নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অর্থ মানুষকে প্রভাবশালী নয় বরং জ্ঞানই মানুষকে প্রভাবশালী বানায়। (Fb.com/Mohammad.Hasib || [email protected])

মেহেদী হাসান হাসিব

বিচিত্র ব্যক্তিত্বের অধিকারী

মেহেদী হাসান হাসিব › বিস্তারিত পোস্টঃ

২০ টি আত্ন-উন্নয়ন মূলক বইয়ের তালিকা: সাফল্যে সহায়ক

১৪ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৪১

অনেকেই আত্ন-উন্নয়ন মূলক বই পড়তে পছন্দ করেন। তাদের জন্য সেরা ২০ টি বইয়ের তালিকা প্রকাশ করলাম। বইগুল অবশ্যই আপনার উন্নয়ন ও সাফল্যে অনুপ্রেরণা জাগাবে।

১. দ্য এফেক্টিভ এক্সিকিউটিভস : পিটার ড্রাকার

২. দ্য ইনোভেটরস ডিলেমা : ক্ল্যাটন ক্রিস্টেনসন

৩. বিজনেস অ্যাডভেঞ্চার্স : জন ব্রুকস

৪. পাওয়ার অফ পজিটিভ থিংকিং : নরম্যান ভিনসেন্ট পিয়েল

৫. বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন : ওয়াল্টার ইসাকসন

৬. তুমিও জিতবে : শিব খেরা

৭. দুঃচিন্তাহীন নতুন জীবন : ডেল কর্নেগী

৮. থিংক অ্যান্ড গ্রো রিচ : ন্যাপোলিওন হিল

৯. কনশাস ক্যাপিটালিজম : জন ম্যাকি ও রাজ সিসোদিয়া

১০. অ্যাজ আ মেন থিংকেথ : জেমস অ্যালেন

১১. ম্যাক দি মোস্ট অব ইওর মাইন্ড: টনি বুজান

১২. মাইন্ড রিডার: লিওর সুশার্ড

১৩. উচ্চাকাঙ্ক্ষার ম্যাজিক: ডেভিট জে শ্বার্টজ

১৪. নিজেকে জানো: বিদ্যুত মিত্র

১৫. দ্য রোড টু সাক্সেজ: সত্যজিত চক্রবর্তী

১৬. নেভার স্টোপ লার্নিং: আয়মান সাদিক

১৭. দ্য লো অফ সাক্সেজ: নেপোলিয়ন হিল

১৮. দ্য পাওয়ার অব ইওর সাবকশাস মাইন্ড: ডঃ জোসেফ মারফি

১৯. দ্য মিরাকল অফ ইওর মাইন্ড: ডঃ জোসেফ মারফি

২০. উইনিং: জ্যাক ওয়েলশ


পরবর্তী লেখায় আরো ২০ টি বইয়ের নাম প্রকাশ করব।
ছবি সংগ্রহে সহায়ক- গুগল

মন্তব্য ৩৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১৮

আরোগ্য বলেছেন: ভালো পোস্ট। আশা করি অনেকেই উপকৃত হবে।

১৪ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫২

মেহেদী হাসান হাসিব বলেছেন: পড়ে দেখবেন ভাই।

২| ১৪ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১৯

রাকু হাসান বলেছেন:

ভালো কাজ ।

১৪ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৩

মেহেদী হাসান হাসিব বলেছেন: রাকু ভাই ধন্যবাদ। অনেকদিন পর! কেমন আছেন?

৩| ১৪ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:২৪

আর্কিওপটেরিক্স বলেছেন: ৬,১৬,১৮ নং পড়েছি B-)

১৪ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪

মেহেদী হাসান হাসিব বলেছেন: এখানের মোটামুটি অনেকগুল পড়া হয়েছে।

৪| ১৪ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫

পদাতিক চৌধুরি বলেছেন: ভালো প্রচেষ্টা ।

শুভেচ্ছা রইল।

১৪ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫

মেহেদী হাসান হাসিব বলেছেন: ধন্যবাদ পদাতিক ভাই। ভালবাসা অবিরাম।

৫| ১৪ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭

আকতার আর হোসাইন বলেছেন: ভাল পোস্ট অবশ্য। কিন্তু আয়মান সাদিকের টা ভাল মানের না। এর ফার বেটার হত যদি "ড. লুৎফর রহমান রচনাসমগ্র" দিতেন।

১৪ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬

মেহেদী হাসান হাসিব বলেছেন: আসবে ধীরে ধীরে পরের পর্বে।

৬| ১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:০৬

স্রাঞ্জি সে বলেছেন:
ছয় ছাড়া আরগুলো পড়া হয়নি।

আমি হলাম সুযোগবাদী, বুঝছেন। =p~ বইগুলো যদি দাম উল্লেখ করে দিতেন। আরো ভাল হতো......

