নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমড়া কাঠের ঢেকিঘর

বাংলাদেশ ব্লগারস এসোসিয়েশন সদস্য নং: ১০ । facebook.com/milton3d

মিলটন

আনুমানিক ৩৫ বছর ধরে বহন করে চলছি এই রক্ত মাংসের ক্ষয়িষ্ণু দেহটাকে। পিছনে তাকিয়ে দেখি কোন পাথেয় সংগ্রহ হয়নি। তাই ভয় হয়। খুব ভালোবাসি মা আর সন্তানকে আর তার সমান্তরালেই আছে আমার দেশ, বাংলাদেশ। সালাম মা তোমাকে, সালাম বাংলাদেশ তোমাকে। ধন্য করেছ তোমরা আমাকে জন্ম দিয়ে। ঘৃণা করি তাদের, যারা বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করে আর সর্বদা অন্যের কুৎসা রটনা করে।

মিলটন › বিস্তারিত পোস্টঃ

জন্ম নিবন্ধন করেছেন কি? (একটি জনসচেতনতামূলক পোষ্ট)

০১ লা জুন, ২০০৮ রাত ১২:৫৮

সামনে আর মাত্র একটি মাস। ৩১ শে জুলাই ২০০৮ এর পরে শেষ হয়ে যাবে বিনামূল্যে জন্ম নিবন্ধন করার শেষ সময়। তাইনা? এমনটাই কথা ছিল। কিন্তু না সরকার এই সময়সীমাকে অনেক বাড়িয়েছেন, আগামী ডিসেম্বর ২০০৯ সাল পর্যন্ত বিনামুল্যে জন্ম নিবন্ধন করা যাবে।



একমাস বাকী থাকতেই সরকারের এক অনুসন্ধানে দেখা যায়, নিবন্ধনকৃতদের সংখ্যা খুবই কম। অর্থাৎ উল্লেখযোগ্য সংখ্যক লোক এখনও নিবন্ধনের বাহিরে রয়ে গেছে।



এই জন্ম ও মৃত্যু নিবন্ধন যারা করেননি তারা তাদের নিজস্ব ওয়ার্ড সিটি কপোরেশন অফিসে অথবা ইউনিয়ন পরিষদে ফরম পাবেন। যেটা নির্ভূল ভাবে পুরণ করে জমা দিলেই আপনি আপনার জন্ম নিবন্ধন সনদ পেয়ে যাবেন। তবে সদ্য জন্মানো শিশুর ক্ষেত্রে হাসপাতাল বা ক্লিনিক কর্তৃক প্রদানকৃত জন্মসনদ পত্র প্রদর্শন করতে হবে আবেদন পত্র জমা দেয়ার সময় এবং যারা বয়সে বড় তারা তাদের এসএসসি পরীক্ষার সার্টিফিকেট প্রদর্শন করবেন। আর যাদের তাও নেই তারা আবেদন পত্র নেবার সময় অফিসার থেকে নির্দেশনা জেনে নিবেন।



খুব শীঘ্রই এই কাজে দেয়া হবে প্রায় ৬৮০ টি কম্পিউটার যাতে তাড়াতাড়ি জনসাধারনের মাঝে তাদের প্রাপ্য জন্ম সনদ পত্র দেয়া যায়।



জন্মনিবন্ধন করলে যেসব সুবিধা পাওয়া যাবে:

ব্যাংক হিসেব খোলা, আমদানী রপ্তানী লাইসেন্স, গ্যাস পানি বিদ্যুত টেলিফোন সংযোগ পাওয়া, ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার (টিআইএন), ঠিকাদারী লাইসেন্স, বাড়ির নকশার অনুমোদন, গাড়ীর নিবন্ধন, ট্রেড লাইসেন্স, জাতীয় পরিচয় পত্র সহ মোট ১৬টি ক্ষেত্রে সুবিধা পাওয়া যাবে।



জন্ম নিবন্ধন না করার শাস্তি:

যদি কোন বাবা মা তাদের সন্তানের জন্ম নিবন্ধন না করেন তবে তাদের সবোর্চ্চ ৫০০ টাকা অর্থদণ্ড এবং দুই মাসে বিনাশ্রম কারাদণ্ড হতে পারে এবং এই আইন কার্যকর করতে পাঁচটি বিধি প্রণয়ন করা হবে।

মন্তব্য ৫ টি রেটিং +৪/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০১ লা জুন, ২০০৮ রাত ১:০১

রাতমজুর বলেছেন: বহু আগে একবার করছিলাম।

২| ০১ লা জুন, ২০০৮ রাত ১:০৮

বিটলা বলেছেন: পিলাস+

৩| ০১ লা জুন, ২০০৮ রাত ১:১৪

সঞ্জিব বলেছেন: কইরা ফালাইছি.....

৪| ০১ লা জুন, ২০০৮ সকাল ৯:৩৯

মিলটন বলেছেন: আমি এখনও করিনি। খুব তাড়াতাড়ি করতে হবে।

৫| ০৩ রা জুন, ২০২২ দুপুর ২:২৯

নাজিরুল ইসলাম নকীব বলেছেন: গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। অফলাইনে জন্ম নিবন্ধন করার সামান্য জটিলতা রয়েছে। যে কারণে অনেকেই করতে আগ্রহী হয় না। তবে বর্তমানে জন্ম নিবন্ধন সহজেই করা যায়। জন্ম নিবন্ধন অনলাইন আবেদন করার নিয়ম যদি সকলেই জানে তবে আশাকরি কেউ জন্ম নিবন্ধন করার বাকি থাকবে না। আপনাকে ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.