নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপন মনের আয়নায় দেখা অনুর্বর মস্তিষ্কের অর্বাচীন ভাবনা!

SM MIJANUR RAHMAN

মনের খেয়ালে শব্দ শ্রমিক।

SM MIJANUR RAHMAN › বিস্তারিত পোস্টঃ

বিগ ব্যাং এবং আমাদের কুয়োর ব্যাঙ

২১ শে জানুয়ারি, ২০২৩ ভোর ৫:০৯

বিগ ব্যাং যতটা না বৈজ্ঞানিক থিওরী হিসাবে প্রমাণিত তার চেয়ে অনেক বেশি প্রতিষ্ঠিত এবং জনপ্রিয় বৈজ্ঞানিক মতবাদ হিসাবে যা মূলত হকিং এর কল্যাণে। তিনি বৈজ্ঞানিক জটিল বিষয়কে আমজনতার পাঠ্যগম্য করেছেন যা বোধগম্যতার জননী, এজন্য তাকে সাহিত্যে নোবেল দেয়া যেতে পারে। তবে আমাদের মনোজগতে বিগ ব্যাং এর আপাত বিগ দাপটের কারণ যতটা না এর সত্যতা তার চেয়ে অনেক বড় কারণ যে আমরা এই তত্ত্ব ছাড়া এধরনের আর কোনটাই হয়ত জানি না! তবে বিগ ব্যাং এর কল্যাণে সৃষ্টি তত্ত্ব নিয়ে আমাদের চেতনায় একধরণের সচেতনতা এসেছে যা সত্যিই একদিন হয়তো 'যদি', 'কিন্তু বা 'তবে' ছাড়াই সৃষ্টি রহস্যের সব পর্দা উন্মোচিত করবে। যদিও এখন পর্যন্ত ধর্মীয় বা বৈজ্ঞানিক কোন তত্ত্বই ধারাবাহিক ভাবে সৃষ্টি রহস্যের সব প্রশ্নের উত্তর দিতে পারেনা, কোন না কোন পর্যায়ে ভেরিয়বল এর আশ্রয় নিতে হয়। তবে কিছু মানুষ যখন একই সাথে জন্মের জন্য বিগ ব্যাং আর মরণের জন্য মাল্টিভার্স তত্ত্বের আশ্রয় নেয় তখন চিৎকার করে বলতে ইচ্ছা করে, কেউ আমারে মাইরালারে..............।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.