![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আনুমানিক ৩৫ বছর ধরে বহন করে চলছি এই রক্ত মাংসের ক্ষয়িষ্ণু দেহটাকে। পিছনে তাকিয়ে দেখি কোন পাথেয় সংগ্রহ হয়নি। তাই ভয় হয়। খুব ভালোবাসি মা আর সন্তানকে আর তার সমান্তরালেই আছে আমার দেশ, বাংলাদেশ। সালাম মা তোমাকে, সালাম বাংলাদেশ তোমাকে। ধন্য করেছ তোমরা আমাকে জন্ম দিয়ে। ঘৃণা করি তাদের, যারা বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করে আর সর্বদা অন্যের কুৎসা রটনা করে।
কয়েকদিন আগে শুক্রবারে বেশ কয়েকজন ব্লগাররা একত্র হয়েছিল ঢাকাস্থ পাবলিক লাইব্রেরীর সিঁড়িতে। কি এক কারণ বশতঃ আমি জানতেই পারিনি তাদের এই মিলনমেলার কথা। যাই হোক এটা নিয়ে আমার কোন কষ্ট নাই। কোন দুঃখ নাই। হয়ত ওদের কেউ আমাকে খবর দিতে ভুলে গিয়েছিল।
শুক্রবার রাতে তখন প্রায় রাত পৌনে এগারোটা বাজে। পিসিটা অফ করে ঘুমাতে যাচ্ছিলাম। ঠিক তখন কৌশিকের ফোন। ওর সাথে আমার কথোপকথোন এমন ছিল:
কৌশিক: কিরে দোস আইজ তুই গেলি না কিল্লিগ্যা?
আমি: কই যামু?
কৌশিক: তোরে হেরা খবর দেয় নাই? তুই জানস না আইজগা পাবলিক লাইব্রেরীতে সবাই আইছিল, ফাটাফাটি একটা আড্ডা হইসে। এই কেবলই আইলাম। আমি ভাবসিলাম তুই যাইবি।
আমি: দোস্ত তুরা আমার কতা কেউ মনে রাখলি না। আইচ্ছা বাদ দে, পরের বার যামুনে। আইচ্ছা ক, কি করলি ওইহানে।
কৌশিক: আর কইস না ব্যাটা, সক্কলেরে এমুন ঘুল খাওয়াইছি, সবাই বুঝবো মজা, আমারে কয় টাকলু? আইচ্ছা তুইই ক, আমি কি সাধ কইরা টাক হইসি? আমার কি চিরুনী দিয়া চুল আঁচড়াইতে ইচ্ছা করে না? আইচ্ছা দোস ওহন রাখি পরে প্যাঁচাল পারমুনে।
কৌশিক ফোনটি কেটে দেবার পর আমি ঠিক বুঝলাম না, ও কি বলছিল। যাই হোক অত কিছু না ভেবে আমি শুয়ে পড়লাম, কখন যে ঘুমিয়ে পড়লাম তা বুঝতে পারিনি। একসময়ে আমার ঘুম ভেঙ্গে গেল। আমি লাফিয়ে বিছানায় বসলাম। বুঝতে পারলাম না যে, কি সপ্ন দেখলাম আমি? কৌশিক এটা কি বলল? আমি দেখলাম:
কৌশিক ওর মাথায় হাত বুলিয়ে বুলিয়ে বিচ্ছিরি একরকম আকর্ণ হাসি হাসছে আর বলছে, "আমার কি চিরুনী দিয়া চুল আঁচড়াইতে ইচ্ছা করে না? এইবার মজা দেখ। আমার বদদোয়ায় তোরা যারা আমারে টাকলু বলতিস তোদেরও টাক পড়ে গেল। এখন কিভাবে তোরা চুল আঁচড়াবি।"
এই কথা বললার সাথে সাথে আমি দেখলাম আমি পাবলিক লাইব্রেরীর সিড়িতে বসে আছি। আর আমার চারদিকে সব পরিচিত প্রিয়মুখ গুলোকে কেমন অচেনা লাগছে। কয়েকজনের মাথায় চুল নেই। আবারও সেই হাসির শব্দ।
আপনাদের বলছি, এটা একটা সত্যি ঘটনা। এরপর থেকে আমি কৌশিককে কিছুটা হলেও এড়িয়ে চলছি। যদি আমারও চুল উঠে যায়?
২৯ শে জুন, ২০০৮ বিকাল ৪:৫০
মিলটন বলেছেন: ছেলেডা যার দিক তাকায় তার একটা না একটা ক্ষতি হবেই।
২| ২৯ শে জুন, ২০০৮ বিকাল ৪:৩৫
সাখাওয়াৎ বলেছেন: টেকোফোবিয়া............................