পরের বিশটি বইয়ে যেন তা দেখি হাসিব ভাই..... B:-/

১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:১১

মেহেদী হাসান হাসিব বলেছেন: রকমারিতে অনুুবাদ বই আছে। ২০০-২৫০ এর ভিতর একেকটা বই। কিছু বই ফুটপাতেও পাবেন। নীলক্ষেত যাওয়ার চেয়ে রকমারি থেকে কেনা ভাল একই দসম পড়ে।

৭| ১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:১৪

কাওসার চৌধুরী বলেছেন:



চমৎকার পোস্ট। কিছু বই পড়া আছে। অনেক নতুন বইও দেখছি। প্রেরণা দায়ক বই।

১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৩৭

মেহেদী হাসান হাসিব বলেছেন: বই দেখবেন কাওসার ভাই।

৮| ১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:২২

ব্লগার_প্রান্ত বলেছেন: সবগুলো পড়া শেষ?

১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:২৯

মেহেদী হাসান হাসিব বলেছেন: না, সব পড়া হয়নি।

৯| ১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৩৯

রাজীব নুর বলেছেন: আচ্ছা, বলেন তো- বই পড়ে কেন সাতার শেখা যায় না?

১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৪২

মেহেদী হাসান হাসিব বলেছেন: ভাই এত রহস্যময় ধাধা!

১০| ১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৪৬

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ভাই এত রহস্যময় ধাধা!

দাদা নয়।
যাই হোক। ভালো থাকুন।

১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:১০

মেহেদী হাসান হাসিব বলেছেন: মজা করলাম। শুভ রাত্রি

১১| ১৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:৪২

নজসু বলেছেন: মানুষ মাত্রই সফলতা পেতে চান।
কিন্তু সহজে কি সেই সফলতা ধরা দেবে?
অবশ্যই না।
সফলতা আনতে গেলে ত্যাগ স্বীকার করতে হবে।
প্রচণ্ড সদিচ্ছা ও প্রখর মনোবল দরকার।
জীবনে সফল হতে হলে সাধনা করতে হয়।

খুব সুন্দর বইগুলো।
এগুলোর কি পিডিএফ পাওয়া যাবে?

২৩ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪৫

মেহেদী হাসান হাসিব বলেছেন: সবগুলোর পিডিএফ পাবেন না। অনেকদিন পর ব্লগে আসলাম, কেমন আছেন?

১২| ১৫ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: এর মধ্যে ডেল কার্নেগীর বইটি পড়া হয়েছে। আমার মনে বাংলাদেশে এটিই বেশি পঠিত এ ধরণের বই এর মধ্যে।

২৩ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪৬

মেহেদী হাসান হাসিব বলেছেন: ডেল কার্নেগীর লেখা বেশি। আর অনুবাদও পাওয়া যায় সহজে।

১৩| ১৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:১৮

ওমেরা বলেছেন: পড়ার কোন বিকল্প নেই, জানার কোন শেষ নেই। ধন্যবাদ।

২৩ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪৭

মেহেদী হাসান হাসিব বলেছেন: আপনাকেও ধন্যবাদ আপি।

১৪| ১৭ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:২০

ফারিহা হোসেন প্রভা বলেছেন: বাহ! চমৎকার একটি পোষ্ট করেছো ভাইয়া। আমাদের সকলের জন্য খুবই উপকারী একটি পোষ্ট। ধন্যবাদ তোমাকে। বই পড়তে ইচ্ছে করে কিন্তু অনলাইন থেকে যখন কিনতে যাই তারা অনেক দাম রাখে আরো হাবিযাবি ভ্যাট ধরে তাই কিনতে ইচ্ছে হয়না আর। তোমার জন্য শুভ কামনা।

২৩ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪৮

মেহেদী হাসান হাসিব বলেছেন: নীলক্ষেত চলে যাও

১৫| ১৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:৩৩

এ.এস বাশার বলেছেন: ৬, ৭ পড়েছি...... খুব ভালো উদ্যেগ মেহেদি ভাই....

২৩ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪৮

মেহেদী হাসান হাসিব বলেছেন: আন্তরিকতা জানালাম বাশার ভাই।

১৬| ২০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:৫৯

আরোগ্য বলেছেন: মেহেদী ভাই, কি খবর? কই আপনি? প্রায় এক সপ্তাহ হল ব্লগে নাই।

২৩ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪৯

মেহেদী হাসান হাসিব বলেছেন: এসেছি ভাই।

১৭| ০২ রা নভেম্বর, ২০১৮ দুপুর ২:৫৪

মাহমুদুর রহমান বলেছেন: বই কেবলই একটা লাইটার,মশাল নিজেকেই জ্বালাতে হবে।

১২ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:০৪

মেহেদী হাসান হাসিব বলেছেন: তা অবশ্যই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.