নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অর্থ মানুষকে প্রভাবশালী নয় বরং জ্ঞানই মানুষকে প্রভাবশালী বানায়। (Fb.com/Mohammad.Hasib || [email protected])

মেহেদী হাসান হাসিব

বিচিত্র ব্যক্তিত্বের অধিকারী

মেহেদী হাসান হাসিব › বিস্তারিত পোস্টঃ

ধোঁয়া (ছোট গল্প)

১৩ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:০৪


ফাহাদ ইবনে হাই স্যার বলেছেন গল্পের প্লটের জন্য আমাকে প্রথমেই ভিন্ন ধর্মী চিন্তা করতে হবে। প্রচন্ড কল্পনা-প্রবণ হতে হবে, কল্পনা শক্তিকে ধারালো করতে হবে। শুধু তা নয় বাস্তব-সম্মত কল্পনার জন্য আমাকে ভ্রমণ করতে হবে এবং অর্জন করতে হবে বাস্তব-সম্মত অভিজ্ঞতা। মস্তিষ্ক কেমন যেন ঢোলের মতো খালি হয়ে গেছে। লেখার জন্য তীব্র বাসনা অশান্ত করে দিচ্ছে। না লিখলে হয়তো অসম্পূর্ণতা অনুভব হতেই থাকবে। তাই চললাম মস্তিষ্কের জন্য এক টুকরো অভিজ্ঞতার সন্ধানে।

প্রথমেই যাব দের কিলোমিটার দূরের কমলাপুরে। বাংলাদেশের সবচেয়ে বড় রেলস্টেশন। যেমন বড় তেমন বিস্তর এর চারপাশের বসতি। লাইনের দুই পাশের বস্তিতে অথবা গৃহহীনদের ঝোলায় হয়তো অনেক প্লট পাওয়া গেলেও যেতে পারে।

কাঁধে ছোট ব্যাগ, তার ভিতর রয়েছে লিওর সুশার্ড এর বিখ্যাত মাইন্ড রিডার বইটি সাথে রয়েছে বিদ্যুত মিত্রের সেবা প্রকাশনীর কিছু বই। একটা লক করা ডাইরি। ছাত্রের উপহার দেয়া ধাতুর কলম। ভার্সেলোনার লগো ডিজাইন করা মানিব্যাগটাকে স্বাস্থ্যকর করে তুললাম, পথিমধ্যে যেন অর্থ সংকট না হয়। বলা তো যায় না এক টুকরো অভিজ্ঞতার মূল্য কত দেয়া লাগে।

সকাল শেষে দুপুর। বসে থাকলাম গোপীবাগের কাছে রেল লাইনে। দেড় কিলোমিটার হেঁটে আসতেই হাঁপিয়ে পড়েছি। মাথার উপর মাছি ভন ভন করছে। চারপাশে অবিশ্রান্ত কোলাহল। কোলাহলগুল দুই পাশের ব্যস্ত অস্থায়ী নোংরা বস্তিগুল থেকেই আগত। কাপড় দিয়ে, পলিথিন দিয়ে সবগুল বস্তি তৈরি। সারিবদ্ধভাবে বস্তিগুল রেল লাইন বরাবর গেছে। মাঝে মাঝে কোথাও দেয়ালে আয়না লাগিয়ে, পাশে চেয়ার বসিয়ে কেউ কেউ নাপিতের কাজ করছে। কেউ কেউ মাথায় ফেরি করে মাল বিক্রিতে ব্যস্ত। আর মেইনরোডের যানবাহনগুলর ব্যস্ততা।

ছোট নগ্ন শিশুগুল দল বেঁধে কী যেন আবিষ্কারে মগ্ন। না, প্লট পাচ্ছি না কোথাও। রোদে বসে থাকতে ইচ্ছে করছে না। যাওয়া যাক একটা বস্তির ভিতর।