২৯ শে জুন, ২০০৮ বিকাল ৫:৩৭
মিলটন বলেছেন: হ ভাই পুরা মাত্রায়।
৩| ২৯ শে জুন, ২০০৮ বিকাল ৪:৩৮
কৌশিক বলেছেন: বৃত্তবন্দীর টাকটা জটিল হইছে।
২৯ শে জুন, ২০০৮ বিকাল ৪:৪৫
মিলটন বলেছেন: ভাই তুই আমার ব্লগে আর ঢুকিস না, মাফ চাই, দোয়াও চাই। কোন দিন আমার মাথাটা ষ্টেডিয়াম হয়ে যায়?
তুই তো ভাই যার দিকে নজর দিস তার তো জানে ক্যারাবেরা লাইগা যায়। শকুনচোখী।
৪| ২৯ শে জুন, ২০০৮ বিকাল ৪:৪১
আন্ধার রাত বলেছেন:
ছবির ১ম সারির একদম ডানে বেগুনী টি শার্ট পরণের ভদ্রলোকের টাক বড়ই সৌন্দর্য লাগছে।
কালো চুলের বেড়া দেয়া টাক ঠিক যেন আজকের ইউরো ফুটবল ফাইনালের স্টেডিয়াম!
২৯ শে জুন, ২০০৮ বিকাল ৫:৫৮
মিলটন বলেছেন: কি আর বলবো, সবই কৌশিকের শকুনদৃষ্টির ফল।
৫| ২৯ শে জুন, ২০০৮ বিকাল ৪:৪০
হাসিব মাহমুদ বলেছেন: রেসিডেন্ট কৌশিক আমারে ব্লক কর্চো ক্যান ?
৬| ২৯ শে জুন, ২০০৮ বিকাল ৪:৪২
বৃত্তবন্দী বলেছেন: টেব্ব পেটিভাড
মিলটন আর কৌশিক ভাইরে মৈনাস
তয় রিয়েলি আমার টাকের ফটুক দেইখা আমি দিওয়ানা হয়া গেসি
৩০ শে জুন, ২০০৮ রাত ১২:২৭
মিলটন বলেছেন: হ্যাঁ আপনার ভবিষ্যত।
৭| ২৯ শে জুন, ২০০৮ বিকাল ৪:৪২
কৌশিক বলেছেন: হাসিব, তোমার মঙ্গলের জন্য। এতে হয়তো তুমি নতুন পোস্ট দিতে উৎসাহিত হবা। কমেন্ট করতে করতে তোমার স্বভাব নষ্ট হইয়া গেছে। এবার যদি নতুন কোন পোস্ট আসে।
৮| ২৯ শে জুন, ২০০৮ বিকাল ৪:৪৪
হাসিব মাহমুদ বলেছেন: রেসিডেন্ট কৌশিক, সামুতে পুস্ট দিলে কি বিজ্ঞাপন পাওন যাইবো কৈতাছো ?
৯| ২৯ শে জুন, ২০০৮ বিকাল ৪:৪৮
কৌশিক বলেছেন: নন-রেসিডেন্ট হাসিব - তোমাগো ব্লগের খবর কি?
১০| ২৯ শে জুন, ২০০৮ বিকাল ৪:৪৮
আবু সালেহ বলেছেন: হা হা হা
মজার স্বপ্ন.....
কৌশিকদা বদ দোয়া দিছেন নাকি??
৩০ শে জুন, ২০০৮ রাত ১:০০
মিলটন বলেছেন: আর বলেন না। তার বদদোয়ার জন্যই তো আজ এই অবস্থা।
১১| ২৯ শে জুন, ২০০৮ বিকাল ৪:৪৯
নির্বাক সুশীল বলেছেন:
হাসিব-কৌশিক বাহাস এনজয় করতেসি।
১২| ২৯ শে জুন, ২০০৮ বিকাল ৪:৫১
হাসিব মাহমুদ বলেছেন: "তোমাগো ব্লগ" মানে কি বুঝাইতেছো রেসিডেন্ট কৌশিক ?
১৩| ২৯ শে জুন, ২০০৮ বিকাল ৪:৫২
বুমবুম বলেছেন:
১৪| ২৯ শে জুন, ২০০৮ বিকাল ৪:৫৩
কৌশিক বলেছেন: ও! ওইটারে তোমরা "তোমাগো ব্লগ" কও? নাম পরিবর্তনের নোটিফিকেশন দেখলাম না!
১৫| ২৯ শে জুন, ২০০৮ বিকাল ৪:৫৪
নুরুন্নবী হাছিব বলেছেন: খেক...খেক...খেকস...কি স্বপ্ন....
