| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এম এইচ খালেদ
হিপনোটিক হিমালয় .,
অথচ কথার প্রহর,খেলার শহর, কল্পনার অম্বর
সব ই ছিলো ছন্দের এক উন্মুক্ত আকাশ
প্রশ্ন বিদ্ধ খোলা জানালায়, বিরহের শেষ গল্প
তারও নিঃশ্বাস ও ছিলো ক্ষুদ্র অভিলাষ।
কতো হেটে গেছি অজানার পথ ধরে
নগ্নতা পায়ে মাড়িয়ে, বিধাতার উন্মাদ মেঘগুচ্ছের মতো
স্নানে রত কিশোরী র ভেজা চুলে
রোঁদ ছোঁয়া আহূতি দিয়েছে যে শত যুবক,
তাদের মনে প্রেম জাগানো শুকনো হাজার ক্ষত !
আমি রয়ে গেছি জানালার হাটু চেপে ধরে
বৃষ্টি এলে, বালিকা আজও হাত বাড়িয়ে আমায় ছুঁয়ে যায়
সেই স্পর্শ ভুলিয়ে দেয় ব্যথাতুর শত ক্ষত
ঘুম পাগল প্রেমগুলোকে অনুভবের শিহরনে মাখায় ।
আমি বেঁচে যাই
অন্যায় আবদার এর শেষ চুম্বন,
অভিনয় এর ভালোবাসা, আমি বাসিনি
আমার গল্পের গভীরতায়
আজও বালিকার হৃদ স্পন্দন ।
আজও বর্ষা আমার প্রিয় ঋতু ,
যাতে আমি-বালিকা মিলে শত জনম একাকার ।
আমি সমর্পন ই ছিলো তাকে দেয়া আমার ক্ষুদ্র উপহার।
১৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:৩০
এম এইচ খালেদ বলেছেন: ধন্যবাদ , লেখক ![]()
২|
১৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:৩৬
ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর লিখেছেন, ভালো লাগলো।
শুভ কামনা
১৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ১:৪৪
এম এইচ খালেদ বলেছেন: ধন্যবাদ .।
©somewhere in net ltd.
১|
১৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:১৯
কবীর বলেছেন:
সুন্দর লিখেছেন।