![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুদূর বাগদাদ থেকে এক মহিলা মদিনায় এসেছেন খলিফা উমার ইবনে আবদুল আজিজ-এর কাছে। উদ্দেশ্য,তার পাঁচটি মেয়ে বিয়ে দেয়ার খরচ বাবদ কিছু আর্থিক সাহায্য লাভ। মদিনায় পৌছে অনেক কষ্টে খলিফার বাড়ি খোঁজে বের করে মহিলা অবাক হলেন। খলিফার বাড়ি! কোথায় দালান, কোথায় দারোয়ান। মহিলা উমার ইবনে আবদুল আজিজের বাড়িতে প্রবেশ করে খলিফাকে পেলেন না। সুনসান নীরব বাড়িতে খলিফার স্ত্রী ফাতিমার সাথে তার সাক্ষাৎ হল। সাহায্যপ্রার্থী মহিলা খলিফার বাড়ির চতুর্দিকে নজর বুলিয়ে কোন শান-শওকত বা দামী আসবাব দেখতে না পেয়ে খলিফার স্ত্রী ফাতিমাকে বললেন, আমি সুদুর মদিনা থেকে এসেছি আমার শূন্য ঘরকে পূর্ণ করার জন্য। এখন দেখছি এ ঘরটিও শূন্য। এই শূন্য ঘর থেকে আমাদের শূন্য ঘর পূর্ণ হবে কিভাবে? খলিফার স্ত্রী ফাতিমা বললেন: তোমাদের শূন্য ঘর পূর্ণ করতে গিয়েই এ ঘর শূন্য হয়েছে।
©somewhere in net ltd.
১|
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২১
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্য জিন্দেগি
পুন্য ইসলামের সওগাত
রাতের আধারে আজও হযরত ওমর রা খুজ করে দিন দুখির হাহাকার
নিজের খাবার বিলায়ে উপোষ থাকে দিনের পর দিন
কোথায় সেই ইসলাম
হও মানব সজাগ