নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ব্লগটি ডাঃ মুশফিক ইমতিয়াজ চৌধুরী দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত। বাংলাদেশ কপিরাইট আইন, ২০০০ এর লংঘন একটি শাস্তিযোগ্য ও দণ্ডনীয় অপরাধ। লেখকের অনুমতি ব্যতীত কোনো আর্টিকেল কোনো গণমাধ্যমে যেমনঃ ম্যাগাজিন, ফেসবুক, ব্যক্তিগত ব্লগ, সামাজিক মাধ্যম, পত্রিকা কিংবা ওয়েবসাইটে প্রকাশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ।
বাংলাদেশী চলচ্চিত্র নিয়ে কোনোকালেই আমার তেমন আগ্রহ ছিলো না তবে অনেকটা আকস্মিকভাবেই গত বছরের নভেম্বরের দিকে বাংলাদেশী চলচ্চিত্র নিয়ে ক্রমশঃ আগ্রহী হয়ে উঠি। এই আগ্রহের পেছনে যার একমাত্র অবদান, সেই প্রিয় মানুষটি যে বাংলাদেশের চলচ্চিত্র জগতের সবচেয়ে আলোচিতদের মধ্যে একজন, আমাকে গত বছরের ৯ জুলাই অপু বিশ্বাস ও শাকিব খান অভিনীত সম্রাট চলচ্চিত্রের অসম্ভব শ্রুতিমধুর একটি গান শোনায় –
“সারা রাত ভোর চোখের ভেতর/স্বপ্নে তোমার আনাগোনা/নেমে আসে ভোর, থাকে তবু ঘোর হাওয়ায় হাওয়ায় জানা শোনা/তুমি দেখা দিলে তাই/মনে জাগে প্রেম প্রেম কল্পনা/আমি তোমার হতে চাই/এটা মিথ্যে কোন গল্প না”
গানটা শুনে আমি বেশ আলোড়িত হই, গানের কথাগুলো চমৎকার, সাথে পর্দায় অপু-শাকিবের চমৎকার রোমান্স। অপু-শাকিব নিয়ে বিভিন্ন গুঞ্জন শুনতাম কিন্তু অতটা গায়ে লাগাইনি। তবে শাকিব খান নিয়ে আমার সবসময়ই বেশ সন্দেহ ছিলো – তার কিছু স্ববিরোধী বা হিপোক্রিসিমূলক আচরণের কারণে। যেই শাকিব খান কাফনের কাপড় পরে ভারতীয় চলচ্চিত্রের বিরুদ্ধে রাজপথে আন্দোলন করেছেন, সেই শাকিব খানই পরবর্তীতে ভারতীয় বা বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবিতে নির্লজ্জের মতো চুক্তিবদ্ধ হয়েছেন।
এ ব্যাপারে শাকিব খানকে ইঙ্গিত করে বাংলাদেশী চলচ্চিত্রের বর্তমান সময়ের শ্রেষ্ঠ খলনায়ক মিশা সওদাগর নচিকেতার একটি গানের মাধ্যমে নিজের ক্ষোভ আর হতাশা ব্যক্ত করেছেন এভাবে -
‘আমি মুখ্য-সুখ্য মানুষ বাবা কিছুই বুঝি না, এ দেশের রঙ-তামাশা কিছুই জানি না, আজকে যিনি যৌথ ছবির পক্ষে কালকে তিনি বিপক্ষে/কোনোরকম একটা সাইনিং পেলেই যুক্তি দিতে থাকেন স্বপক্ষে, কে যে কখন কার পেছনে বুঝি না কে খাঁটি, আসলে সবাই সবার পেছনেতে সবার হাতেই কাঠি’’। এ বিষয়টিকে টেনে মিশা আরো বলেছেন, ‘কেউ কাফনের কাপড় পড়ছে, আন্দোলনে দেখি কাউকে, আবার তাকেই দেখি ভারতীয় ছবিতে চুক্তি করছে। এ ধরনের দ্বিমুখী আচরণকে আমি ঘৃণা করি। আমি কাউকে পরোয়া করি না। যা উপলব্ধি আসে তা বলি।’
