নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বাগতম

আমি ধূসর

কেউ ঘুমের জন্য সুন্দর একটা সকাল উপভোগ করতে পারেনা , কেউ আবার সুন্দর একটা সকাল উপভোগ করার জন্য শান্তিতে ঘুমোতে পারেনা।

আমি ধূসর › বিস্তারিত পোস্টঃ

আমার মৃত্যুর পর আমার তিনটা ইচ্ছা তোমরা পূরণ করবে--আলেকজান্ডার

১০ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:৪২

""মৃত্যু শয্যায় মহাবীর আলেকজান্ডার তার সেনাপতিদের ডেকে
বলেছিলেন,
'আমার মৃত্যুর পর আমার তিনটা ইচ্ছা তোমরা পূরণ করবে।
আমার প্রথম অভিপ্রায় হচ্ছে,শুধু আমার চিকিৎসকরাই আমার কফিন বহন করবেন।
আমার ২য় অভিপ্রায় হচ্ছে, আমার কফিন যে পথ দিয়ে গোরস্থানে যাবে সেই পথে আমার অর্জিত সোনা ও রুপা ছড়িয়ে থাকবে
আর শেষ অভিপ্রায় হচ্ছে, কফিন বহনের সময় আমার দুইহাত কফিনের বাইরে ঝুলিয়ে থাকবে।'
তার সেনাপতি তখন তাঁকে এই বিচিত্র অভিপ্রায় কেন করছেন প্রশ্ন করলেন। দীর্ঘ শ্বাস গ্রহণ করে আলেকজান্ডার বললেন, 'আমি দুনিয়ার সামনে তিনটি শিক্ষা রেখে যেতে চাই।
• আমার চিকিত্সকদের কফিন বহন করতে এই কারনে বলেছি যে যাতে লোকে অনুধাবন করতে পারে যে চিকিত্সকেরা কোন মানুষকে সারিয়ে তুলতে পারে না।তারা ক্ষমতাহীন আর মৃত্যুর থাবা থেকে রক্ষা করতে অক্ষম।'
• 'গোরস্হানের পথে সোনা- দানা ছড়িয়ে রাখতে বলেছি মানুষকে এটা বো সোনা-দানার একটা কণাও আমার সঙ্গে যাবে না। এগুলো পাওয়ার জন্য সারাটা জীবন ব্যয় করেছি কিন্তু নিজের সঙ্গে কিছুই নিয়ে যেতে পারছি না। মানুষ বুঝুক এসবের পেছনে ছোটা সময়ের অপচয়।'
• 'কফিনের বাইরে আমার হাত ছড়িয়ে রাখতে বলেছি মানুষকে এটা জানাতে পৃথিবীতে এসেছিলাম,আবার খালি হাতেই পৃথিবী থেকে চলে যাচ্ছিl

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১০ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:৫১

অর্বাচীন পথিক বলেছেন: হায় রে জীবন

এর এই সব গুলোর পিছনেই সময় পার করছি আমরা

১০ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৩৩

আমি ধূসর বলেছেন: আপনাকে ধণ্যবাদ। ১ম মন্তবের জন্য

২| ১০ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:৫২

ঢাকাবাসী বলেছেন: এদেশের সব দুর্ণীতিবাজ মন্ত্রী নেতা আমলারা যদি এসব পড়ত, জানত তোয়াক্কা করত তাহলে দেশটাই সোনার বাংলা হত! আপসুস তা কখনোই হবেনা।

১০ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৩৫

আমি ধূসর বলেছেন: আপসুস তা কখনোই হবেনা। আপসোস

৩| ১০ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:৫১

শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: শিক্ষামূলক উদাহারণ।

১০ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৪৩

আমি ধূসর বলেছেন: আপনাকে ধণ্যবাদ।

৪| ১০ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৩৮

লেখাজোকা শামীম বলেছেন: সমস্যা হল, সবাই জীবনের শেষে পৌছে এই উপলব্ধি পায়। জীবনের প্রথমে পায় না।

১০ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৪২

আমি ধূসর বলেছেন: ;)

৫| ১০ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:৩৭

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: লেখাজোকা শামীম বলেছেন: সমস্যা হল, সবাই জীবনের শেষে পৌছে এই উপলব্ধি পায়। জীবনের প্রথমে পায় না।

সহমত।

৬| ১০ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:৩৯

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

ব্লগে স্বাগতম। !:#P

সুন্দর পোস্ট দিয়েই ব্লগিং শুরু করলেন। ধারাটা চালিয়ে যান। আশা করি নিয়মিতই আপনার কাছে ভাল ভাল পোস্ট পাব। :)

১০ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:০৩

আমি ধূসর বলেছেন: আপনাকে ধন্যবাদ

৭| ১০ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:১৫

সুমন কর বলেছেন: চমৎকার শেয়ার।

১ম প্লাস।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.