নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিল্লাত হোসেন ফেইসবুক আইডি- https://www.facebook.com/millatbd71

মিল্লাত হোসেন

মিল্লাত হোসেন,শাজাহানপুর,বগুড়া-৫৮০১ ।

মিল্লাত হোসেন › বিস্তারিত পোস্টঃ

শেখ মুজিবর কি সত্যি হিন্দু ?

৩১ শে আগস্ট, ২০২৪ রাত ৮:৫৩

শেখ মুজিব কি সত্যি হিন্দু ছিলেন ? এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে । কিন্তু একটা বিষয় নিয়ে কোন সন্দেহ নাই শেখ মুজিব বা তার মেয়ে যা করেছে তাদের দেহে মুসলমান এমন কি অনেক ক্ষেত্রে ( উচ্চ বর্ণের হিন্দুর) রক্ত থাকত তাহলে তা করত না । শেখ মুজিব অনেক মানুষ হত্যা,গুম করেছে । যাইহোক, শেখ পরিবার ইসলামের যে সব ক্ষতি করেছে তা উল্লেখ করে শেষ করা যাবে না তবে আমি অল্প কিছু উল্লেখ করব যা সরাসরি ইসলাম ধর্ম কে আঘাত করা হয় । ১. ছেলে বিয়ে করেছে খ্রিষ্টান সংসদে আহালে কিতাব বলে এটাকে ইসলামে জায়েজ বলেছে ২. সংসদ বিসমিল্লাহ্‌ বাদ দেওয়ার চেষ্টা ৩. নিজেকে হযরত ওমর ( রাঃ) সাথে তুলনা করে নামের সাথে হযরত উপাধী গ্রহন ৪. জুম্মার নামাজে খুৎবাতে শেখ মুজিব এর নাম উচ্চারণের প্রস্তাব ৫. বেশি বেশি শেখ মুজিবের মূর্তি বানানো ৬. কুরবানির পশুর চামড়ার টাকা নিজের পকেট নেওয়া ৭. শেখ মুজিবকে রাহমাতুল্লি আলাই উপাধী দেওয়া ৭. নিজেকে জান্নাতি উপাধী গ্রহণ করা ৮. মাদরাসা বোর্ড সহ বিভিন্ন ইসলামিক প্রতিষ্ঠানে হিন্দুদের নিয়োগ দেওয়া ৯. শাপলা চত্বরে হাফিজীর বহু শিশুদের হত্যা করা ১০. আলেমদের হত্যা ও অত্যাচার করা ১১. তারাবীর নামাজে লোক সংখ্যা নির্ধারণ করে দেওয়া ১২. ইসলামিক জালসা বন্ধ করে দেওয়া সহ ইসলামে বহু ক্ষতি করেছে এই শেখ পরিবার তাদের স্লোগান জয় বাংলা যা হিন্দুদের উচ্চারিত একটা বিশেষ বাক্য । আজ বাংলা ভিশনে একটা নিউজ এসেছে নিউজ এর হেড লাইন হল- শেখ হাসিনা মুসলিমদের প্রতি এত বিদ্বেষ ছিল কেন? লিং- https://youtu.be/3RBaAOcInZI সুতরাং- শেখ মুজিব বা শেখ পরিবার খুবই নিকৃষ্ট । এদের কোন ধর্ম নাই এদেরকে হিন্দু বললে হিন্দু ধর্মকে অবমাননা করা হবে । আমারা কোন ধর্মকে অবমাননা করতে চাই না ।

মন্তব্য ১৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ৩১ শে আগস্ট, ২০২৪ রাত ৮:৫৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: এগুলি ভুয়া কথা।

৩১ শে আগস্ট, ২০২৪ রাত ৯:২১

মিল্লাত হোসেন বলেছেন: সব গুলাই সঠিক কথা । সব গুলা কথার প্রমান আছে । আমি যে গুলা বলছি কোন টা ভুল বলেছি আমায় বলেন আমি প্রমাণ দিব ।

২| ৩১ শে আগস্ট, ২০২৪ রাত ৯:৩৪

আলামিন১০৪ বলেছেন: আপনার কি ধারণা, হাসিনা দেশ চালাত?
একটা উদাহরন দিই, গত পহেলা বৈশাখে সীমিত আকারে উৎসব করার জন্য সরকারের তথা শেখ হাসিনার নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ওপারের ছত্রছায়ায় যা ঘটেছে
সূত্র

শাপলাচত্বরে হামলার সময় গুলিবর্ষণকারীদের হিন্দী ভাষায় কথা বলতে শুনেছে অনেক

হাসিনা বা মুজিব উভয়ই মুসলিম। মনে আছে তো যে শেখ মুজিব, ইন্দিরার রক্ত চক্ষুকে উপেক্ষা করে ১৯৭৪ সালে লাহোরে ওআইসির সম্মেলনে যোগ দিয়েছিলেন? আর একটি কথা শোনা যায় যে (পিনাকীর অভিযোগ), ইসলামকে কুৎসিত ভাষায় আক্রমণকারী ব্লগারের বিষয়ে তিনি ব্যবস্থা নিয়েছিলেন।

০১ লা সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৮:৪৪

মিল্লাত হোসেন বলেছেন: হাসিনা বা মুজিব উভয়ই মুসলিম না এদের কর্ম জন্য মুসলিম থেকে খারিজ হয়ে গেছে । ১৯৭৪ লাহোরে ওআইসির সম্মেলনে যোগ দিলে কি মুসলিম হওয়া যায় ? তখন দেশ স্বাধীন সবে মাত্র স্বাধীন হয়েছে ওআইসির সদস্য পদ নেওয়ার জন্য শেখ মুজিব ওআইসির সম্মেলনে যোগ দিয়েছিল । তখন রাশিয়ার প্রভাব বেশি ছিল ক্ষমতা ধরে রাখার জন্য সে রাশিয়া পন্থী হয়েছিল ।