আমি ব্যক্তিগতভাবে ভারতীয় বা বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবির বিপক্ষে নই কিন্তু ‘দ্বিমুখিতা’ বা ‘হিপোক্রিসি’র বিরুদ্ধে সবসময়ই আমার অবস্থান। তাই নির্দ্বিধায় বলবো, মিশা সওদাগর চলচ্চিত্রের খলনায়ক হতে পারেন কিন্তু বাস্তবে এই প্রশ্নে তিনিই নায়ক আর শাকিব খান চলচ্চিত্রের নায়ক হলেও বাস্তবের খলনায়ক। শাকিব খান নাম্বার ওয়ান নামে তার একটি ফিল্ম দেখেছিলাম কিন্তু তিনি যেই খেল দেখাচ্ছেন তাতে তাকে এখন শাকিব খান নাম্বার ৪২০ বলা ছাড়া আর কোনো উপায় থাকছে না।
যাই হোক, মূল প্রসঙ্গে ফিরে আসি।
মানবতা এবং নৈতিকতা - উভয় দৃষ্টিকোণ থেকে শাকিব খান চরম গর্হিত একটি অপরাধ করেছেন যার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন। কাজটি হচ্ছে - জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাসকে ৯ বছর আগে গোপনে বিয়ে করে বছরের পর বছর সেটি গোপন রেখে স্ত্রীকে তার প্রাপ্য মর্যাদা থেকে বঞ্চিত করেছেন, তাকে গর্ভবতী করেছেন, সেই সময়ে স্বামী হিসেবে স্ত্রীর প্রতি কোনোই দায়িত্ব পালন করেননি এবং শুধু এই অপরাধগুলো করেই তিনি ক্ষান্ত হননি, এর পরেও তিনি গণমাধ্যমে সদম্ভে জানিয়েছেন যে সন্তানকে গ্রহণ করে নিলেও স্ত্রীকে তিনি গ্রহণ করবেন না যা তার চরম ঔদ্ধত্যকেই প্রকাশ করছে।
হাতে নাতে ধরা খাওয়ার পরেও আত্মম্ভরী শাকিব খানের নির্লজ্জ দম্ভোক্তি অব্যাহত আছে -
বিয়ে হয়নি তো সন্তান আসলো কীভাবে ? সন্তান তো তিনি ঠিকই দাবি করছেন। শাকিব খানের বিভিন্ন অসংলগ্ন বক্তব্য থেকে এটা পরিষ্কার যে তিনি অপরাধ করেছেন এবং এই অপরাধকে জাস্টিফাই করার ব্যর্থ প্রয়াসে একেক সময়ে একেক কথা বলে বেড়াচ্ছেন।
শাকিবের বক্তব্যে দুই ধরনের কথা উঠে আসছে। অপু বিশ্বাসের লাইভ অনুষ্ঠানের পরপরই শাকিব অপু বিশ্বাসকে বিয়ের কথা স্বীকার করলেও পরে সে বক্তব্য প্রত্যাহার করে নেন। অপু বিশ্বাসের লাইভ অনুষ্ঠানের পর শাকিব খান বলেন, বিয়ের কথা অপু যা বলেছে তা সত্যি।
বিভিন্ন গণমাধ্যমেও এ বক্তব্য আসলেও পরে শাকিবের বক্তব্য পরিবর্তন হয়ে যায়। কোনো গণমাধ্যমের সংবাদকর্মীদের শাকিব খান বলেছেন তিনি অপুকে বিয়ে করেননি। আবার এও বলেছেন যে তিনি সন্তানের দায়িত্ব নিতে প্রস্তুত। আবার বলছেন যে অপু বিশ্বাস ট্র্যাপে পড়ে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন।
