| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এম এইচ খালেদ
হিপনোটিক হিমালয় .,
এক মুঠো রোদ্দুর ছোঁয়া আংগুলের ভাজে,
আজ একাকীত্ব ঝুলে আছে,
ঝুলে আছে জীবন নামের অস্তিত্ব হীন সমাজে।
এক মুঠো বসন্ত ডোবা সন্ধ্যা র অবসর এ
এক ভিনগ্রহি পুষ্পের গন্ধ নিতাম অশুদ্ধ রচনায়,
লাজুকলতা গল্প হতো, ঠিক নির্লজ্জের মতো
মাঝে মাঝে রঙিন কথার আসর হতো পরীর ডানায়।
অভিমানের ভারে মেঘ জমা চোখ
কখনো বা হতো নিরানন্দ লাইন এর যন্ত্রনা,
অতি সাধারন নিয়মের বদ্ধতায়
ছন্নছাড়া ইচ্ছে গুলো পেতো,হারানোর অনুপ্রেরনা..।
ছেড়া মলাটের গভীরে আজও অনিন্দ সেই দিনগুলোর ছড়াছড়ি ,,
বৃষ্টি ধরার অনিশ্চয়তায় থেমে গেছে তোমার স্পন্দন,
থেম গেছে আমার বৃদ্ধ মস্তিষ্কে তোমার নতুনত্বের গড়াগড়ি ।
শেকড় জমে গেছে স্মৃতির মনোবৃক্ষে,
তুমি নেই ধারনার রোজগের বনবাসে!!
তুমি অমলিন,,
থমকে যাওয়া বিষ, চেতনার দূর্বাঘাসে ।
হারিয়ে যাও সীমাবদ্ধতার এক পা দূরে,,
যতোটা দূরে গেলে কেটে যায় নেশা"" অন্ধ বিশ্বাসে ।
ছেড়া বালিশে সান্ত্বনা নিতান্তই মুছে যায়
নগ্ন অতীতের ভাঁজে,তুমিও ফুরিয়ে যাও অনায়াসে ।।
তুমি নেই... নেই তোমার হৃদয় ভাঙ্গা অস্তিত্ব
খালেদ, (১৫-০৯-২০১৬)_)
২|
১৪ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:৪৭
এম এইচ খালেদ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৪ ই নভেম্বর, ২০১৬ রাত ১:৫১
ভ্রমরের ডানা বলেছেন:
বাহ! কবিতাটি কি সুন্দর!