নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রতিবাদি কন্ঠ

সাধারণভাবেই থাকতে পছন্দ করি ।জাকজমকপূর্ণতা একদম পছন্দ করিনা । সব কষ্ট আড়াল করে সবসময় হাসিমুখে থাকার চেষ্টা করি । আর অনেক হাসি । \nহৃদয় আকাশে কখনো কষ্ট নামক মেঘের আনাগোনা । হৃদয় আকাশ সেই মেঘে কাল হয়ে যায় । যখন কষ্ট নামক মেঘ হৃদয় আকাশে ভেসে বেড়ায় তখন আলোকিত সবকিছুও অন্ধকার হয়ে যায় । আর তখনই যেন ভিন্ন এক আমি । অভিমানের সুরে কখনোবা কষ্টের বহিঃপ্রকাশ । অভিমানটাই সবার দৃষ্টিগোচর হয় । কিন্তু অভিমানের পেছনে লুকানো কষ্টগুলো কেউ খুঁজেনা ।আবার কখনো কষ্টের ছোবলে নিথর হয়ে থাকা । আবার কখনো মনের মধ্যে গড়ে উঠা স্বপ্নের অপমৃত্যু হয়ে সেখানে ঠাঁই নেয় কষ্ট নামক অনুভূতিগুলো । এটাই হয়তো আমার জীবন, আমার বাস্তবতা । তবুও পথ চলা জীবনের নিয়মে,বাস্তবতার টানে ।

প্রতিবাদি কন্ঠ › বিস্তারিত পোস্টঃ

মজার ৯ টি তথ্য

১২ ই জুন, ২০১৫ সকাল ৭:১০

এই পোষ্টে উপস্থাপন করলাম বেশ কিছু মজার বিষয়।
১.আমাদের এই পৃথিবীতে কত রকমের মানুষ আছে।এদের মাঝে কেউ ডানহাতি আবার কেউবা বামহাতি।
আপনি যদি লক্ষ্য করেন তবে দেখবেন যে যেসকল মানুষ ডানহাতি তারা খাবার চিবোন যখন তখন সাধারণত মুখের ডানদিকে খাবার চিবোন।
আর বাহাতি যারা তারা তাদের বামদিকে চিবোনোর প্রবণতা থাকে।
২.পোড়ো বাড়ি অথবা কোন গুহাতে যদি বাদুড় থাকে তবে ঐসব বাদুড় যখন বের হয় তখন সেটি সর্বদাই প্রথমে বামদিকে টার্ন নিয়ে ওড়ে।
৩.জেন্টস গার্মেণ্টস বা পুরুষদের জামার বোতাম থাকে ডানদিকে।সেটি তো আমরা জানি।
বাট এইটা কি জানি যে লেডিস গার্মেণ্টস বা মেয়েদের পোশাকের জামার বোতাম থাকে বামদিকে?
৪.পক্ষীকূলের মধ্য পেঁচা-ই একমাত্র পাখি যারা চোখ বন্ধ করার সময় চোখের উপরের পাতা(Upper Eye Lead) কে নিচে নামিয়ে চোখ বন্ধ করে বা পলক ফেলে!আর সমস্ত পাখি চোখের নিচের পাতা(lower eye lead) বন্ধ করে।
৫.সকাল সকাল মোরগের ডাক শুনে থাকি।কখনো কি খেয়াল করেছেন যে মোরগ ডাকার সময় গলা উঁচু করে ডাকে?আচ্ছা,মোরগ কি গলা নামিয়ে ডাকতে পারেনা?
না,পারবেনা।এর কারণ হচ্ছে এদের ভোকাল কর্ডের অবস্থানগত বিন্যাস।
৬.সাইন্স বলে যে, আপনি যদি সমুদ্রের নীল পানিরাশির সামনে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন কিংবা অপার দিগন্ত বিস্তৃত নীল আকাশের দিকে অনেক্ষণ চেয়ে থাকেন তবে মনটা শান্ত হয়ে যাবে।
এর কারণ হচ্ছে আমদের বর্ণালীর নীল রঙের একটা বিশেষ প্রভাব আছে।নীল রং আমাদের মস্তিষ্কে সরাসরি প্রভাব ফেলে।
আর কামিং হরমোন(Calming Hormoes) গুলোকে নির্গত করতে উদ্দীপনা যোগায়।যা আমাদের মনকে শান্ত করে দেয়।
৭.আচ্ছা,জুতোর ফিতের একেবারে প্রান্তে যে প্লাস্টিক কোট টি থাকে সেটিকে কি বলে জানেন?
সেটিকে বলে অ্যাজলেট।
৮.রক্ত আমাদের দেহের বিভিন্ন অংশে পৌঁছায়।
কিন্তু দেহের কোন অংশে রক্ত পৌঁছে না সেটা জানেন?
রক্ত কর্ণিয়ায় পৌঁছতে পারেনা।তবুও সেটি সজীব থাকে কারণ এটি সরাসরি বাতাস থেকে অক্সিজেন নেয়।
৯.আমরা সকলেই কোন কোন পার্কে বা রাস্তার মোড়ে কিছু কিছু স্ট্যাচু দেখি।সেখানে কোন সময় দেখা যায় ঘোড়ায পিঠে একজন বসে আছেন।খুব ভালো করে যদি লক্ষ্য করেন তবে দেখবেন যে কখনো কখনো ঘোড়ার ১টি পা তোলা।অর্থাৎ একটি পা উঁচু করে থাকে।কখনো ২টি পা উঁচু করে থাকে।কখনোবা ৪টি পা-ই নিচে থাকে।এসব আসলে কি বুঝায়?
এসবের একটি অর্থ থাকে।
সেটি হচ্ছে যে যদি ঘোড়ার ২টি পা উঁচু করে থাকে তবে এর
অর্থ হচ্ছে ঐ ব্যাক্তি যুদ্ধ করতে গিয়ে যুদ্ধক্ষেত্রে মারা যান।যদি ঘোড়ার ১টি পা উঁচু করে থাকে তবে এর অর্থ হচ্ছে ব্যক্তি যুদ্ধ করতে গিয়ে আহত হন এবং সেই আঘাতজনিত কারণেই মৃত্যুবরণ করেছেন ।
যদি ৪টি পা নিচে থাকে তবে এর অর্থ হচ্ছে যে ঐ ব্যক্তি স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেন।

