নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধর্ম-অন্ধ, অন্ধ-ধর্ম বিরোধী দূরে থাকুন !!

পরিশুদ্ধি করণ !!নিজেকে শুদ্ধ করণ !!

বিকারগ্রস্থ মস্তিস্ক

অতি নগন্য এক চিজ

বিকারগ্রস্থ মস্তিস্ক › বিস্তারিত পোস্টঃ

আমি ভালোবাসি তোমাকে ( কবিতা নাকি গল্পের উপস্থিতি ) + সাথে কিছু ছবির অনুভূতি জুড়ে দিলাম !!!

০১ লা জুন, ২০১২ বিকাল ৫:০৬

*********************

১) আমি ভালোবাসি তোমাকে



দুচোখের অবিরে ...অল্পবয়সি ভাবনাতে ,... বাচ্চাপনা কল্পনাতে

আমি ভালোবাসি তোমাকে ...

শিশিরে রেখে পা ...একটি শালিকের বেচেঁ থাকার গল্পতে !!





আমি ভালোবাসি তোমাকে



চড়ুই এর ঘড়ে ফিরার আনন্দে ...দুই ঠোটের আলিঙ্গনে কিচিরমিচির সুরের ঝংকারে ...

ক্ষুদা নিবারনের তীব্রতায় ... একটি শিশুর কোমল চাহনিতে !!





আমি ভালোবাসি তোমাকে



জীবনের নিরাপত্তার খুজার অহংকারে ...একটি ভোড়ের রঙ-এ আবার ফুটবে ফুল হয়ে ...

জানালার ভাড়ি পর্দার ফাকেঁ বিকালের রঙ চুরি হবে না সেই আনন্দে !!

সন্ধ্যায় এককাপ চায়ের উষ্ণতায় তোমার বিন্দু বিন্দু আবেশে

এই ভেবে আমি বারবার যাবো তোমায় ভালোবেশে !





আমি তোমাকে ভালোবাসি



জোছনার ভালো লাগে অবাক চাহনিতে ...

অথবা নিশ্চিত মৃত্যুর পথে হেটে যাওয়া করুন বোধের ভাবনাতে !!

মিথ্যে করে ভালোবাসি ভালোবাসি বলার সুখেতে খুজে নেওয়া সুইট হোম !!



******************************

2)শুধু তোমার জন্য



বিকৃত জোছনার নাচবো তক্ষক নৃত্য

বিদ্গুটে অন্ধ কারে জোনাক জ্বলে অজম্ম ঝুলে থাকবো তোমার বিস্মিত হাসির মায়ায় !! :P :p :P



অজস্রকাল মায়া হরিণীর গানেও ভুলাতে পারবে না

সেই হাসির মায়া !!

এভাবেই হেটে যায় এক তরূন, আকাঙ্গার মৃত্যুর ছায়ায় !!





৩ ) অপরিচিত চোখে রেখেছিলে চোখ

তাতে আগুনের রঙ্গে মেখেছিলে গোধুলী

কচি ঘাসে রক্তার্ত ছোপ বুঝে কোপ , অন্ধ চোখ খুজে নক্ষত্রের ছায়া !!





৪) যাত্রী হয়ে বসেছিলে জানালায়র পাশে

ক্ষুদ্রার্ত !! লাশ হয়ে ঝুলে শতাব্দীর ডাস্টবিনে !!

খাবারে খোজ !! হয় উঠে অনেক সন্ধার লাশ !!





৫) ঝরাপাতার কান্নার শব্দ তুমি কি শুনতে পাও ?

অর্থ বুঝতে চেওনা , নিজেকে দায়ী মনে হবে !!!



রাতের একা চাদেঁর একাকিত্বের হাহাকার কি তোমার আঙ্গিনায় আলো রেখে যায় না তুমি কি দেখতে পাও ?

এই হাহাকারের অর্থ খুজতেঁ যেও না , নিজেকে অপরাধী মনে হবে !!!





৬) রোদ্দুর ছুঁয়ে সকাল দেখি !!

