![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একসময় আমি খুব স্মার্ট ছিলাম , আমার বয়স তখন ৬ মাস প্রতিদিন ৪-৫ বার পোশাক চেন্জ করতাম । এখন একই ড্রেস পড়ে ৪-৫ দিন কাটিয়েদেই । একসময় আমি খুব কিউট ছিলাম আমার বয়স তখন ৪ বছর :-" । আমার কিউট চেহারায় কুদৃষ্টিলাগার ভয়ে আমার আম্মু আমার কপালের বাঁ পাশে কালো টিপ দিয়ে দিতেন । এখন আর আমিকিউট নই তাই কালো টিপ দিতে হয় না । একদা আমি অনেক ভয়ংকর ছিলাম :-> ২ বছর বয়সে আমাদের পাশের বাড়ির আন্টির কোলে উঠে তার গালে থাপ্পর মেরেছিলাম । তিনি ভয়ে আমাকে কিছুই করার সাহস পান নি । এখন আর আমি ভয়ংকর নই। কাউকে থাপ্পর দিলেই পাল্টা থাপ্পর খেতে হয় । একদা আমার হাতের লেখা খুব সুন্দর ছিল ।আমি প্রথম যেদিন'অ'(স্বরে অ) লিখেছিলাম, সবাইহাততালি দিয়েছিল । সবাই বলেছিল, কত্ত সুন্দর লেখা!! এরপর সারাজীবনে কত বার 'অ '(স্বরে অ) লেখলাম !! কেউ একটা হাততালি দিল না । একসময় আমি খুব রোমান্টিক ছিলাম । আমার বয়স যখন ২, তখন আমাদের পাশের বাড়ির মেয়ের (দেড়বছর বয়স) গালে হামি খেয়েছিলাম । এরপর কত বছর কেটে গেল। হামি খাওয়া তো দূরের কথা,কোনমেয়ের হাতও ধরতে পারি নি ।।
অলস হয়ে পড়ে আছে ব্রেইন টা।।একটু কাজে লাগালে মন্দ হয় না।টিভিতে দেখলাম,"মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায় খুন,তার স্ত্রী গুরুতর আহত।"এরপর কিছু চিন্তা মাথায় ঘূর্ণিপাক খাচ্ছে।চিন্তাগুলো টাইপ করি কিছুক্ষন।।
হুমায়ুন আজাদ।বেশ কিছু বই পড়েছি তাঁর।বেশিরভাগ লেখা ইসলামের বিরুদ্বে,মৌলবাদের বিরুদ্বে।এটা অবশ্য একজন মুস্লিম হিসেবে বলব অন্যায়,পাপ।।এটার শাস্তি অবশ্য পাওয়া উচিত তার।কিন্তু সে কলম দিয়ে এসব লিখেছে,এগুলোর জবাবও উচিত আমাদের কলম দিয়ে দেওয়া,চাপাতি দিয়ে নয়।।ধরে নিলাম তার দশটা লেখার মধ্যে নয়টা লেখা ইসলামের বিপক্ষে,একটা লেখা কিন্তু অবশ্যই শিক্ষনীয়।শিক্ষনীয় জিনিস টা গ্রহন করে ওসব বর্জন করি,-ব্যাস।হয়ে গেল।কিংবা যে কালো কালির লেখাগুলোর জন্য ওনাকে লাল রঙের রক্ত ঝরাতে হল সে লেখাগুলোর উত্তম জবাব দিয়।হাত দিয়ে চাপাতি ও চালানো যায়,কলমও ধরা যায়।মনে আছে ভাবসম্প্রসারণ ছিল একটা??-"অসির চেয়ে মসি বড়"।
চটি।বাংলা চটি গল্প।এই লেখাগুলোতে কোন শিক্ষনীয় বিষয় আছে?অবশ্য নেই।।আচ্ছা এগুলো কি ইসলাম বিরোধি নয়??এদের বিরুদ্বে তো কোনাদিন চাপাতি হাতে নেন নি।এদের তো কোন রক্ত ঝরাতে হচ্ছেনা।কেন?
নাস্তিকদের লেখা পড়ে উত্তেজিত আপনি হাতে তুলে নেন চাপাতি, আর চটি পড়ে উত্তেজিত আপনার হাত কি খুজে তা কি আর জানিনা!!
একটা অবান্তর মজার প্রশ্ন করি-এমন একটা খেলনার নাম বলেন তো যেটা দিয়ে শৈশব আর যৌবন উভয় কালে খেলা হয়??(উত্তরটা চিন্তা করেন....)
নাস্তিকটা যেরকম বুদ্বি-বিবেক-চিন্তা দিয়ে ইসলামের বিপক্ষে কথা বলছে,আপনিও যুক্তি দিয়ে তার কথার জবাব দেন।এটাই হবে সত্যিকারের সংগ্রাম।।
বেলুন।শিশুরাও খেলে,যুবকরাও খেলে!এটা কখনও শিশুদের মুখে কখনো যুবকের শিশ্নে।।এটাই সেই খেলনা যেটা শৈশব-যৌবন উভয়কালে খেলা হয়।বুঝিয়েন ব্যাপারটা।।
অভিজিৎ, হুমায়ুন এদের লেখা আপনার ভাল্লাগেনা। তো পড়িয়েন না।উনাদের লেখা যদি আপনার আকীদাই চেঞ্জ করে দেয় তাহলে তো আপনার ভেতরে গাবলা আছে।আর যদি প্রতিবাদ করতে হয় তাহলে উনাদের লেখা বিশ্লেষণ করে হাতে কলম তুলে আপনিও লেখেন।।
আপনারা ধর্মান্ধ।ধর্ম বুঝেনও না,শ্রদ্বাশীলও নন আপনারা।ধর্মের দোহাই দিয়ে মানুষ জবাই করছেন।ধর্মকে আপনারা স্রেফ বর্ম হিসেবে ব্যবহার করছেন।।নাথিং এলস.....
ডাকাত সন্ত্রাস যারা মানুষ হত্যা করে প্রতিনিয়ত তাদের চেয়েও আপনারা অধম।তারা কোন ধর্মের দোহাই দিয়ে ডাকাতি করছেনা।আপনারা মানুষের স্পর্শকাতর জিনিষটুকু নিয়ে খেলছেন।ধ্বজভঙ্গ হয়েছে আপনাদের।।
দেশটার উপর খুব অত্যাচার যাচ্ছে জন্মলগ্ন হতে।দেশটাকে পঙ্গু করার জন্য ১৪ডিসেম্বর বুদ্বিজীবিদের হত্যা করেছে।আবার সেটার পুনরাবৃত্তি হচ্ছে।অস্ত্র-বন্দুক-বুলেট-চাকু-চাপাতির প্রতিধ্বনি শুনা যাচ্ছে আবার।।
যতই পঙ্গু করতে চান না কেন দেশটার পা আবার গজাবে,খুউব শীঘ্রই গজাবে।।
©somewhere in net ltd.
১|
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩০
নবাব চৌধুরী বলেছেন: খুব সুনডোর লিখেছেন,ভালো লাগলো।