুমি কী লেখেছিলে আম্মু?’’ ‘‘আমি লেখেছিলাম যাতে এখন আমি চকলেট ফ্লেবারের কোন আইসক্রিম খেতে পারি।’’ ‘‘এই নাও আম্মু তোমার আইসক্রিম। চাচ্চু মিথ্যা বলেনি। যাও খেয়ে পড়তে বোসো।’’
তারপর ছোট রিমি একে একে নানা কিছু লেখতে থাকে এই জাদু কলম দিয়ে। সবি সত্যি হয়ে যায়। রিমি কাগজে লেখেছিলো সে যেন ক্লাসের ফার্স্ট গার্ল হয়। সত্যিই হয়ে গেল। রিমি এভাবে যা যা চাইতো পেয়ে যেত। এভাবে ক্লাসের সবার চেয়ে রিমি এগিয়ে যায়। বাসায় আব্বু আম্মুর কাছেও রিমি বেষ্ট হয়ে যায়। রিমি সেই জাদু কলম দিয়ে লেখেছিলো, ‘‘আব্বু-আম্মু, চাচ্চু, স্যার, ম্যাডাম, বন্ধুরা সবাই যেন আমাকে অনেক আদর করে।’’ রিমি এই কলম ছাড়া নিজে থেকে একটি কাজও করতে পারতো না।
একদিন বিকেলবেলা রিমি তার বাবার সাথে খুব রাগ করে নিজের পড়ার টেবিলে এসে জাদু কলমটা হাতে নিয়ে নড়াচড়া করতে করতে স্কুলের হোম ওয়ার্ক খাতা থেকে একটি কাগজ ছিড়ে লেখে, ‘আমি আমার বাবাকে ঘৃণা করি, বাবা আমাকে কতো বকেছে।’ তারপর থেকেই রিমির সাথে তার বাবার খুব মনমালিন্য। কথায় কথায় রিমি সাথে তার বাবার ভীষণ ঝগড়া হয়। রিমিও ইদানিং তার বাবাকে সহ্য করতে পারে না, বাবা কেমন যেন হয়ে গেছে। একদিন রিমি তার মার সাথেও রাগ করে তার ছোট ডাইরিতে লেখে ফেলছে, ‘আম্মুও খুব পচা। আম্মুও এখন আর আমাকে ভালবাসে না।’
রিমি খুব একা হয়ে যায়। তার বাবা-মা কেউই এখন তাকে আগের মতো ভালোবাসে না। রিমি মনে মনে খুব কষ্ট পায় এবং অনেক একা হয়ে যায়। সারাদিন তার মন খারাপ থাকে। আগে তার আব্বু-আম্মুর সাথে মন খারাপ থাকলে খেলতো। এখনতো তাকে কেউ আদর করে না। সব হয়েছে এই কলমটির জন্য। রিমি খুব কান্না করে। এখন সে আর এই কলম চায় না। সব যেন আগের মতো হয়ে যায়। রিমির খুব রাগ হয়—জাদু কলমটি সে রান্নাঘরে গিয়ে চুলোর উপর ধরে পুড়িয়ে ফেলে। সে খেয়াল করেছিলো কলমটি পোড়ার সময় রংধনুর মতো সাত রং জ্বলজ্বল করছিলো। জাদু কলমটি পুড়িয়ে ফেলার পর থেকে সব আগের মতো হয়ে যায়। সবাই তাকে আগের মতো আদর করতে শুরু করে, মাঝেমাঝে বকে। তবে এই নিয়ে রিমি আর রাগ করে না। কারণ সে জানে—তারাই বকবে আবার তারাই আদর করবে।

মন্তব্য ১৫ টি রেটিং +২/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:২৫

মাহমুদুর রহমান বলেছেন: ভালো লিখেছেন।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:২৩

মেহেদী হাসান হাসিব বলেছেন: ধন্যবাদ ভাইয়া :)

২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:২৬

জুনায়েদ বি রাহমান বলেছেন: সামুতে স্বাগতম....

গল্প ভালো লিখেছেন। শুভকামনা।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:২৩

মেহেদী হাসান হাসিব বলেছেন: ধন্যবাদ ভাইয়া :)

৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২০

কাওসার চৌধুরী বলেছেন:



শুভ ব্লগিং..............

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০৪

মেহেদী হাসান হাসিব বলেছেন: ধন্যবাদ ভাইয়া :)

৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৫১

স্রাঞ্জি সে বলেছেন:

গল্পে ভাল লাগা জানিয়ে গেলাম।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫০

মেহেদী হাসান হাসিব বলেছেন: শুভ কামনা জানাবেন ভাই! মন্তব্যের জন্য ধন্যবাদ

৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:১০

আরোগ্য বলেছেন: মনে পড়ে গেল, "শাকা লাকা বুম বুম"। তখন আমিও ভাবতাম যদি এরকম একটা পেন্সিল পাই।আপনি কি দেখেছেন নাটকটা?

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:০৯

মেহেদী হাসান হাসিব বলেছেন: না ভাই!

৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৪:১২

রাকু হাসান বলেছেন: কল্প কাহিনী তো জমেছিলো । আরেকটু বড় হলে । মন্দ হতো না । ভাল লিখেছেন ।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১৭

মেহেদী হাসান হাসিব বলেছেন: বড় করতাম। লেখাটি পত্রিকার জন্য লিখেছিলাম তাই ছোট হয়। পরবর্তীতে বড় করার চেষ্টা করব।

৭| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৪:১৩

রাকু হাসান বলেছেন:

অাপনাকে শুভেচ্ছা জানানো হয় । ব্লগে স্বাগতম ও শুভ ব্লগিং । ফুলের শুভেচ্ছা থাকছে । :)

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১৭

মেহেদী হাসান হাসিব বলেছেন: পাশে থাকবেন সবসময়

৮| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৫৫

খায়রুল আহসান বলেছেন: শুরুটা চমৎকার হয়েছিল, চলছিলও ভালই। কিন্তু শেষটা ভাল হয়নি। কোন স্পষ্ট বক্তব্য উঠে আসেনি গল্পটা থেকে।
ব্লগে আপনাকে বিলম্বিত সুস্বাগতম জানাতে এখানে এলাম! এখানে আপনার বিচরণ দীর্ঘস্থায়ী হোক, আনন্দময় ও স্বচ্ছন্দ হোক, এবং নিরাপদ হোক!
হ্যাপী ব্লগিং!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.