কর্মব্যাস্ততা আমায় করে অন্ধ



রাত্তি হলে ভাবি জ্যোৎস্না দেখবো কি দুর্ভাগ্য আমার শহরের নিয়ান আলো আর

সেই আলোতে জোস্নারা যায় চুরি।





৭) আকাশটা আলোয় ভরা

তার চেয়েও বেশি আলো

তোমার দুচোখের গভীরে

আমার অন্ধ আবেগ তাতে পুড়ে ছাই হই আবিরত !!





৮) বরংঞ্চ দূরে সরে যাও যদি অবহেলা করো

বরংঞ্চ চোখের আরাল হও , এতো যদি উপেক্ষা করো

বরংঞ্চ ঘৃণা করও যদি না ভালোবাসতে পারো



আমি বারবার মেঘের রং দেখে বৃষ্টির অপেক্ষায় থাকবো ,

আমি বারবার বিদুৎ চমকানো দেখে ডাঙ্গায় মাছে উঠার স্বপ্ন দেখবো !!

আমি বারবার নতুন ধানের ঘ্রানে নব্বান্নের উৎসবে মুখরিত হবো

আমি বারবার তোমার অভিমান দেখে মান ভাঙ্গানোর চেষ্টা নিবো !!



বিশ্বাস করো সবটাই আমার ভালোবাসা থেকে !!!! যা শুধু তোমার জন্য !!



মন্তব্য ১২ টি রেটিং +৫/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০১ লা জুন, ২০১২ বিকাল ৫:১৩

জেমস বন্ড বলেছেন: :-B :-B :-B :-B :>

০১ লা জুন, ২০১২ সন্ধ্যা ৬:৩২

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন: B:-) B:-) B:-) B:-) B-)

২| ০১ লা জুন, ২০১২ বিকাল ৫:৩১

শায়মা বলেছেন: :)

সুন্দর!

০১ লা জুন, ২০১২ সন্ধ্যা ৬:৩২

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন: ধন্যবাদ !! আপু !!

৩| ০১ লা জুন, ২০১২ বিকাল ৫:৪২

কবীর হুমায়ূন বলেছেন:

জ্যোৎস্না রাতের ফিনকি ধারা
ছড়িয়ে পড়ে উতল হাওয়ায়,
ঝরা পাতার করুণ গীতি
রোমাঞ্চ আনে তোমার গাওয়ায়।

০১ লা জুন, ২০১২ সন্ধ্যা ৬:৩৮

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন: বাহ !! বেশ বেশ বেশ !!

৪| ০১ লা জুন, ২০১২ বিকাল ৫:৪৮

সায়েম মুন বলেছেন: নাইস

০১ লা জুন, ২০১২ সন্ধ্যা ৬:৩৯

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন: ধন্যবাদ !!

৫| ০১ লা জুন, ২০১২ রাত ৯:৪৪

রংটাণর্ বলেছেন: অনেক সুন্দর হইছে

০১ লা জুন, ২০১২ রাত ৯:৫৮

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন: ধন্যবাদ রঙ ভাই !!

বিক্রয় হয়ে গেছি
ঘুঘুর ডাকে , হুতুম পেচাঁর তীব্র চাহনিতে
লাল টকটক টিয়ার ঠোটেঁ ...
মায়াবিনী হরীনির চোখে ।।
যদি একটু ভালোবাসা জুটে !!

অসমাপ্ত থাক ... পড়ে লিখমু !!

৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:৩১

রোকসানা ইসমাইল বলেছেন: অনেক সুন্দর হইছে। আপনাকে অনেক ধন্যবাদ কারন আমি কবিতা পড়ি আপনার কারনে :) এতোদিন কমেন্ট করতে পারতাম না, তাই শুধু পড়তাম, এখন আমি কমেন্টও দিবার পারি !:#P =p~ =p~

১৬ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:৫৩

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
বাহ!

জেনে ভালো লাগলো -- অনেক দিন কবিতা লিখা হয় না - আফসুসে পুড়ি সত্য !!

হিহিহি ধন্যবাদ !!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.