| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এম এইচ খালেদ
হিপনোটিক হিমালয় .,
শত অন্যায় খুঁড়ে,আমি বাচি
আমি বাঁচি বিছানার রঙ পালটানো বিষে।
সেই বদ্ধ রুমের দেয়ালে আছড়ানো,
বস্ত্রহীন কথায় বেচে উঠি নিমিষে ।
প্রেম নামে গাথি বিশ্বাস ঘাতকতার নীল বিষ
পুড়ে মারি জীবনের দুরন্ত স্বাদ,
দরজা বেয়ে উঠি সিঁদুরের গয়নায়
শোনাই বিধবা রে স্বামী মরার আর্তনাদ।
দামি জুতোয় আমি পিষে মারি চাষা,মজুর,
দামি নোটে ছুঁড়ি অত্যাচার,
দাম দিয়ে কিনে নেয়া আমার রক্তের লাল
আমি সময় ছিঁড়ে বেচে যাওয়ার অহংকার।
আমি অন্যায়,
বেচে থাকার শত ছলচাতুরী
সব কিছুর গন্ধই পাবে আমার গাঁয়।। 
©somewhere in net ltd.