![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি অতিসাধারণ, সাধারণই থাকতে চাই।ঝামেলা অসহ্য লাগে।ঝামেলা জিনিসটা হলো আধোয়া থালা-বাসনের মত বিরক্তিকর।
সকলেরই মত প্রকাশের স্বাধীনতা এবং অধিকার আছে।যদি মত প্রকাশের স্বাধীনতা এবং অধিকার না থাকে তবে গণতান্ত্রিক দেশ কিভাবে উন্নত একটি দেশ হিসেবে আত্মমর্যাদা লাভ করে ।আমার বুঝে আসে নয়। আপনাদের কতটুকু বুঝে আসবে জানি না।
আমির খান গত সোমবার এক সাক্ষাৎকারে দেশটির সম্প্রতিক ধর্মিও অসহিষ্ণুতা প্রসঙ্গে বলেন, ক্রমবর্ধমান অসহিষ্ণুতার ঘটনাগুলোয় তিনি আতঙ্কগ্রস্ত। তিনি বলেন, ‘নিজের সন্তানের ভবিষ্যৎ নিয়ে কিরণ (স্ত্রী) এতটাই উদ্বিগ্ন যে আমাকে একদিন জিজ্ঞেস করেছিল, আমাদের কি ভারত ছেড়ে চলে যাওয়া উচিত?’দিনে দিনে বেড়ে চলা যে অসহিষ্ণুতার প্রশ্নে ভারত ক্রমশ দ্বিধাবিভক্ত হয়ে পড়ছে, ভারতীয় সংসদের শীতকালীন অধিবেশনের শুরুতে গতকাল বৃহস্পতিবার সেটাই বড় হয়ে দেখা দিল।সামান্য বিষয়ে তোলপাড় করার কি দরকার। ভারতীয় সংসদে আমির খানের বিবৃতি নিয়ে কথা হচ্ছিল।
হিন্দুস্তান টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার শিবসেনার পক্ষ থেকে এই ঘোষণা আসে যে,আমিরকে চড় দিলেই পাওয়া যাবে লাখ রুপি পুরস্কার!'যে কেউ আমিরকে চড় দিলে শিবসেনার পক্ষ থেকে ১ লাখ টাকা পুরস্কার পাবে। এটা খুবই গুরুত্বপূর্ন। কারণ এই দেশে বসবাসকারী কোন মানুষের ভারতের বিরুদ্ধে কথা বলার সাহস হতে পারে না। এর এই ক্ষেত্রে হোটেল স্টাফ থেকে শুরু করে চলচ্চিত্রের সঙ্গে জড়িত যে কেউ শিবসেনার পক্ষ হয়ে কাজটি করে পুরস্কার জয় করতে পারে।'
ভারতে স্বাধীন মত প্রকাশকারী একজন শিক্ষাবিদকে সম্প্রতি হত্যা করা হয়।এই হল মত প্রকাশের স্বাধীনতা হু! জীবন দিতে হয় বুঝি মত প্রকাশের জন্য।আমির খানকেও বুঝি চড় মারার হুমকিতে স্বীকার হতে হল এই মত প্রকাশের ফলে।
©somewhere in net ltd.
১|
২৮ শে নভেম্বর, ২০১৫ ভোর ৫:৪২
ধঅনের শীষ বলেছেন: আর বাংলাদেশে যে সংখ্যালঘু শিয়াদের মসজিদে গুলি চলতেছে, সংখ্যালঘু হিন্দুদের মাতৃগর্ভের শিশুকে পর্যন্ত হত্যা করা হচ্ছে, চার্চের যাজকদের উপর হামলা করা হচ্ছে, সেটি কি ??
মহান আল্লাহপাক সমস্ত বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে থাকা অসহায় দূর্বল সংখ্যালঘুদের জালিমের জুলুমপনার হাত থেকে রক্ষা করুক।আমিন।