‘‘হ্যালো! কেউ আছেন?’’
‘‘হ্যাঁ, ভিতরে আসুন।’’
‘‘এক গ্লাস পানি খাওয়াবেন?’’
‘‘বসুন। এখানকার লোক নাই। আসলে তিনি পানি খাওয়ানোর ব্যবস্থা করবে।’’
‘‘কিছু মনে করবেন না, আপনাকে দেখে মনে হচ্ছে না আপনি এই পরিবেশের?’’
‘‘আমি তোমার জন্য অপেক্ষা করছি।’’
‘‘আমার জন্য? আপনি জানতেন আমি আসব? আপনি আমাকে চিনেন?’’
‘‘কেনো চিনব না? আমিইতো তোমার সৃষ্টিকর্তা।’’—বলেই মধ্য বয়স্ক পাতলা টিশার্ট পরিহিত লোকটা রহস্যময় হাসি দিল। আমি খানিক আঁতকে উঠে বললাম—
‘‘মানে?’’
‘‘যে গল্প তুমি লিখছো সেই গল্প আমার। আমিই গল্পের লেখক। তুমি আমার গল্পের চরিত্র।’’
‘‘মানে আমি একটা গল্পের চরিত্র?’’
‘‘হুঁ।’’
‘‘তুমি প্লট খুঁজতে গল্পের এই পর্বে আমার কাছে আসবে আমি জানতাম। এই দেখো আমার ডায়রী যে গল্প এখন চলছে। তোমাকে দিয়ে আমি আমার প্লট মেলাবো। এসো দুজন বসে আলাপ করি।’’
‘‘তাহলে এই গল্প এখন কে লিখবে? আপনি না আমি?’’
‘‘তুমিই লিখবে। তোমাকে দিয়ে আমি লেখাব।’’

তারপর আমাদের আলাপ হয়। আমরা বসি, গল্প করি। ফুটপাতের চায়ের দোকান থেকে আয়েশ করে চা খেয়ে প্লট মিলিয়ে দুজন আবার চলতে থাকি। হঠাৎ করেই লেখককে তাকিয়ে দেখি কেমন চিন্তিত মনে হলো। আমি বললাম, ‘‘স্যার কী অসুস্থ?’’
তিনি আমার চোখের দিকে না তাকিয়েই বললেন, ‘‘আমার মনে হয় কী জানো? আমিও এই গল্পের একটা চরিত্র। কোথায় যেন লেখক আমাদের জটিল করে তুলছেন।’’
‘‘কী বলছেন স্যার? গল্পের ভিতরেও গল্প? কীভাবে!’’
‘‘আমার তাই মনে হচ্ছে আমরা দুজনই এই গল্পের চরিত্র মাত্র। লেখক খুব চতুরতার সাথে আমাদের নিয়ন্ত্রণ করে লিখছে।’’
‘‘তাহলে বলতে চাইছেন পুরোটাই গল্প।’’
‘‘হয়তো গল্পই।’’
‘‘তাহলে লেখক আমাদের দিয়ে এখন কী করাবে? কীভাবে গল্প শেষ করবে?’’
‘‘লেখকই জানে। তবে হয়তো একটু সামনে এগোলেই লেখকের দেখা পাব। এই জায়গাটা নিয়ে হয়তো লেখকের লিখবার প্রয়াস বেশি। যদি সেটা হয় তবে নিশ্চয়ই তিনি স্বশরীরে জায়গা দর্শন করেই লিখতে বসছে। ধুর মাথাটা গুলিয়ে যাচ্ছে। চলো সামনের দোকান থেকে একটা সিগারেট কিনে ধরাব। সিগারেটের ধোঁয়ার মত ব্যাপারটা স্বচ্ছ করতে হলে সিগারেট পান করতে হবে। চলো এগোই।’’

এই পর্যন্ত চায়ের দোকানের এক কোণায় বসেই টাইপ শেষ করে ল্যাপটপটা ব্যাগে রাখলাম। হিসেব মতো এখনই দুই লেখক এই দোকানে সিগারেট কেনার জন্য আসবে। ওইতো এলো। তাদেরকে বেশ চমকে দেয়া যাবে। আমি এগিয়ে গেলাম তাদের দিকে। বয়ো-জ্যেষ্ঠ লেখকটি যুবকটির কানে কানে বলল, এই হয়তো আসল লেখক। তারা ভেবেছে আমি তাদের কথা শুনতে পাইনি। অথচ আমি জানি এখনি তারা আমার দিকে আসবে। এইতো এলো, আসছে, আসছে তারা আমার দিকেই।