মন্তব্য ৯ টি রেটিং +৪/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১২ ই জুন, ২০১৫ সকাল ৭:৫৬

আরণ্যক রাখাল বলেছেন: মজার তথ্যই বটে| দারুন পোস্ট

২| ১২ ই জুন, ২০১৫ সকাল ৮:৫২

ব্লগার তয়ন বলেছেন: সুন্দর পোস্ট...

৩| ১২ ই জুন, ২০১৫ সকাল ৯:২৭

স্বপ্নাতুর পুরব বলেছেন: মজা পেলাম । ধন্যবাদ লেখককে । ;)

৪| ১২ ই জুন, ২০১৫ সকাল ১০:৫৫

শহুরে আগন্তুক বলেছেন: Interesting ....

৫| ১২ ই জুন, ২০১৫ দুপুর ১২:৫৮

রাখালছেলে বলেছেন: শেষেরটা মারাত্মক তথ্য ।

৬| ১২ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৬:৩৯

সুমন কর বলেছেন: চমৎকার শেয়ার।


অ.ট.: আপনার এ প্রোপিকটি অনেকে ব্যবহার করে। হাহাহাহা...........বেশ জনপ্রিয় প্রোপিক মনে হচ্ছে।

৭| ১৩ ই জুন, ২০১৫ রাত ২:৩৬

ধলা বিলাই বলেছেন: চমৎকার

৮| ১৩ ই জুন, ২০১৫ ভোর ৬:১৮

(একজন নিশাদ) বলেছেন: ব্যফক মজা

৯| ০২ রা জুলাই, ২০১৫ রাত ৮:০৩

নীলপরি বলেছেন: দারুন লাগলো ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.