নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অতিসাধারণ, সাধারণই থাকতে চাই।ঝামেলা অসহ্য লাগে।ঝামেলা জিনিসটা হলো আধোয়া থালা-বাসনের মত বিরক্তিকর।

মোঃসুমন মজুমদার

আমি অতিসাধারণ, সাধারণই থাকতে চাই।ঝামেলা অসহ্য লাগে।ঝামেলা জিনিসটা হলো আধোয়া থালা-বাসনের মত বিরক্তিকর।

মোঃসুমন মজুমদার › বিস্তারিত পোস্টঃ

ছাগলের পেটে টাকার চেক!

০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২৪


এই পৃথিবীতে আজব আজব ঘটনা প্রতিনিয়ত ঘটে চলেছে। ঘটনাগুলি যখন আমরা শুনি তখন মনে হয় ঘটনাগুলি সত্য নয় অথবা বানানো।
তবে গতকাল ৬ ডিসেম্বার ,দিনটি ছিল রবিবার । ঢাকার লালবাগ থানার নবাবগঞ্জ এলাকায় এক গৃহপালিত ছাগলের পেটে ১ লাখ ৮০ হাজার টাকার চেক চলে যায়।

ঘটনাটি অলিক মনে হলেও সত্য।আমার বন্ধু পোষার জন্য কিছু দিন আগেই এই ছাগলটি কিনেছিলেন। ছাগলটিকে বাড়ির ছাদে খুভ যত্নে লালন পালন করছিল তবে গতকাল সে চেক হাতে ছাদে গিয়েছিল এবং চেক কাগজটি ছাগলের পাশে রেখে ছাগলের জন্য খাবার তৈরি করছিল । যেই খাবার দিতে গেল ঘাড় ঘুরিয়ে সে আর চেকটিকে দেখতে পারল না। আমি প্রথমে বিশ্বাস করতে পারি নি পরে বিশ্বাস করতেই হল যেহেতু দেখতে পেলাম আসলে চেকটি নিয়ে তোলপাড় শুরু করে দিয়েছিল বন্ধুর বড় ভাইসহ আরও অনেকে । হাস্যকর হলেও খুভই দুঃখজনক এক ঘটনা এটি। আমি খুবই অবাক হলাম।অবাক তো হতেই হবে যেহেতু ছাগলের পেটে টাকার চেক।

মন্তব্য ১৭ টি রেটিং +০/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩০

রক্তিম দিগন্ত বলেছেন: ছাগলটাকে কিডন্যাপ করে টাকাটা আপাদমস্তক বেকার সম্প্রদায়ের সম্পত্তি ঘোষণা করা হউক। :#)

০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪৩

মোঃসুমন মজুমদার বলেছেন: আমি তো বলেছিলাম ছাগলটাকে জবাই করা হোক ।তাহলে হইতবা চেক পাওয়া যাবে।

২| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩১

উস্তাদ শেখ নূরু-জ্বী বলেছেন: লাখ টাকার চেক খাইলো, দুই ট্যাকার ছাগলে

০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪২

মোঃসুমন মজুমদার বলেছেন: দুই ট্যাকার ছাগল নহে ,হাজার টাকার ছাগল

৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪৬

অভ্রনীল হৃদয় বলেছেন: হা হা। আজব ঘটনাই বটে। এমনটা আগে কখনও শুনিনি। ছাগলটার দাম তাহলে এক নিমিষে কোথা হতে কোথায় চলে গেলো! =p~

৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫২

আরিফুর রহমান পলাশ বলেছেন: লাখ টাকার বাগান খায় একটাকার ছাগলে...
এই ডায়লগের নতুন ভার্সন--- লাখ টাকার চেক খায় একটাকার ছাগল ;)

৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫২

আরণ্যক রাখাল বলেছেন: তারপর কী হল

০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০৬

মোঃসুমন মজুমদার বলেছেন: তারপর আর কি ঘটনা বেশি দূর আগাই নি। যাহাদের কাছ থেকে টাকা পায় তাঁদের থেকে টাকা আদায়ের প্রচেষ্টা চলছে,গতকাল আমার বন্ধু চেকটা নিয়ে ব্যাংকে গিয়েছিল তবে কোনও কারনে সে চেকটা না ভাঙ্গিয়ে বাড়িতে ফিরে আসে এবং অবশেষে ছাগলের পেটে যায় চেকটা। এখন চেকের আশা বাদ দিয়ে টাকা অন্য উপায়ে আদায় করবে হয়তোবা কাল আরও আপডেট পাবো আশা করি।

৬| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০১

ফেরদৌসা রুহী বলেছেন: হা হা হা তারপর কি হল

০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০৭

মোঃসুমন মজুমদার বলেছেন: তারপর আর কি ঘটনা বেশি দূর আগাই নি। যাহাদের কাছ থেকে টাকা পায় তাঁদের থেকে টাকা আদায়ের প্রচেষ্টা চলছে,গতকাল আমার বন্ধু চেকটা নিয়ে ব্যাংকে গিয়েছিল তবে কোনও কারনে সে চেকটা না ভাঙ্গিয়ে বাড়িতে ফিরে আসে এবং অবশেষে ছাগলের পেটে যায় চেকটা। এখন চেকের আশা বাদ দিয়ে টাকা অন্য উপায়ে আদায় করবে হয়তোবা কাল আরও আপডেট পাবো আশা করি।

৭| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০২

গেম চেঞ্জার বলেছেন: ছাগলে কি -না খায়............ :-B :-B

৮| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:১৯

আম আদমি বলেছেন: অলীক কান্ড!!!!
ছাগলের এমন দামী খাবার খেতে প্রথম শুনলাম!!!

৯| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:৩৪

প্রামানিক বলেছেন: দুই টাকার ছাগলে লাখ টাকার চেক খাইল। এই ছাগলরে এখন কি করা যায়?

০৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:০৯

মোঃসুমন মজুমদার বলেছেন: নিলামে তুললে মন্দ হয় না।

১০| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:৫৬

সজিব্90 বলেছেন: ছাগলটাকে কিডন্যাপ করার মন চাইছে। বিয়ে করার জন্য টাকা পাচ্ছি না।

১১| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৪৩

মাঘের নীল আকাশ বলেছেন: চেক খাইলে প্রবলেম কী? আরেকটা চেক লেইখা দিলেই তো হয়...!

১২| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২৭

এই আমি সেই আমি বলেছেন: ছাগলের ছাগলামি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.