নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পুরো নাম মাহমুদুল হাসান ইমরোজ, ঢাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক, ছোটবেলা থেকে খুব অল্পতেই তুষ্ট,কারো উপর অনধিকার চর্চা থেকে নিজেকে গুটিয়ে রাখতাম এখনও তেমনই আছি, কবিতা ভালোবাসি, কবিতার উপর প্রচণ্ড আবেগ ভালোবাসা......কবিতার সাথেই থাকতে চাই

মাহমুদ আল ইমরোজ

সাধারণ মানুষ তাই ভাবনাগুলো সাধারণ

মাহমুদ আল ইমরোজ › বিস্তারিত পোস্টঃ

নিদ্রাঝড়ের আবির্ভাব

০৭ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৩১

নিদ্রাঝড়ের আবির্ভাব

দখিনা পবন বয়, আঙিনায় বিছানা পাতি,
এলিয়ে তপ্তদেহে শিরশিরে ছোঁয়া,
একখণ্ড মেঘ রাতের আকাশে
উন্মাদ নৃত্যরত।

কখনো সন্ধ্যাতারার মিটমিটে হাঁসি,
আঁধারের মাঝে জেগে থাকা প্রদীপ্ত চেরাগদানি,
জোছনার সম্মোহনী খেলায় আলো আঁধারির উচ্ছ্বল উৎসব।

তাপদাহে যে ব্যথিত হৃদয়ে দিবাকর রুষ্ট,
কপোলে তারই ছাপ জেগে থাকে
অঝোর ধারায় সৃষ্ট সুবিশাল ক্যানভাসে।

মেঘেরা উড়ে যায় আকাশে বাতাসে
ভেলায় পরীদের জলকেলি,
ঘনমেঘে ন্যুব্জ আকাশ ভেঙে পড়ে
আমার আঙিনায়,
দেহ মাঝে তারই শিহরণ অনন্তযৌবনারূপী।

বৃষ্টিজল আমার হয়ে অবারিত ঝরে,
ফোটায় ফোটায় অকৃত্রিম সুরের তান
গভীর রাতের দীর্ঘতাভেদে মিলিয়ে যায়
আখিঝুরে প্রচ্ছন্ন নিদ্রাঝড়ের আবির্ভাব।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুন, ২০১৯ রাত ৯:৫২

খায়রুল আহসান বলেছেন: কবিতা সুন্দর লিখেছেন, তবে কবিতাটা পড়ে আমার মনে হলো, 'চন্দ্রবিন্দু' এর ব্যবহার নিয়ে আপনার কিছুটা বিভ্রান্ত ধারণা রয়েছে। যেমনঃ পঞ্চম লাইনের শেষ শব্দটা হাঁসি হবে না, হাসি হবে। আবার, ১৭তম লাইনে ফোঁঁটায় ফোঁটায় শব্দ দুটোতে চন্দ্রবিন্দু দেননি, যা দিতে হবে। একইভাবে, ১৯তম লাইনে 'আখিঝুরে' শব্দটির আঁখিতে চন্দ্রবিন্দু দিতে হবে, এবং ঝুরে কে আলাদা করে জুড়ে লিখতে হবে।
তবে, কবিতায় ব্যক্ত ভাব ও অনুভূতি বেশ ভাল লেগেছে। আশাকরি, এই ভুলটুকু উল্লেখ করায় কিছু মনে করবেন না।
আমার "ঝরে পড়া এক তারার প্রতি" কবিতায় (১৯-১০-১৮ তারিখে প্রকাশিত) আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.