তবে চলচ্চিত্র সংশ্লিষ্ট শাকিবের এই ধরনের বক্তব্যের কারণ হিসেবে 'মাথা গরম'কে টেনে আনছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একটি দায়িত্বশীল সূত্র জানায় এই মুহূর্তে শাকিব খানের মাথা গরম আছে। তিনি আসলে বুঝতে পারছেন না কি বলবেন আর কি বলবেন না। এজন্যই একেক সাংবাদিকের কাছে একেক কথা বলছেন।
যাই হোক, এটি কী মামার বাড়ির আবদার নাকি যে তিনি একটি নারীকে বিয়ে করবেন অথচ বিয়ে গোপন রাখবেন, স্ত্রী বলে স্বীকার করবেন না, স্ত্রীর প্রাপ্য মর্যাদা দেবেন না, তাকে যৌনসামগ্রী হিসেবে ব্যবহার করবেন, সন্তান পয়দা করবেন আর তারপর চাহিদা মিটে গেলেই স্ত্রীকে আবর্জনার মতো রাস্তায় ছুড়ে ফেলে দেবেন ? চলচ্চিত্রাভিনেতা বলে কী তিনি আইনের ধরাছোঁয়ার বাইরে থেকে যাবেন ? বিচারব্যবস্থাকে বুড়ো আঙুল দেখাবেন আর সবাই চুপ করে বসে থাকবে ? যেই অহমিকাবোধ থেকে শাকিব খান ধরাকে সরা জ্ঞান করছেন, সেই অহমিকাবোধ চূর্ণবিচূর্ণ করতে সবার এই চরম অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া উচিত। শাকিব খান এই বিয়ের সম্পর্ক গোপন রেখে এবং প্রকাশ হওয়ার পরেও স্ত্রীকে গ্রহণ করবেন না বলে ঘোষণার মাধ্যমে অপু বিশ্বাসকে চরম ঠকানো ঠকিয়েছেন, চরম নিষ্ঠুর প্রতারণা করেছেন। আমাদের দেশের সমাজব্যবস্থা ইউরোপ আমেরিকার মতো ফ্রি নয় বরং চরম রক্ষণশীল এবং এই রক্ষণশীলতা ইতিবাচক কিছু না হলেও আমরা যেহেতু অধিকাংশই বদ্ধ মনের মানুষে ভরা এই বদ্ধ সমাজে বাস করি, সেহেতু এই সমাজের নির্মম বাস্তবতাগুলোকে আমাদের চরম কষ্ট, লজ্জা ও ঘৃণার সঙ্গে মেনে নিতে হয় !
একজন নারী কখন কোন অবস্থায় এভাবে টেলিভিশনে সন্তান নিয়ে এসে কান্নাবিজড়িত কণ্ঠে এমন কথা বলতে বাধ্য হন সেটি আমাদের ভাবতে হবে –
“আমার আর শাকিব খানের সন্তানকে অনেক স্ট্রাগল করে জন্ম দিয়েছি। তখন শাকিব আমার পাশে ছিলো না। টাকা দিয়েছে, কিন্তু কেউ যদি অসুস্থ থাকে সেসময় টাকা দিয়ে সব পাওয়া যায় না। আমি যখন অসুস্থ ছিলাম, একবার চেয়েছি তার সঙ্গে হ্যালো বলি।আমি কি অন্যায় করেছিলাম? আমিতো শাকিবের ভালো চেয়েছি, এখনও চাই। তারও তো মা আছে, বোন আছে, তাদের একবার জিজ্ঞেস করুন, তারা আমার মতো কষ্ট করে কি না। আমি শাকিবকে অনেক সাপোর্ট করেছি সেটা কি অপরাধ? আমি অনেক সাফার করেছি। অনেক বিদ্রূপ, গুঞ্জন সহ্য করেছি। আমি জানতাম শাকিবকে ঠিক রাখতে হবে। আমাকে বলছে অপু, তুমি লুকায়ে রাখো, আমি লুকিয়ে রেখেছি। আমার প্রাণের ছবি ‘বসগিরি’ আমি ছেড়ে গেছি এক কথায়...স্ত্রী হিসেবে আমি একটু সম্মান চেয়েছিলাম”
এই ঘটনার সামগ্রিক অবস্থা আপনারা চিন্তা করে দেখুন –
১) বাংলাদেশের এই বদ্ধ সমাজে ডিভোর্সি নারীদের ২য় বিয়ে করা কী এতোই সোজা ?