মন্তব্য ৫৬ টি রেটিং +১৫/-০

মন্তব্য (৫৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৫৪

কালীদাস বলেছেন: মনে হচ্ছিল একটা লুপ দেখছিলাম যেটার কোন এক্সিট নেই 8-| ডায়েরির লেখাটা এরকম বাস্তবে নিয়ে আসাটা অসাম ছিল হাসিব :) চমৎকার লাগল গল্পটা :)

১৩ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:১৭

মেহেদী হাসান হাসিব বলেছেন: ধন্যবাদ ভাই। শুভ রাত্রী।

২| ১৩ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:২৬

আরোগ্য বলেছেন: মেহেদী ভাই দুই বার পড়লাম। একেবারে ধোঁয়ায় আটকে গেছি। ভিন্নধর্মী গল্প বেশ ভালো লাগলো।
মাথাটা এখনও ঝিমাচ্ছে। পুরোই ধুম্রজাল।
+++++

১৩ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৪৫

মেহেদী হাসান হাসিব বলেছেন: খুশি হলাম উত্তম মন্তব্যেে। শুভ রাত্রি ভাই।

৩| ১৩ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৩৪

আরোগ্য বলেছেন: মেহেদী ভাই আমার সবচেয়ে আলোচিত পোস্ট কারাগার (পুরুষসত্তা) পড়ার আমন্ত্রণ রইলো। আশা করি ভালো লাগবে।

১৩ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৪৬

মেহেদী হাসান হাসিব বলেছেন: বন্ধুর লেখা পড়ব না। তা কী হয়!

৪| ১৩ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৩৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ভিন্নধর্মী গল্প !
উপস্থাপনায় মুন্সিয়ান আছে,
আছে ছোট গল্পের সব উপাদান,
শেষ হযেও হইলোনা শেষ !!
ধন্যবাদ লেখককে, শুভকামনা রইলো

১৩ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৪৮

মেহেদী হাসান হাসিব বলেছেন: অসংখ্য ধন্যবাদ মন্তব্যের জন্য। এভাবেই অনুপ্রেরণা দিয়ে যাবেন। শুভ রাত্রি।

৫| ১৩ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৪৮

রাজীব নুর বলেছেন: অনেক দিন আগে, একদিন পত্রিকায় একটি লিখায় দেখলাম একজনের নাম 'ওস্তাদ জাহাঙ্গীর'। উনি কোন সংগীতে ওস্তাদ, এই খবর নিতে গিয়ে আবিস্কার করলাম উনি চলচ্চিত্রে মারামারি পরিচালনা করেন আর তাই ওস্তাদ উপাধি ধারন করেছেন!

১৩ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:০২

মেহেদী হাসান হাসিব বলেছেন: ভাই মন্তব্যটা কী প্রাসঙ্গিক না অপ্রাসঙ্গিক বুঝলাম না :|

৬| ১৩ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:০৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেন: ভাই মন্তব্যটা কী প্রাসঙ্গিক না অপ্রাসঙ্গিক বুঝলাম না :|

ওনারা গুরু শিষ্য এমন মন্তব্য করে
সামুকে মাতিয়ে রাখেন!!

১৩ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:১১

মেহেদী হাসান হাসিব বলেছেন: বুঝিয়াছি :#)

৭| ১৩ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:২০

আরোগ্য বলেছেন: রাজীব ভাই না পড়ে মন্তব্য করে। এটার প্রমাণ একটু খোঁজ করলেই পাবেন। প্রথমে আমিও কিছু বুঝতাম না। এখন মাথা ঘামাই না।

১৩ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:২৬

মেহেদী হাসান হাসিব বলেছেন: আমরা নতুন তাই বুঝতে দেরি হয়েছে।

৮| ১৩ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৩৮

হাবিব বলেছেন: আমি গল্প লেখা শিখার চেষ্টা করছি.....
হাসিব ভাই আপনার গল্পটা প্রিয়তে রাখলাম.....
পড়ে মন্তব্য করবো ইনশাাল্লাহ

