![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"ক্রাশ"!!! এই শব্দটার সাথে অল্প কিছুদিন হল পরিচয়। অভুক্ত মনের আশা জাগানো অনুভুতির নামই ক্রাশ, এটা যখন বুঝলাম তখনই মনে পরতে লাগলো.. আহা-- স্বাদহীন এই খাবার আমিও খেয়েছি জীবনে বহুবার।
আমার প্রথম ক্রাশের নাম মায়া আমরা তখন ক্লাস ফোরে পড়ি, মায়ার মায়াবি মুখে নিজেকে হারিয়া ফেলে ভাবতাম, আহা কি সুন্দর সৃষ্টি, আর মনের মাঝে একধরনের আশাজাগানু অনুভুতি উকি দিত। এভাবেই চলতে থাকে--- প্রাইমারি এর গণ্ডি পার হওয়া পর্যন্ত।
মাধ্যমিক এ আশার পর অনেক নতুন মুখের সাথে পরিচয়--- কিন্তু একটি মুখ দেখে আমি আবার আটকে যাই, এতো রূপবতী একটি মেয়ে? জীবনটা যদি তাকে দেখে দেখেই পার করা যেতো!!
চলবে---------------------------
২| ১০ ই মার্চ, ২০১৬ দুপুর ১:১৮
আরণ্যক রাখাল বলেছেন: ক্রাশ খাওয়া মনে জন্য ভালো
৩| ১০ ই মার্চ, ২০১৬ দুপুর ২:২১
অক্সিজেন হান্টার বলেছেন: আমার অগোছালো লেখার ভাষায় আপনাদের চোখ, সত্যি উল্লাসিত আমি। ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১০ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:১৭
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: চলবে বলতে কতদিন? আর অপেক্ষা সয় না। একটু তাড়াতাড়ি লিখুন।।সুন্দর হচ্ছে।