![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একসময় আমি খুব স্মার্ট ছিলাম , আমার বয়স তখন ৬ মাস প্রতিদিন ৪-৫ বার পোশাক চেন্জ করতাম । এখন একই ড্রেস পড়ে ৪-৫ দিন কাটিয়েদেই । একসময় আমি খুব কিউট ছিলাম আমার বয়স তখন ৪ বছর :-" । আমার কিউট চেহারায় কুদৃষ্টিলাগার ভয়ে আমার আম্মু আমার কপালের বাঁ পাশে কালো টিপ দিয়ে দিতেন । এখন আর আমিকিউট নই তাই কালো টিপ দিতে হয় না । একদা আমি অনেক ভয়ংকর ছিলাম :-> ২ বছর বয়সে আমাদের পাশের বাড়ির আন্টির কোলে উঠে তার গালে থাপ্পর মেরেছিলাম । তিনি ভয়ে আমাকে কিছুই করার সাহস পান নি । এখন আর আমি ভয়ংকর নই। কাউকে থাপ্পর দিলেই পাল্টা থাপ্পর খেতে হয় । একদা আমার হাতের লেখা খুব সুন্দর ছিল ।আমি প্রথম যেদিন'অ'(স্বরে অ) লিখেছিলাম, সবাইহাততালি দিয়েছিল । সবাই বলেছিল, কত্ত সুন্দর লেখা!! এরপর সারাজীবনে কত বার 'অ '(স্বরে অ) লেখলাম !! কেউ একটা হাততালি দিল না । একসময় আমি খুব রোমান্টিক ছিলাম । আমার বয়স যখন ২, তখন আমাদের পাশের বাড়ির মেয়ের (দেড়বছর বয়স) গালে হামি খেয়েছিলাম । এরপর কত বছর কেটে গেল। হামি খাওয়া তো দূরের কথা,কোনমেয়ের হাতও ধরতে পারি নি ।।
আমার জীবনে আসেনি কভু প্রেম
এসেছে শুধু ১৪ই ফেব্রুয়ারি, ভালোবাসার
তৃষা মিটিয়েছি আমি বন্ধুদের Inboxর SMS
পড়ি।
শুনিনি কোনদিন প্রণয়ের গোপন বচন,
পার্কে ঝোঁপের আড়াল থেকে শুনেছি -কপোত
কপোতিনির কথোপকথন। দেখিনি কখনো নিকট
থেকে
কোনো রমণীর রক্তিম অধর,
দেখেছি লুকিং গ্লাসে,চালকের পাশে বসে -
পেছনের সিটে লাইলি-মজনু চুম্বনে বিভোর।
কোনো নারী আলিঙ্গনের ছদ্মবেশে কান
পেতে শুনেনি
-মোর হৃদয়ের স্পন্দন
বুকের মাঝে তাই বালিশ
চেপে ধরে করেছি সে জ্বালা নিবারণ।
©somewhere in net ltd.