নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হে ঈশ্বর,মানুষের হৃদপিন্ড থেকে বলছি

একসময় আমি খুব স্মার্ট ছিলাম , আমার বয়স তখন ৬ মাস প্রতিদিন ৪-৫ বার পোশাক চেন্জ করতাম । এখন একই ড্রেস পড়ে ৪-৫ দিন কাটিয়েদেই । একসময় আমি খুব কিউট ছিলাম আমার বয়স তখন ৪ বছর :-" । আমার কিউট চেহারায় কুদৃষ্টিলাগার ভয়ে আমার আম্মু আমার কপালের বাঁ পাশে কালো

শাহীন সাহেব

একসময় আমি খুব স্মার্ট ছিলাম , আমার বয়স তখন ৬ মাস প্রতিদিন ৪-৫ বার পোশাক চেন্জ করতাম । এখন একই ড্রেস পড়ে ৪-৫ দিন কাটিয়েদেই । একসময় আমি খুব কিউট ছিলাম আমার বয়স তখন ৪ বছর :-" । আমার কিউট চেহারায় কুদৃষ্টিলাগার ভয়ে আমার আম্মু আমার কপালের বাঁ পাশে কালো টিপ দিয়ে দিতেন । এখন আর আমিকিউট নই তাই কালো টিপ দিতে হয় না । একদা আমি অনেক ভয়ংকর ছিলাম :-> ২ বছর বয়সে আমাদের পাশের বাড়ির আন্টির কোলে উঠে তার গালে থাপ্পর মেরেছিলাম । তিনি ভয়ে আমাকে কিছুই করার সাহস পান নি । এখন আর আমি ভয়ংকর নই। কাউকে থাপ্পর দিলেই পাল্টা থাপ্পর খেতে হয় । একদা আমার হাতের লেখা খুব সুন্দর ছিল ।আমি প্রথম যেদিন'অ'(স্বরে অ) লিখেছিলাম, সবাইহাততালি দিয়েছিল । সবাই বলেছিল, কত্ত সুন্দর লেখা!! এরপর সারাজীবনে কত বার 'অ '(স্বরে অ) লেখলাম !! কেউ একটা হাততালি দিল না । একসময় আমি খুব রোমান্টিক ছিলাম । আমার বয়স যখন ২, তখন আমাদের পাশের বাড়ির মেয়ের (দেড়বছর বয়স) গালে হামি খেয়েছিলাম । এরপর কত বছর কেটে গেল। হামি খাওয়া তো দূরের কথা,কোনমেয়ের হাতও ধরতে পারি নি ।।

শাহীন সাহেব › বিস্তারিত পোস্টঃ

১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:২৮

আমার জীবনে আসেনি কভু প্রেম

এসেছে শুধু ১৪ই ফেব্রুয়ারি, ভালোবাসার

তৃষা মিটিয়েছি আমি বন্ধুদের Inboxর SMS

পড়ি।

শুনিনি কোনদিন প্রণয়ের গোপন বচন,

পার্কে ঝোঁপের আড়াল থেকে শুনেছি -কপোত

কপোতিনির কথোপকথন। দেখিনি কখনো নিকট

থেকে

কোনো রমণীর রক্তিম অধর,

দেখেছি লুকিং গ্লাসে,চালকের পাশে বসে -

পেছনের সিটে লাইলি-মজনু চুম্বনে বিভোর।

কোনো নারী আলিঙ্গনের ছদ্মবেশে কান

পেতে শুনেনি

-মোর হৃদয়ের স্পন্দন

বুকের মাঝে তাই বালিশ

চেপে ধরে করেছি সে জ্বালা নিবারণ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.