নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বেলাশেষে ক্লান্ত-তৃষ্ণার্ত পথিকের ন্যায় আসলাম সামুর তীরে, রেখে যেতে চাই কিছু অবিস্মরণীয় কীর্তি । পারি না আর না পারি, চেষ্ঠার ত্রুটি রাখবো না, এই ওয়াদা করছি ।

মোশারফ হোসেন ০০৭

একজন শৌখিন লেখক আমি, আবার কবিও বলা যেতে পারে । যখন যা ভালো লাগে তাই লিখি ।

মোশারফ হোসেন ০০৭ › বিস্তারিত পোস্টঃ

চাঁদের কালো জোছনার গল্প ।। ১ম পর্ব ।।

১৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:৫৫

ঘড়িতে রাত আটটার মত বাজে । হঠাৎ পাশের ঘর থেকে আওয়াজ আসলো,

- সিয়াম, এই সিয়াম, এইদিকে আয় তো ।

কম্পিউটারে গেমস খেলছিল সিয়াম । ফিফা-১৬, সারাদিন ধরেই খেলে সে । কম্পিউটারের সামনে থেকে সিয়ামের উঠা মানেই, বিরাট কিছু । হঠাৎ মায়ের ডাক শুনতে পেলো, না উঠেই বা উপায় কি । অগত্যা, গেমস কিছুক্ষণের জন্য থামিয়ে চেয়ার ছেড়ে উঠলো সে ।

- কি ব্যাপার, মা, ডাকছিলে কেন ?
- তোর আসলাম মামা আসছে ।
- ওয়াও, আসলাম মামা !! সে তো বহুদিন পর । যাক আজকে অনেক মজা হবে ।
- অফিসের কাজে দুইদিন আগেই চুয়াডাঙ্গা থেকে সরাসরি চট্টগ্রামে গিয়েছিল ও । দুইদিন খাঁটা-খাটুনির পর, তোর মামা আসছে আমাদের বাড়িতে । জার্নি করার পর এমনিতেই আজকে খুব ক্লান্ত থাকবে । তাই খবরদার, মামাকে একেবারেই ঘাঁটানো যাবে না ।
- ওহ, আচ্ছা । ঠিক আছে । তা কখন আসছে মামা, মা ?
- আসলাম অবশ্য আজই আবার চুয়াডাঙ্গা ব্যাক করতো কিন্তু ঢাকার উপর দিয়ে যাওয়ার সময় আমাদের সাথে দেখা না করলে কেমন হয়, তা-ই আসছে । তবে তুই কিন্তু আজকে ঐ কোণার ঘরটাতে থাকবি । মামার সাথে থাকলে মামাকে শান্তিমত ঘুমাতে দিবি না, ও আমি জানি ।
- কই, আমি আবার কি করবো !!
- কি আর, সারাক্ষন ঘ্যানর ঘ্যানর করবি !! নাহ, তোকে আসলামের সাথে রাখবো না আমি ।
- তাই বলে, ঐ কোণার ঘরে !!
- হ্যাঁ, কোণার ঘরে । আজকে রাতটা ঐ ঘরেই থাকবি তুই ।
- না, মা, আমি পারবো না ।
- পারবো না মানে ?
- আমি কোণার ঘরে যেতে পারবো না ।
- তুই পারবি না, মানে ? তোকে যেতে বলেছি, চুপচাপ যা ।
- কিন্তু মা, আমার তো ভয় করে ।
- ভয় করে !! নাটক করিস, না ? রাত জেগে গেমস আর ফেসবুক টা গুঁতাতে পারবি না, তাই তো !! ও আমি ভালো করেই বুঝছি ।
- না, মা, তুমি বিশ্বাস করো, গেমস না হয় এক রাত খেললাম না । কিন্তু ঐ কোণার ঘরে থাকলে তো আমি ভয়েই শেষ হয়ে যাবো ।
- এত বড় ধারী ছেলের ভয় করে ?! এইবার অনার্স সেকেন্ড ইয়ারে উঠবি, আর এখনও ভয় ভয় করিস !! ছিঃ, লজ্জা করে না, তোর ?
- ধুর, লজ্জা করে বেঁচে থেকেও লাভ আছে । মরে গেলেই তো সব শেষ ।
- ঠিক আছে, আর ফাউ বকতে হবে না । খালি আজকের রাতটাই তো । তুই তো আবার কাল থেকে শুতে পারবি নিজের ঘরে । একটা রাত ম্যানেজ করে নে, যা ।
- কিন্তু মা...
- কিন্তু কি ?
- ঐ কোণার ঘরে যেতে গেলে তো ঐ বারান্দা দিয়ে যেতে হবে । আমার তো সন্ধ্যার পর বারান্দায় যেতেই তো ভয় করে, তুমি তো জানোই ।
- অতসব আমি বুঝি না । যেভাবে হোক একটা ব্যবস্থা করে নে । আমি আর এই বিষয়ে কোন কথাই শুনতে চাই না ।
- কিন্তু...
- আর কোন কিন্তু না । আল্লাহ্‌র ওয়াস্তে আমাকে মাফ কর তোরা সব । সারাদিন সংসারের ঘানি টেনে তোদের সকলের সাথে এত বকবক করার শক্তি থাকে না ।

মায়ের এই কথা শুনে অগত্যা সিয়ামকে চুপ করতে হলো । কিন্তু বারান্দার কথা হঠাৎ আবার মনে হতেই ভয়ের একটা শিহরণ বয়ে গেলো ওর পুরো শরীরে । কি ব্যবস্থা করা যায়, ভাবতে ভাবতে আবার নিজের ঘরে চলে গেলো সিয়াম ।

(বাকীটা আগামী পর্বে)

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ১:২২

অ্যালেন সাইফুল বলেছেন: অপেক্ষমাণ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.