নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অতিসাধারণ, সাধারণই থাকতে চাই।ঝামেলা অসহ্য লাগে।ঝামেলা জিনিসটা হলো আধোয়া থালা-বাসনের মত বিরক্তিকর।

মোঃসুমন মজুমদার

আমি অতিসাধারণ, সাধারণই থাকতে চাই।ঝামেলা অসহ্য লাগে।ঝামেলা জিনিসটা হলো আধোয়া থালা-বাসনের মত বিরক্তিকর।

মোঃসুমন মজুমদার › বিস্তারিত পোস্টঃ

যেমনই আছি ভালোই আছি - মোঃ সুমন মজুমদার

১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪০

সুখকর দিনগুলি দ্রুত কেটে যায়,
বিমর্ষ স্মৃতিগুলি মন ছুঁয়ে যায়।
রাতের পর দিন,দিনের পর রাত
মাসের পর বছর, বছরের পর বছর।
বাইশটি বছর কেটে গেলো,
মূর্খ রূপেই রয়ে গেলুম,
বলেনি কেউ, রাখেনি কেউ সন্ধান।

কিভাবেই কি বাইশটি বছর কাটালাম?
শ্বাসরুদ্ধকর অবস্থা আমার-
মস্তিষ্ক অচল প্রায়
না এদিক না ওদিক
চক্রাকারে ধাবমান মুহূর্তগুলি-
জোয়ার-ভাঁটার ন্যায় রূপ বদলাচ্ছে।
এই আসে, এই যায়
এই বুঝি ধরা দেয়।

ভালো আছি,ভালো থাকব
যেমনই আছি ভালোই আছি।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪৪

ধমনী বলেছেন: মাত্র বাইশ? জীবন তো শুরু হলো। শুভকামনা। ভালো থাকুন।

১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫১

মোঃসুমন মজুমদার বলেছেন: এই বাইশ বছরেই যা দেখে ফেলেছি তা আর বলার কি আছে, বলে শেষ করা যাবে না।জীবন তো শুরু কিন্তু প্রতিনিয়ত তো মনে হচ্ছে আমি মনে হয় আর টিকে থাকব না এ ধরণীতে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.