১৪ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৪৬

মেহেদী হাসান হাসিব বলেছেন: ধন্যবাদ হাবিব ভাই।

৯| ১৩ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৫৬

মনিরা সুলতানা বলেছেন: একটু আলদা !!
বেশ লাগলো লেখা।

১৪ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৪৭

মেহেদী হাসান হাসিব বলেছেন: ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।

১০| ১৪ ই জানুয়ারি, ২০১৯ রাত ১:০৩

চাঁদগাজী বলেছেন:


প্লটের আশেপাশে কল্পনা থাকার দরকার, প্লটটা হতে হবে বাস্তব; কমলাপুর ষ্টেশন ও রেললাইনের বস্তিগুলো বাস্তব, সেখানে বিধাতার আগমনতা কল্পনা; আপনি কোনটাকে ঘিরে লিখতে চেয়েছেন?

১৪ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৫২

মেহেদী হাসান হাসিব বলেছেন: পুরো গল্পটাই কল্পনা। এক প্রকার ফিকশন গল্প।

১১| ১৪ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:২৮

নূর ইমাম শেখ বাবু বলেছেন: অন্যরকম লেগেছে।

১৪ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৫২

মেহেদী হাসান হাসিব বলেছেন: ধন্যবাদ নূর ভাই।

১২| ১৪ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৩২

শিখা রহমান বলেছেন: হাসিব গল্পটা অভিনব আর গল্প বলার ধরনটাও। পাঠককে চিন্তা করতে বাধ্য করে, একটু ধাঁধায় ফেলে দেয় গল্পটা আর এই জন্যেই গল্পটা দারুণ লেগেছে।

লিঙ্কটা দেবার জন্য অনেক ধন্যবাদ। না হলে এমন দারুন গল্পটা পড়া হতো না।

শুভকামনা আপনাকে আর গল্পে অবশ্যই লাইক।

১৪ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৪০

মেহেদী হাসান হাসিব বলেছেন: অসংখ্য ধন্যবাদ। এবং অনুপ্রাণিত আপনাকে আমার গল্পের মন্তব্যে পেয়ে।

১৩| ১৪ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৪১

আরোগ্য বলেছেন: অভিনন্দন মেহেদী ভাই, এতোদিন পর এসেও আপনার গল্পটি আলোচিত পাতায় জায়গা করে নিয়েছে। এবার বুঝুন আপনি কত ভালো লিখেন। আর ভুত হবেন না।

১৫ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:১৬

মেহেদী হাসান হাসিব বলেছেন: না ভাই হইব না

১৪| ১৪ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫৫

পদাতিক চৌধুরি বলেছেন: সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকের গল্পটি অসাধারণ লাগলো। এখনো পর্যন্ত আমার কাছে আপনার সেরা পোস্ট এটি। গল্পটি এক নিঃশ্বাসে পড়ে শেষ হয়েছে এত অসহায় বোধ করলাম যেনো পেট ভরে খেলাম কিন্তু মন ভরল না। আদর্শ ছোটগল্পের বাস্তব জমজমাট চিত্র। আপনি অনেকদিন পর ব্লগে এসেছেন ; সে দিক থেকে অভিনব প্রত্যাবর্তন আরকি।

তৃতীয় লাইনে একটু ভাবতে বলবো: অতিক্রমের জায়গায়/ অর্জন করতে হবে বাস্তবসম্মত অভিজ্ঞতা " দিলে কেমন হয়। একই লাইনে ,মস্তিষ্ক কেমন " যেন " ঢোলের মতো হয়ে গেছে। নিয়েও ভাবতে বলবো। পাশাপাশি বস্তিগুলি বা যানবাহনগুলি কোথায় একটু টাইপো হয়ে গেছে।

* শুভেচ্ছা ভালোবাসা জানবেন।

১৫ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:১৮

মেহেদী হাসান হাসিব বলেছেন: ছোট ছোট বিষয়গুল আমার খেয়াল এড়িয়ে যায়। অনেক অনেক অনেক ধন্যবাদ ভাই। প্রতিটি লেখাতেই আপনার ঠিক রকম মন্তব্য চাই।

১৫| ১৪ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩৩

ফয়সাল রকি বলেছেন: গল্পের ভেতর গল্প, ছায়ার ভেতর ছায়া! ভাল। +++
একটা কথা, 'বস্তিগুল', 'সবগুল', 'যানবাহনগুলর' বানানগুলো কি ইচ্ছাকৃত?

