![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি অতিসাধারণ, সাধারণই থাকতে চাই।ঝামেলা অসহ্য লাগে।ঝামেলা জিনিসটা হলো আধোয়া থালা-বাসনের মত বিরক্তিকর।
ঘুট ঘুটে আঁধার, পাশে বসল স্মৃতি-
বলল, আমি অতীত বন্ধু তোমার।
যে দিনগুলো সঙ্গী হয়ে ছিলাম
পানির স্রোতের ন্যায়,শীতের কুয়াশার ন্যায়
অংশুমালীর আলোর ন্যায়,রাত্রির তিমিরের ন্যায়
তারা কথায়?অশুভ স্মৃতিই কাঁদছে তোমার মনে!
কাঁদছে তোমার ব্যস্ত কাজের ভাঁজে,
কাঁদছে তোমার আঁখি চুষে চুষে,
আজকে রাতে কোন সে সুদূর ডাক দিয়েছে তারে!
সুখের মাঝে দুঃখের স্মৃতি নারী বেশে সাজে।
©somewhere in net ltd.