![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনের খেয়ালে শব্দ শ্রমিক।
মানব জ্ঞান ও প্রকৃতি মানব জাতীর যৌথ সম্পদ, এর লালন পালন উন্নয়ন হয়েছে যৌথ ভাবে। মানব জাতী তাদের জ্ঞান সম্পদের মোটামুটি উন্নয়ন করতে পারলেও প্রাকৃতিক সম্পদের এখনো ক্ষতি করেই যাচ্ছে। যদিও প্রাকৃতিক সম্পদের চেয়ে জ্ঞান সম্পদের উন্নয়ন অনেক বেশী কঠিন। কেবলমাত্র খাদ্য তালিকা জানার জন্যই আমাদের হাজাার হাজার পূর্বমানুষদের জীবন দিতে হয়েছিল। পৃথিবীতে যা কিছু বিষাক্ত আছে তার প্রত্যেকটির বিষক্রিয়ায় আমাদের পূর্বমানুষদের আক্রান্ত হতে হয়েছিল তবেই আমরা তা জেনেছি। বর্তমান পৃথিবীর জ্ঞান সম্পদ কেবলমাত্র বর্তমান মানুষের অর্জন নয়, বরং তা প্রথম থেকে আজতক অর্জিত জ্ঞানের সমষ্টি। তাই মানব জ্ঞানে কোন ব্যাক্তি, গোষ্ঠী বা রাষ্ট্রর মনোপলি থাকতে পারে না। বর্তমান বাস্তবতা হচ্ছে জ্ঞান এখন পুঁ জির দাস, পুঁজি ক্ষমতার দাস. ক্ষমতা শয়তানের আর শয়তান দাস ইসরাইল-আমেরিকার!
©somewhere in net ltd.