নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিরাজ হোসেন মন

মিরাজ হোসেন মন › বিস্তারিত পোস্টঃ

ওয়েব ডিজাইন শিখুন: HTML: পর্ব ৪

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:২৩

আসসালামু আলাইকুম।
আমরা আগের পর্বে ওয়েব ডিজাইনের basic কিছু আলোচনা করেছিলাম। আজ আমরা শিখব (১) কীভাবে একটি html ফাইল তৈরি করা যায়, (২) কীভাবে এটি রান (run) করা যায়।

(১) কীভাবে একটি html ফাইল রান করা যায়:

প্রথমে আপনি আপনার কম্পিউটারের যে কোন ফোল্ডারে যান। মনে করি, আপনি আপনার ডেস্কটপে গিয়েছেন। সেখানে একটি নতুন ফোল্ডার তৈরি করুন- website নাম দিয়ে। নিচের চিত্রের মত:

এখন এ ফোল্ডারের মধ্যে একটি নতুন ফাইল তৈরি করবেন। এইজন্য ফাইলটি ওপেন করুন। এখন ফাইলটির যে কোন স্থানে আপনার মাউস দিয়ে right-button ক্লিক করুন। একটি option box পাবেন। সেখানে New লেখা option-এ মাউসটি রাখুন। দেখুন এরকম option আসবে:

Text Document অপসনটি select করুন। New Text Document.txt নামে একটি নতুন ফাইল open হবে। আপনি এখন এর নাম পরিবর্তন/Rename করবেন। New Text Document এর পরিবর্তে লিখুন index এবং .txt এর পরিবর্তে .html লিখুন। এবার আপনার কী-বোর্ডের Enter button চাপ দিন। নিচের মত একটি dialogue box আসবে। Yes button select করুন। ব্যস, আপনার html ফাইল তৈরি হয়ে গেছে।

(২) কীভাবে এটি রান করবেন:
এটি করা খুব সহজ। আপনি কেবল আপনার একটু আগে তৈরি করা ফাইলটির উপর মাউস দিয়ে ডাবল ক্লিক করুন। দেখবেন এটা আপনার কম্পিউটারের ডিফল্ট ব্রাউজারে চালু হয়ে যাবে। তবে এখানে কোন লেখা দেখবেন না। কারন আমরা এখনো এতে কিছু লেখি নাই।

কীভাবে .html ফাইলে কিছু লিখতে হয় তা পরবর্তী পর্বে দেখুন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.