![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি অতিসাধারণ, সাধারণই থাকতে চাই।ঝামেলা অসহ্য লাগে।ঝামেলা জিনিসটা হলো আধোয়া থালা-বাসনের মত বিরক্তিকর।
রাজাকার অমিত হাসান! চমকে গেছেন? এমন সংবাদে চমকে যাওয়ারই কথা। দেশে যখন রাজাকারের বিচার নিয়ে তো আলোচনা সে সময় নায়ক অমিত হাসানকে পরিচয় করিয়ে দিল রাজাকার হিসেবে। সত্যিই পাঠক রাজাকার অমিত হাসান। তবে সেটা বাস্তবে নয় ছবিতে।
মুক্তিযুদ্ধের সময়কার গল্প নিয়ে নির্মিত হচ্ছে ছবিটি। এতে রাজাকারের চরিত্রে দেখা যাবে অমিতকে। মুক্তিযুদ্ধ ভিত্তিক ছবিটি তৈরি করছেন গুণী নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু।
তিনি বলছিলেন, ‘ছবির চিত্রনাট্য লেখা শেষ। অভিনেতা-অভিনেত্রীও চূড়ান্ত। দৃশ্যধারণে যাওয়ার সম্ভামনাময় তারিখও ভাবা হয়ে গেছে। ‘মুক্তিযোদ্ধা-রাজাকার। ছবিতে অমিত হাসান ছাড়াও অভিনয় করবেন নায়ক ফেরদৌস, নিপুন, রত্না, বিথি রানী সরকার, আমজাদ হোসেন।
উৎসঃ ব্রেকিংনিউজ/বিএইচ/এএইচ
©somewhere in net ltd.