![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুব সাধারন ...
ভাই সকল, বেশ মজা পাওয়া যাচ্ছে কিন্তু; কি বলেন ? "আব্দুন নুর তুষার" আমাদের এই সমাজে বেশ পরিচিত এবং পুরোদস্তুর সেলিব্রেটি । ভাইয়ার সাথে ব্যক্তিগত তেমন কোন পরিচয় নেই । জানতাম ভাইয়া বেশ মজা করে কথা বলেন । আর গত বছর ৫ই ফেব্রুয়ারীর পর তো ভাইয়ার আরেক রূপ দেখলাম - ভাইয়া চরম জামাত-শিবির বিরোধী !
যেহেতু তিনি সেলিব্রেটি তাই জামাত-শিবিরের বিরুদ্ধে কথা বলেন তাই তিনি যা বলতেন বা লেখতেন তা সবই গণ্জাগরণ মঞ্চ এবং এর সংশ্লিষ্ট আমরা যারা ছিলাম ও আছি তারা সমানে শেয়ার দিতাম "কোট" করে করে ! মজার বিষয় হচ্ছে এই "তুষার" ভাই যখন জামাত-শিবিরের প্রোগ্রামে গেলেন উপস্থাপনা করতে তখন সংগত কারণেই সবাই ছিঃ ছিঃ করেছিল । যে যেভাবে পেরেছে তাকে সেভাবে ধুয়ে দিয়েছিল তখন । কিন্তু সেই বিষয় নিয়ে তুষার ভাই আজও কিন্তু জাতির কাছে ক্ষমা চাননি ! তিনি ঠিকই তার পক্ষে সাফাই দিয়েছিলেন যে "জামাত-শিবির" তার প্রোগ্রামে ফাইনান্স করেছিল বলে তিনি কৃতজ্ঞতা বশত তাদের প্রোগ্রাম করে দিয়েছেন ! হায়রে চেতনা । "জামাত-শিবির" এর কাছ থেকে নিজের প্রোগ্রামের জন্য টাকা নিবেন আবার সেই "জামাত-শিবির" এর বিরুদ্ধে বিষোদাগারও করবেন ! করুণা তার উপর হয় না হয় তার ফলোয়ার এবং "গোল্ড ফিশ" ম্যামরির বাঙ্গালী জাতির উপর ! নিচে "তুষার" ভাইয়ের স্ট্যাটাসের দুটি স্ক্রীন শট দেওয়া হলো ----
কোনটা সত্যি ?
এই "আব্দুন নুর তুষার" ভাই আজকে আবার সরব হয়েছেন ফেসবুকের টাইম লাইনে । তিনি স্টেটমেন্ট দিয়েছেন যে তিনি গণজাগরণ মঞ্চ-কে কোন টাকা দেন নি ! আর এতেই আবার টাইম লাইন সরব হয়ে উঠেছে । গণজাগরণ মঞ্চের কতিপয় "গোল্ড ফিশ" ম্যামরির এবং বিতর্কিত নেতারা যারা এই "আব্দুন নুর তুষার" ভাইকে তখন সমানে ধুয়েছিলেন তারাই এখন ভাইয়ের দেওয়া স্ট্যাটমেন্টকে স্ট্যাটাস আকারে দেদারছে শেয়ার দিয়ে যাচ্ছেন ! কারণ, "আব্দুন নুর তুষার" ভাইয়ের স্ট্যাটাসটা এখন তাদের পক্ষে গিয়েছে বলে । বারে জাতি, যখন কোন কিছু তোমার পক্ষে যাবে তখন সে "সাধু" আর যখন তা বিপক্ষে যাবে তখন সে "অসাধু" ।
আমি বুঝি না কেন "আব্দুন নুর তুষার" ভাইয়ের মত একজন সেলিব্রেটিরা এইভাবে বিতর্ক সৃষ্টি করে বার বার এটেনশন নিতে হয় বা হবে ? তার তো নিজেরই তৈরিকৃত একটি বর্ণাঢ্য অ্যাইডেনটিটি আছে । তিনি কেন আর সাধারণ মানুষের মত এত অ্যাইডেনটিটি ক্রাইসিসে ভুগেন ?
©somewhere in net ltd.