৩| ৩১ শে আগস্ট, ২০২৪ রাত ৯:৪৬

আহমেদ রুহুল আমিন বলেছেন: সুন্দর বিশ্লেষণ, কথায় আছে- ‘সত্য কথায় জালিম বেজার আর গরমভাতে বিলাই বেজার’ । সুতরাং কোন কিছুতে ভয় করে সত্য বলা থেকে বিরত থাকা যাবেনা ।

০১ লা সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৮:৪৫

মিল্লাত হোসেন বলেছেন: ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্য করার জন্য ।

৪| ৩১ শে আগস্ট, ২০২৪ রাত ১১:০০

কামাল১৮ বলেছেন: নবীর বাবাও হিন্দু ছিলো।নবীর কথা।হাদিস দেখাবে।সবার পুর্ব পুরুষই এক সময় হিন্দু ছিলো।

০১ লা সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৮:৫০

মিল্লাত হোসেন বলেছেন: নবীর সাথে আমাদের তুলনা চলে না ভাই ।

৫| ০১ লা সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৮:০৮

নীল আকাশ বলেছেন: চক্রবর্তী পরিবারের সন্তানের কাছে কী আশা করেন? নিজের অবৈধ সম্পর্ক ছিল আরেক হিন্দু মৃণাল কান্তি দাসের সাথে। অনেকেই বলে ছেলে মেয়ে দুইটাই নাকি এই মৃনালের সন্তান। বায়তুল মুকাররম মসজিদের ভেতরে নামাজ পড়ার মুসলিমদের উপরে আক্রমনের নির্দেশ দাতা আর যাই হোক কোনো মুসলিম ভাবতেও কষ্ট হয়।

০১ লা সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৮:৩৮

মিল্লাত হোসেন বলেছেন: ভাই, আমাদের একালায় হিন্দু মুসলমান এক সাথে বাস করে । সব হিন্দু খারাপ না । শেখ পরিবার নিকৃষ্ট । এত নিকৃষ্ট যে কোন কিছুর সাথে তুলনা দেওয়া যায় না ।

৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:০০

ইমরান৯২ বলেছেন: হিন্দু ছিল এটা হয়ত সত্য না , পুরো ঘটনাটাই একটা চটি গল্প টাইপ ।

তবে ৭২ থেকে ৭৫ সে যা করছে আর হাসিনা ১৫ বছরে যা করে গেছে এর বিচার আল্লাহ অবশ্যই করবে ।
কোন মানুষের সাথে তো নাই শুকরের সাথে তুলনা করলেও শুকিরের অপমান হবে ।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:২২

মিল্লাত হোসেন বলেছেন: হতে পারে ।

৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৩৬

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: নীল আকাশ, মৃণালের জন্ম ১৯৫৯ সালে আর শেখ হাসিনার ১৯৪৭। জয়ের জন্ম ১৯৭১ সালে আর তখন মৃণালের বয়স ১২। মগজ একটু খাটান। রাজনৈতিক বিদ্বেষের কারণে বিবেকটাও বেচে দিয়েন না।

৮| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৪০

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: #মিল্লাত হোসেন, আপনাকে বলি। শিশুতোষ লেখা হয়ে গেছে। একটু পড়ালেখা করুন। শেখ হাসিনার সময় যা পদক্ষেপ নেওয়া হয়েছে ইসলামের জন্য, আর কেউ নিয়েছে কি না দেখুন। রাজনৈতিকভাবে একগুঁয়ে হলেও তিনি ধর্মান্ধদের বিরুদ্ধে, জঙ্গিদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছেন। এটাই হয়তো আপনাদের গাত্রদাহের কারণ।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:৩৮

মিল্লাত হোসেন বলেছেন: জি ভাই ! হক পন্থী আলেমদের উপর যে অত্যাচার করেছে অন্য কোন সরকারের সময় তা হয় নি । উনি ইসলাম এর জন্য কোন কিছুই করেন নি শুধু কিছু মডেল মসজিদ বানাইছিলেন নিজের পকেট ও দলের লোকদের পকেট ভরানোর জন্য । আওয়ামীলীগ ও শেখ হাসিনা বড় জানোয়ার চিন্তা করতে পারে আল্লাহ্‌র ঘর মসজিদ এর টাকা তারা মেরে দিয়েছে । ২১ এপ্রিল ২০২৪ জনকণ্ঠ পত্রিকায় এই নিউজ দেখলে বুঝতে পারবেন মডেল মসজিদ নিয়ে কী রকম দুর্নীতি হয়েছে- Click This Link

৯| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:১৯

নতুন বলেছেন: এই সব গুজব পড়ে আপনি বিশ্বাস করেছেন?

০৬ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৭:২৪

মিল্লাত হোসেন বলেছেন: এসব গুজব না সব গুলার প্রমাণ আছে । কোনটার প্রমাণ চান বলুন

১০| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:৫৭

ধুলো মেঘ বলেছেন:
দেখুন তো, বাপ বেটার চেহারায় কি মিল! এর জন্ম নিয়া সন্দেহ ক্যেমনে থাকে?

০৬ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৭:২৪

মিল্লাত হোসেন বলেছেন: ঠিক বলেছেন !!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.