উত্তরঃ না। সেক্ষেত্রে অপু বিশ্বাস কী করবেন ? পারবেন হয়তো ২য় বিয়ে করতে কিন্তু সেখানে অনেক ‘কিন্তু’ থাকবে। অধিকাংশ ক্ষেত্রেই ১ম বিয়ে আর ২য় বিয়ের মধ্যে অনেক অনেক পার্থক্য থাকে। বিয়ে যে করতেই হবে - তা নয় কিন্তু একটি মেয়ের জন্য এদেশের সমাজ বাস্তবতা অনেক কঠিন এবং তাই বিয়ে করা লাগে।
২) ডিভোর্সি উপরন্তু একটি বাচ্চা আছে – ২য় বিয়েকে সোজা মনে হচ্ছে ?
উত্তরঃ খুবই কঠিন। একেই তো বাচ্চা নেই এমন ডিভোর্সি মেয়েদের বিয়ে হতে চায় না, তার ওপর আবার সন্তানসহ ডিভোর্সি হলে সেখানে ২য় বিয়ে তো আরো কঠিন হয়ে দাঁড়ায়। উপরন্তু নায়িকাকে বিয়ে করা নিয়ে সমাজের সংখ্যাগরিষ্ঠ এদেশের বদ্ধ মানসিকতার জনগণের অ্যালার্জি আছে।
৩) নায়িকাদের সম্পর্কে আমাদের সমাজের মানুষদের চিন্তাভাবনা কীরকম ?
উত্তরঃ খুবই নেতিবাচক। তাদের মানসিকতা হচ্ছে – নায়িকাদের তারা নায়িকা হিসেবে পেতে চান, তাদের শরীর দেখতে চান, স্বপ্নে তাদের নিয়ে রোমান্সও করতে রাজি আছেন কিন্তু বিয়ে করতে চান না। ইন জেনারেলি, এদেশের অধিকাংশ মানুষ মনের মাধুরী মিশিয়ে নায়িকাদের সম্পর্কে দশগুণ বেশি ভেবে নেন যে তারা চলচ্চিত্রের পরিচালক প্রযোজকসহ বিভিন্ন ব্যক্তিদের শয্যাসঙ্গিনী হয়েছেন যা কিছু ক্ষেত্রে হয়তো সত্য কিন্তু সব ক্ষেত্রেই সত্য নয়। আর শয্যাসঙ্গিনী হলেই কী যায় আসে ? পুরুষ কী ধোঁয়া তুলসীপাতা ? শাকিব খান তো আর কচি খোকা নন, তিনি সজ্ঞানে বিয়ে করেছেন আর বিয়ে করলে স্ত্রীর যথাযথ মর্যাদা দিতেই হবে। তিনি যদি তার বিরুদ্ধে আমাদের আরোপিত অভিযোগ থেকে বাঁচতে স্ত্রীর বিরুদ্ধে একাধিক পুরুষের সঙ্গে শয্যাসঙ্গিনী হওয়ার অভিযোগ আনেন তবে অবাক হবো না তবে বলা বাহুল্য যে এমন অভিযোগ ধোপে টিকবে না।
৪) এদেশের পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থায় সন্তানের বাবার পরিচয়টি খুবই গুরুত্বপূর্ণ। শাকিব খান সন্তানের দায়িত্ব নেবেন কিন্তু স্ত্রীর দায়িত্ব নেবেন না – অর্থাৎ, সন্তান তার মার আদর ভালোবাসা স্নেহ মায়া মমতা থেকে বঞ্চিত হবে এটা কোন নৈতিকতার মধ্যে পড়ে ?
উত্তরঃ বিলাস ব্যসনের ভোগী জীবনে অভ্যস্ত জঘন্য অমানবিকতার চরম উদাহরণ শাকিব খানের এমন উদ্ভট আবদার। এটা তো সকলেই জানেন, মা বাবার বন্ধুত্বপূর্ণ সুস্থ সম্পর্ক সন্তানের মানসিক বিকাশে অত্যন্ত ভূমিকা রাখে। সেক্ষেত্রে আব্রাহাম খান জয়কে মায়ের স্নেহ থেকে বঞ্চিত করার সাহস শাকিব খান কিভাবে দেখাতে পারেন ?
