নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মু. হাবিবুর রহমান তারিক

ময়মনসিংহের এক নিরব, নিভৃত পল্লীর এক অখ্যাত পরিবারের অতি নগন্য সদস্য।

মু. হাবিবুর রহমান তারিক › বিস্তারিত পোস্টঃ

হিমালয়ের দেশে (পর্ব-২১)

০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৩

মেয়েরা উচ্ছল, ছেলেরা ততটাই নীরব

নেপালী মেয়েদের কর্মতৎপরতা, উচ্ছলতা চোখে পড়ার মত। এমনিতেই নেপালের জনসংখ্যার মধ্যে ছেলের তুলনায় মেয়ের অনুপাত একটু বেশি। ছেলে এবং মেয়ে, অনুপাত ১০০০ : ১০০৬। এছাড়াও প্রায় ২০ লাখের মত পুরুষ বিদেশ প্রবাসী। হয়তবা এজন্যই ছেলেদের তুলনায় মেয়েদের কর্মতৎপরতা বেশি পরিলতি হয়

মেয়েরা সব করছে। ঘর-সংসার সামলাচ্ছে, মুদী দোকান থেকে শুরু করে বড় বড় ডিপার্টমেন্টাল স্টোর চালাচ্ছে, ফেরি করছে, বাজার করছে, কৃষিকাজ করছে, পুরুষের সাথে পাল্লা দিয়ে বাইক, গাড়ি চালাচ্ছে। একসাথে হয়ত ছেলে-মেয়ে দুজন হাটছে, মেয়েটা দেখা যাবে ছেলেটার ভাঁজ করা হাতের ভেতর দিয়ে নিজের হাত ঢুকিয়ে ছেলেটাকে টেনে নিয়ে যাচ্ছে। ছেলে বেচারা হয়ত তার সাথে তাল মেলাতে গিয়ে হাফিয়ে উঠছে। মেয়েটার মুখ দিয়ে পট পট কথার ফুলঝুরি ফুটিয়েই চলছে আর ছেলেটা ধৈর্যশীল শ্রোতার মত শুনেই যাচ্ছে। কাঠমুন্ডু-পোখারা, পরবর্তীতে পোখারা-চিতোয়ান এবং চিতোয়ান-কাঠমুন্ডু যাতায়াতের সময় খেয়াল করেছি রাস্তার পাশের বাসা-বাড়ির বারান্দায় বা বাড়ির বাইরে কাজ করছে কিংবা গাছের ছায়ায় বসে বিশ্রাম করছে সব মহিলা।



সময় যেন এক ধাবমান ঘোড়া

লোকে বলে সুখের সময় তাড়াতাড়ি চলে যায় নেপালে এসে মনে হল শুধু সুখের সময় নয় ব্যস্ততার সময়ও বেশ তাড়াতাড়ি চলে যায়। আসলে সুখে-দুঃখে সময়ের গতি একই থাকে। মানুষের কাছে দুইটা দুই রকম মনে হয়। সময়ের জন্ম কখন, এর শেষ গন্তব্য কোথায়? আমরা জানিনা। তবে এটুকু বলা যায়, সময় অতি মূল্যবান। আধুনিককালে বলা হয় দঞরসব রং সড়হবু’. পবিত্র কালামে হাকিমে সময়ের গুরুত্ব তুলে ধরা হয়েছে সূরা আল আসরে:

সময়ের কসম৷ মানুষ আসলে বড়ই তির মধ্যে রয়েছে৷ তবে তারা ছাড়া যারা ঈমান এনেছে ও সৎকাজ করতে থেকেছে এবং একজন অন্যজনকে হক কথার ও সবর করার উপদেশ দিতে থেকেছে।

এ সূরায় একথার ওপর সময়ের কসম খাওয়া হয়েছে যে, মানুষ বড়ই তির মধ্যে রয়েছে এবং এই তি থেকে একমাত্র তারাই রা পেয়েছে যারা চারটি গুণাবলীর অধিকারী : (১) ঈমান, (২) সৎকাজ, (৩) পরস্পরকে হকের উপদেশ দেয়া এবং (৪) একে অন্যকে সবর করার উপদেশ দেয়া। আল্লাহর এই বাণীর অর্থ সুস্পষ্টভাবে জানার জন্য এখন এখানে প্রতিটি অংশের ওপর পৃথকভাবে চিন্তা - ভাবনা করা উচিত।

এক সপ্তাহ সময় হাতে নিয়ে আমরা নেপাল এসেছিলাম। প্রথমদিন মনে হয়েছিল অনেক সময়। চিতোয়ানে এসে আমাদের জার্নি যখন পঞ্চম দিনে গড়াল তখন মনে হল আজ এবং বিদায়ের দিন বাদ দিলে হাতে আছে আর মাত্র ২ দিন। ভাবি, এভাবেই না জানি জীবনের জার্নি কবে শেষ হয়ে যায়।

(চলবে)

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪২

সবুজ মহান বলেছেন: আমার এক নেপালি বন্ধু দেশে বউ রেখে বাংলাদেশে পড়াশোনা করে !!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.