১৫ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:২১

মেহেদী হাসান হাসিব বলেছেন: প্রমিত বাংলা বানানের নিয়মেই লিখেছি। অ বানানের নিয়ম পড়লে বুঝতে পারবেন।

১৬| ১৪ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:১৬

আর্কিওপটেরিক্স বলেছেন: ব্যতিক্রমী গল্প.....
আরব্য রজনীর গল্পের মধ্যে গল্প টাইপ.....

অনেক ভালো লেগেছে....

দি এলকেমিস্ট এর বৃদ্ধটার মতো আপনার গল্পের বৃদ্ধ....
সর্বগুরু, সবজান্তা.....

১৫ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:২৪

মেহেদী হাসান হাসিব বলেছেন: আলকেমিস্টের বৃদ্ধের তুলনা নেই।

১৭| ১৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ২:০৩

রাফা বলেছেন: বাহ্ বেশ চমৎকার ট্যুইস্ট এর পর ট্যুইস্ট ।গল্পের গতি পথটাও ছিলো সাবলীল ও সুন্দর। ভালো লাগলো।

ধন্যবাদ,মে.হা.হাসিব।

১৫ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:২৫

মেহেদী হাসান হাসিব বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ। সুস্থ থাকবেন।

১৮| ১৫ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৩৩

কিরমানী লিটন বলেছেন: অন্য রকম অনুভুতি- আলাদা আঙ্গিকের গল্প- শুভকামনা জানবেন।

১৫ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৪৬

মেহেদী হাসান হাসিব বলেছেন: ধন্যবাদ লিটন ভাই

১৯| ১৫ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৫৩

মাহমুদুর রহমান বলেছেন: গল্পটি অসম্ভব সুন্দর হয়েছে।

১৫ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৪৭

মেহেদী হাসান হাসিব বলেছেন: ধন্যবাদ মাহমুদ ভাই। সুস্থ থাকবেন।

২০| ১৫ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৪৮

ফয়সাল রকি বলেছেন: প্রমিত বাংলা বানানের নিয়ম পড়া হয়নি।
সফটকপি বা লিংক আছে নাকি? থাকলে একটু শেয়ার দিন।

১৫ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪৬

মেহেদী হাসান হাসিব বলেছেন: গুগলে সার্চ করলে অনেক সফট কপি পেয়ে যাবেন। pdf ফরমেটের।

২১| ১৫ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
প্রচুর লিখতে থাকুন। আপনাকে দিয়েই হবে।

২৩ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৫২

মেহেদী হাসান হাসিব বলেছেন: অনুপ্রাণিত হলাম

২২| ১৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ১:০২

বলেছেন: সম্ভাবনাময় গল্পকার!!

দারুণ ফিউশন এন্ড ফিকশন +++

২৩ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৫৩

মেহেদী হাসান হাসিব বলেছেন: ভালাবাসা নিবেন ভাই।

২৩| ২৩ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:০৩

নজসু বলেছেন:




প্রিয় মেহেদী হাসান হাসিব ভাই।
এর আগে আপনার ছোট গল্প পাঠ করেছি।
ধোঁয়া গল্পটা একটু ব্যতিক্রমধর্মী মনে হলো।

শিরোনামের সাথে আমিও কিছুটা ধোয়াশার মাঝে ছিলাম।

তুমি যে গল্প লিখছো। সে গল্প আমার। আমিই গল্পের লেখক। তুমি আমার গল্পের চরিত্র।
এই লাইনটাতে কিন্তু অন্য রকম একটা চমক ছিলো।