৫) শাকিব খানের মা বোন কেন এই ব্যাপারে নীরব আছেন ? তারা কী কারো স্ত্রী নন বা ছিলেন না ? তারা কেন নিজেরা দায়িত্ব নিয়ে অপু বিশ্বাসকে ঘরে তুলে আনছেন না ? বাংলায় একটি প্রবাদ আছে – ‘অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে তৃণসম দহে’। শাকিব খানের এই চরম অন্যায়ের ভাগীদার তার পরিবারের প্রত্যেকটি সদস্য যারা এমন অন্যায় দেখেও চুপ করে আছেন। তাদেরই উচিত নিজেদের গরজে অপু বিশ্বাসকে বউমার পূর্ণ মর্যাদা দিয়ে ঘরে তুলে আনা।
৬) অপু বিশ্বাস হিন্দু ধর্মাবলম্বী ছিলেন। তারপরও যদি শাকিব খান তাকে বিয়ে করতে পারেন তাহলে বিয়ে করে স্ত্রীর মর্যাদা কেন দিতে পারবেন না ? অপু বিশ্বাস শাকিব খানের জন্য মুসলমান হয়েছেন, নাম রেখেছেন অপু ইসলাম খান। ধর্মান্তরিত হওয়ার কারণে নিশ্চিতভাবেই অপু বিশ্বাসের আত্মীয়পরিজনদের কেউ কেউ তার ওপর অসন্তুষ্ট হবেন। অপু ধর্মান্তরিত হলেন, ১০ মাস ১০ দিন সময় দিয়ে শাকিবকে কাছে না পেয়ে সম্পূর্ণ একাকী অবস্থায় ভারতে সন্তানের জন্ম দিলেন – এই যে কষ্ট আর ত্যাগ অপু স্বীকার করলেন, শাকিব তার ছিটেফোঁটা কষ্ট বা ত্যাগ স্বীকার করেছেন ?
উত্তরঃ না। তিনি সে সময় শুটিং এবং নতুন নায়িকা বুবলিকে নিয়ে মহাব্যস্ত ছিলেন। শাকিব খান কী বুবলিকে নিয়েও অপু বিশ্বাসের মতো এমন পরিকল্পনা করছেন বা অলরেডি অনেক কিছুই করে ফেলেছেন ? ‘ফ্যামিলি টাইম’ লেখা বুবলির ফেসবুক স্ট্যাটাসে শাকিবের সাথে ছবি অনেক প্রশ্নেরই উদ্রেক করে।
৭) শাকিব খানের এই চরম অন্যায়ের কারণে অপু বিশ্বাসের জীবনে এক বছরেরও বেশি সময় নষ্ট হলো। অপু বিশ্বাসের ক্যারিয়ারে এর নেতিবাচক প্রভাব পড়েছে এবং আরো পড়বে কেননা এই যে এক বছর তিনি চলচ্চিত্রে সক্রিয় ছিলেন না, এতে একটা ছন্দপতনের সৃষ্টি হলো আর সবচেয়ে বড় কথা আমাদের দেশের মানুষের একটা উদ্ভট মানসিকতা আছে যে বিবাহিতা নায়িকাদের তারা ঠিক পছন্দ করতে পারেন না। নায়িকা বিবাহিতা ? – ব্যাস এই নায়িকার দিন শেষ বা এই নায়িকা আর চলবে না - এরকমই আমাদের দেশের চলচ্চিত্র দর্শকদের নেতিবাচক মানসিকতা। শাকিব খান ছেলে বলে তার তেমন কোনো ক্ষতি হবে না কিন্তু অপু বিশ্বাস মেয়ে বলে তার ক্যারিয়ারে বড় ধরনের ক্ষতিকর প্রভাব পড়বে ! এছাড়া সিজারিয়ান সেকশনে স্কিনে যে দাগ পড়ে, সেই দাগ রিমুভ করাও তো ঝামেলা। কসমেটিক সার্জারি অনেকেই করতে চান না আর করলেও এতে কিছু ঝামেলাও হতে পারে।
