| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এম এইচ খালেদ
হিপনোটিক হিমালয় .,
চুপি চুপি আর কতো?
ভেজা কাক সরোবর লুটে খায়
তুমি নিশ্চিন্তে ঘুমাও
কবে বিদ্রোহ হবে রক্ত কনায়?
কবে হবে আমার? মুঠো ভরা এককালীন
সুখে থাকার রোগ,
ভীরুর সাদা চোখে জমা রক্তকমল,
কবে হবে? শ্যামল বনে
উন্মুক্ত তরুণী র রক্ষা আচল।
আমি তো চেয়েছি নরম হও
তবে এতোটাও নয়,
পিষে যাবে অতি নিয়মেই
অতি অল্পেই হবে ক্ষয় ।
২|
০৯ ই মার্চ, ২০১৭ রাত ৮:৪২
আরণ্যক রাখাল বলেছেন: খুব ভাল
১০ ই মার্চ, ২০১৭ রাত ১২:০৪
এম এইচ খালেদ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৯ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৫৪
রামিম ৫ বলেছেন: দারুন