ভালো লেগেছে হাসিব ভাই।
ভালো থাকবেন।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৪৫

মেহেদী হাসান হাসিব বলেছেন: ধন্যবাদ নজসু ভাই! ভালবাসা নিবেন।

২৪| ২৭ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:০৪

আরোগ্য বলেছেন: কি খবর মেহেদী ভাই? আবারও ভুত হয়েছেন।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৪৫

মেহেদী হাসান হাসিব বলেছেন: ভুত হইনি ভাই। ব্যস্ততা।

২৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৫৭

নজসু বলেছেন:




শুভ সকাল প্রিয় হাসিব ভাই।
আবার কোথায় গেলেন?

০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৪৬

মেহেদী হাসান হাসিব বলেছেন: আছি ভাই। ব্যস্ততায় ছিলাম।

২৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৩১

মুক্তা নীল বলেছেন: বেশ ভালো লাগলো। একদম অন্য ধাঁচের। যেকোন ধোয়া অল্প থেকে গভীরে যায় ঠিক তেমনই আপনার এই লেখাটায় অনেক গভীরে প্রবেশ করে ফেলল। একদম আমারও মনের গভীরে।
শুভকামনা রইলো।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৩৭

মেহেদী হাসান হাসিব বলেছেন: অকৃত্রিম ভালোবাসা!
অনুপ্রেরণা দিয়ে যাবেন।

২৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫২

নীল আকাশ বলেছেন: প্রিয় মেহেদী,
কয়েকবার পড়তে হলো থীমটা বুঝার জন্য। আপনার এই লেখাটা পড়ে প্রথমেই মেট্রিক্সের কথা মনে পড়ল। বেশ কিছু দিন আগে আরেকটা একটা সাইন্স ফিকশন দেখেছিলাম, এক জগতের উপর আরেক জগত, তাকে নিয়ন্ত্রন করে আরেক জন এভাবে..........
রাজিব ভাই বিশেষ করে চাদগাজির মন্তব্য নিয়ে খুব বেশি চিন্তা করবেন না। ২য় জন চোখই দেখা না, সম্ভবত না পড়েই মন্তব্য করে।
আপনার মনে হয় লেখাগুলি পোস্ট দেবার আগে প্রিভিউতে যেয়ে বানান গুলি একবার দেখে নেয়া উচিৎ। অনেক অনেক জায়গায় গুলি <গুল ভাবে এসেছে। পারলে ঠিক করে দিয়েন। এখনি না হয়ে এখনই হলে মনে হয় ভালো হতো।
আরও লিখুন। ভালোই লাগছে আপনার লেখা পড়তে। নতুন কোন লেখায় আমাকে না পেলে জানাবেন। পড়ে যাব এসে।
ধন্যবাদ এবং শুভ কামনা রইল!

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:০৫

মেহেদী হাসান হাসিব বলেছেন: অনুপ্রেরণা পেলাম। অনেক ভালবাসা রইল।

২৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:২৮

জুন বলেছেন: মেহেদী হাসান হাসিব, আপনি হয়তো ভাবছেন "হটাৎ কেন এমন আলটপকা এসে একের পর এক আমার গল্প পড়ছেন উনি"! সত্যি হলো আপনার ছোট ছোট অনাবদ্য গল্পগুলো এক লহমায় পড়ছি আর অভিভূত হচ্ছি। এই গল্পটায় বিশেষ করে গোপীবাগের বস্তিটি আমার খুবই পরিচিত। আন্তর্জাতিক এক সংস্থার কর্মী হিসেবে ওখানে আমাকে প্রতি সপ্তাহে দু তিন দিন করে যেতে হয়েছে। যদিও আপনার গল্পটি কাল্পনিক কিন্ত জগতটা আমার পরিচিত থাকায় নিজেকে সেই বস্তির সরু গলির মাঝে খুজে পেলাম।
+

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:১৫

মেহেদী হাসান হাসিব বলেছেন: খুব অনুপ্রেরণা পেলাম। প্রতিটি লেখায় এমন করে অনুপ্রেরণা দিয়ে যাবেন। অনেক ভালবাসা আপনার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.