৮) বাংলাদেশী চলচ্চিত্রের বিকাশের স্বার্থে অপু বিশ্বাস আগেই বলেছিলেন যে জাজ মাল্টিমিডিয়া বা বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবিগুলো তিনি করবেন না, তিনি সেই কথা রেখেছেন কিন্তু শাকিব খান এর বিরুদ্ধে সাদা কাফনের কাপড় পরে কথা দিয়েও কথা রাখেননি। শাবনূরের পরবর্তী সময়ে অপু বিশ্বাসই ছিলেন শীর্ষ নায়িকা, যৌথ প্রযোজনার ছবিগুলো করলে অপু বিশ্বাসের মতো একজন দক্ষ নায়িকা যে সফল হতেন সেটা অনুমান করতে খুব একটা কষ্ট করতে হয় না কিন্তু তিনি নিজের স্বার্থের কথা ভাবেননি, শাকিবের ক্যারিয়ারে নেতিবাচক প্রভাব না ফেলতে আর নিজের নৈতিক বিশ্বাসের কথা ভেবে জনপ্রিয়তা ও আর্থিক দিক থেকে লাভজনক ছবিগুলো থেকে নির্দ্বিধায় সরে এসেছেন, ভালোবাসার মানুষের জন্য নিজেকে সম্পূর্ণ উৎসর্গ করে দিয়েছেন।
৯) সে সময় অপু বিশ্বাস প্রেগন্যান্ট না হলে বসগিরিসহ শাকিবের অভিনীত অন্যান্য ছবিগুলোতে তিনিই থাকতেন, সেক্ষেত্রে এসব ছবিতে সফলতার নাম আজকে বুবলির না হয়ে অপু বিশ্বাসেরই হতো। কিন্তু অপু বিশ্বাস ভালোবাসার কাছে ক্যারিয়ারকে বিসর্জন দিয়ে চরম ত্যাগ স্বীকার করে সেসব চলচ্চিত্র থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন। পক্ষান্তরে, শাকিব খান সবসময়ই নিজের স্বার্থের দিকটা দেখেছেন।
১০) বাংলাদেশের চলচ্চিত্র সংস্থা, মানবাধিকার ও নারী অধিকার সংস্থা এবং সরকারের ঊর্ধ্বতন মহল থেকে শাকিব খানকে এ ব্যাপারে কড়া নির্দেশনা দেওয়া তথা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত। বিয়ে বা সংসার ছেলেখেলা নয়। এভাবে বিয়ে করে সন্তান পয়দা করে তারপর স্ত্রীর দায়িত্ব না নিয়ে তাকে ছেড়ে দেওয়া তথা একটি মেয়ের জীবন নষ্ট করার অধিকার শাকিব খানের নেই। শাকিব খান তো একজন ধর্ষক থেকেও খারাপ কাজ করছেন ! একজন ধর্ষকের শাস্তি হলে শাকিব খানেরও শাস্তি হতে হবে। সমাজের সবক্ষেত্রে, বিভিন্ন পর্যায়ে এ ধরনের শাকিব খানেরা রয়েছে। যারা প্রয়োজন ফুরিয়ে গেলেই নারীকে অস্বীকার করতে চায়, তাকে ছেড়ে দিয়ে সন্তানকে নিয়ে যেতে চায়।
চলচ্চিত্রের নায়ক হয়ে লাভ নেই, বাস্তবের নায়ক হতে হবে। প্রকৃত পুরুষের মতো আচরণ করতে হবে, এভাবে বিয়ে নিয়ে লুকোছাপা করে গোপনে টাকা দেওয়ার কাপুরুষোচিত আচরণ চলবে না। শাকিব খানের মতো এসব ঘৃণ্য Male Chauvinistic Pigs দের অপরাধের বিচার করতে হবে, সমাজে নারীর সমানাধিকার, স্ত্রী অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। বিনা কারণে ডিভোর্স দেওয়া যাবে না, সন্তান জন্ম দিয়েই স্ত্রীকে অস্বীকার করলে তার জন্য শাস্তিমূলক আইন প্রণয়ন ও বাস্তবে সেটি কার্যকর করতে হবে।
শাকিব খানকে অপু বিশ্বাসের কাছে মাফ চেয়ে স্ত্রীর পূর্ণ মর্যাদা দিয়ে গ্রহণ করে নিতে হবে অন্যথায় তার বিরুদ্ধে যথোপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে – সেজন্য মানবাধিকার ও নারী অধিকার সংস্থাগুলোর কড়া হস্তক্ষেপ প্রত্যাশা করছি। অসহায় অপু বিশ্বাসের কান্না আমাদের বিবেক তথা নৈতিকতাবোধকে জাগ্রত করুক এই প্রত্যাশায় শেষ করছি - সকলকে ধন্যবাদ।
২| ১১ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৪৮
জামান শেখ বলেছেন: নায়িকারা এবং গায়িকারা কেন যে বিয়ে করতে যায়! আমাদের দেশ তো ইউরোপ না যে বিয়ে করেও অভিনয় করে যাবে। এটা বাংলাদেশ কিছুদিন ছবি/গান করে তারপর সব বন্ধ করে বিয়ে করে ঘর সংসার করবে। কারন আমরা মন মানসিকতায় এখনো অনেক পিছিয়ে। এখন শাকিব শুয়োরের বাচ্চার উচিত বউকে মেনে নেয়া।
৩| ১১ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৫৮
কানিজ রিনা বলেছেন: অসংখ্য ধন্যবাদ, এই ঘূনে ধরা সমাজ রাষ্ট্রে
কত কত শাকিব স্ত্রী সন্তানের দায় দায়ীত্ব্য
এড়িয়ে চলে, আদালতে হাজার হাজার
মামলা ঝুলে আছে। আইনের ফাক ফোকরে
শাকিবরা পার পেয়ে যায়। আর অপুরা
অন্ধকারে লুকায়।
৪| ১১ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৩১
হৃদি রুবি বলেছেন: গতকাল থেকে অনেক লেখা পড়েছি। কেউ কমেডি, কেউ সিরিয়াস, কেউ মানবিক, কেউ ইতরের দৃষ্টিকোন এবং কেউবা বলেছেন, এদের নিয়ে এত মাতামাতি করার দরকার কি?
আমার ব্যক্তিগত মতামতঃ অপু বিশ্বাস একজন প্রথম শ্রেণীর নায়িকা হবার পরও স্বামীর জন্য যা যা করেছে বা নিজের ক্যারিয়ারকে পর্যন্ত বিসর্জন দিয়েছে এমনকি স্বামীর ক্যারিয়ারের চিন্তা করে ২০০৮ সাল থেকে চুপ থেকেছে। আপনি কি মনে করেন এটি খুব সহজ কাজ?
নিশ্চয়ই নয়? তাহলে প্রশ্ন হতে পারে অপু কেন করেছে। আমার বিশ্বাস এবং অভিজ্ঞতা থেকে বলছি, একমাত্র হিন্দু মেয়ে হওয়ার কারনেই এসব করতে পেরেছে। কারন, হিন্দু পরিবারের মেয়ে গুলো ছোট বেলা থেকেই ৯৯.৯৯% নিরীহ হয়ে থাকে। এবং তারা স্বামীকে ভগবানের মতোই মানে। যদিও অপু মুসলিম হয়েছে কিন্তু বড় তো হয়েছে হিন্দু পরিবারে। তাই তার মানসিকতাই তাকে স্বামীর জন্য এত ত্যাগ স্বীকার করতে বাধ্য করেছে। উল্লেখ্য, সাক্ষাতকারেও সে শাকিবকে নিয়ে তেমন কোন বাজে মন্তব্যই করেনি।
আমি আরো চ্যালেঞ্জ করে বলতে পারি অপু যদি মুসলিম পরিবারের মেযে হইত, তবে আট বছর তো দূরের কথা আট মাসও সহ্য করত না। বিগত দিনে সিনেমার বা নাটকের ইতিহাসও তাই বলে।
অশিক্ষিত মূর্খ শাকিব বলে, বাচ্চার দায়িত্ব নেব কিন্তু অপুর নেব না। বেটা বদমাষ দায়িত্ব মানে কি? ভরণ পোষন? আরে ফকিরের বাচ্চা--অপুর কি অভাব আছে যে তোর ভরণ পোষন লাগবে? এত বড় অশিক্ষিত ভরণ পোষন আর অধিকারের মধ্যে পার্থক্যও জানে না।
বিপরীত মত থাকতেই পারে। তবে আপনার ব্যাপার। মুসলিম পরবিারে বড় হয়েও শাকিব যা করেছে---ওরে এমন শাস্তি দেয়া উচিত যা কেউ না ভোলে---রাস্তার ছেলে যখন হয় কোটিপতি !! তখন কি হয় সেটা আবারও প্রমানিত হলো।।
৫| ১১ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৪৪
বিজন রয় বলেছেন: এটাকি তারকার পতন?
৬| ১১ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:১৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ব্যাপারটা আসলে কেমন যেন করে ফেললো শাকিব খান।
বাংলা ছবির প্রতি আগ্রহ কমে গেছে সেই ৯৯ থেকেই। এখন আর নেই বললেই চলে। তবে একসময় দিনে চার সু করেও দেখেছি।
আপনার পোষ্ট ভালো লাগলো।
৭| ১২ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:০৭
ধ্রুবক আলো বলেছেন: এই এক খবরে পুরো দেশ গরম অথচ অন্য আর কোনো কাজের বিষয়ে মাথা ব্যাথা নাই।
মিডিয়া জগতে এরকম ঘটনা প্রায়ই হয়, এই বিষয়ে এতো মাথা ঘামানোর অন্তত কিছু দেখি না
৮| ১২ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:৪৯
ঢাকাবাসী বলেছেন: তিস্তা টিস্তা সব বাদ পুরো দেশকে একটা ফালতু টপিক নিয়া ব্যাস্ত রাখা হল!
৯| ১২ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:০১
বাবা ভাউয়ালী বলেছেন: জীবন টা একটা সিনেমা নয় রে পাগলা
১০| ১২ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:৪৫
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: লেখাটা ভাল হয়েছে।
১১| ১৩ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:০৮
নাইম রাজ বলেছেন: সুন্দর লেখা।
১২| ১৪ ই এপ্রিল, ২০১৭ ভোর ৪:০২
সৌমিক আহমেদ খান বলেছেন: আমার দুটাকেই ধরে মারতে ইচ্ছা করে। নাটক করতেসে। এখন ছাকিব হাসপাতালে গেসে
১৩| ০৭ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:২৩
অনল চৌধুরী বলেছেন: অপু বিশ্বাস সাধু না। সে বিয়ের ৭/৮ বছর পর মাসুদ রানা যখন অন্য মেয়ের সাথে বেশী ঘনিষ্ট হচ্ছিলো,সেই সময় তাকে দখলে রাখার জন্য সন্তান নিয়েমাত্তৃত্ব ব্যাসা করে নিজের নিকৃষ্ট আচরণরে পরিচয় দিয়েছে। এককবার একে ধর্ম পালন করছে।
ভূয়া খান একটা নীচ পরিবার থেকে আগত,যার নৈতিকতার কোনো শিক্ষা নাই। তার প্রতিটা ছবি নকল। সে রাজউকের নিয়ম না মেনে বাড়িও বানিয়েছে,আবার সেটার ভাঙ্গার পর বলেছে,এটা কার বাড়ি, সেটা ম্যাজিষ্ট্রেটের জানা উচিত ছিলো।
সুতরাং একজন অন্য জনের চেয়ে বেশী খারাপ।
©somewhere in net ltd.
১| ১১ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:৫৪
অতঃপর হৃদয় বলেছেন: আচ্ছা, বাচ্ছা তার কিন্তু অপুর সাথে কোন সম্পর্ক নাই। তাহলে নিশ্চই অবৈধ সম্পর্ক আছে। যত্তসব ফালটু!!!!!!!!!