৩০ শে জুন, ২০০৮ রাত ১:৪৮
মিলটন বলেছেন: আপনেও এই সপ্ন দেখতে পারেন।
১৬| ২৯ শে জুন, ২০০৮ বিকাল ৪:৫৫
হাসিব মাহমুদ বলেছেন: ঐটাবলতেকুন্টাবুঝাইতেছোসেইটাইজিগাইছি @ রেসিডেন্ট কৌশিক
১৭| ২৯ শে জুন, ২০০৮ বিকাল ৪:৫৭
কৌশিক বলেছেন: যেইটাতেআইজুশিষ্যসামন্তসহব্লগকরে @ নন-রেসিডেন্ট হাসিব
১৮| ২৯ শে জুন, ২০০৮ বিকাল ৪:৫৮
প্রবাস কন্ঠ বলেছেন:
১৯| ২৯ শে জুন, ২০০৮ বিকাল ৪:৫৯
নির্বাক সুশীল বলেছেন:
কৌশিক, আমিও তোমার পক্ষে আছি। লেগে রহো। "আইজুর ব্লগ" নাম দিলে ভালো হইতো।
নাম দিসে, "আমারব্লগ"।
আমার ব্লগ নয় অথচ, "আমার ব্লগ"!
বড়ই সমস্যা।
২০| ২৯ শে জুন, ২০০৮ বিকাল ৫:০০
মিলটন বলেছেন: @ হাসিব মাহমুদ ও কৌশিক
আপনাদের ঝগড়া উপলক্ষে আমার ব্লগ ভাড়া বাবদ ভাড়া হইসে ৮০০ টাকা। টাকা পে করে আবারো ঝগড়ায় নামুন।
২১| ২৯ শে জুন, ২০০৮ বিকাল ৫:০১
ঠিকানা বলেছেন: নির্বাক সুশীল - আর ভাল্লাগেতেছেনা কিন্তু। আপনি গুনী মানুষ, কেন এসব করছেন?
২২| ২৯ শে জুন, ২০০৮ বিকাল ৫:০২
হাসিব মাহমুদ বলেছেন: মিলটন, কৌশিকের সাথে আমার ঝগড়া নাই । কৌশিক্রে ভালা পাই ।
২৯ শে জুন, ২০০৮ বিকাল ৫:০৫
মিলটন বলেছেন: ও তাইলে আপনার ভাড়া মাফ।
কিন্তু কৌশিক হইলো শকুনচোখী। ও যার দিকে তাকায় তার জীবন শেষ।
ওর লগে লাগতে না যাওয়াই ভাল।
২৩| ২৯ শে জুন, ২০০৮ বিকাল ৫:০৩
নির্বাক সুশীল বলেছেন:
@ঠিকানা
না রে ভাই, আমি গুণি মানুষ নাহ।
আমি ভেজাল।
২৪| ২৯ শে জুন, ২০০৮ বিকাল ৫:০৩
হাসিব মাহমুদ বলেছেন: আইজু কেডায় আর তার শিষ্য সামন্ত (?)ই কা করা ? @ কৌশিক
২৫| ২৯ শে জুন, ২০০৮ বিকাল ৫:১২
শফিকুল বলেছেন: আপনারে মাইনাস। আমারে খবর না দেওয়ার জন্য।
২৯ শে জুন, ২০০৮ বিকাল ৫:২১
মিলটন বলেছেন: এই যে আপনার এই হ্যাবিটাই খারাপ, কথার মাঝখানে আঙ্গুল থুক্কু হাত ঢুকাইয়া দেয়া।
আমি নিজেই খবর পাইলাম না। আর আপনারে খবর দেই কেমনে?
যত্তোসব। বাড়ী জানি কুনহানে?
২৬| ২৯ শে জুন, ২০০৮ বিকাল ৫:২৩
বিষাক্ত মানুষ বলেছেন: মজা পাইতাছি .. কৌশিক ভাই আমি আচি আপ্নের লগে। এক্কাম করেন হাসিব ভাই বেশী তেড়িবেড়ি কর্লে ... যাস্ট এক্টা ফুন কল
২৭| ২৯ শে জুন, ২০০৮ বিকাল ৫:৩০
হাসিব মাহমুদ বলেছেন: মিস্কল দিলেও হবার কথা @ বি.মা.
আর কৌশিক্রে ভালা পাই বৈলা আমিও তার সাতে আচি
২৮| ২৯ শে জুন, ২০০৮ বিকাল ৫:৫৬
নাঈম বলেছেন: খিকজ্ .... মজা পাইসি
তয় কৌশিক ভাইয়ের টাক টা দেকতে ঐদিন জুশশশ লাগতেছিল
৩০ শে জুন, ২০০৮ সকাল ৯:১০
মিলটন বলেছেন: ওয়ার্ল্ড ফেমাস টাক।
২৯| ২৯ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৬:৪৭
মখআলমগীর বলেছেন: হাসিব মাহমুদও ওরফে আইজুর চামচাও কইলাম টাকলু
৩০| ২৯ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৭:০৭
কালপুরুষ বলেছেন: এক সময় নিজের চুল নিয়ে ভীষণ গর্ব হতো। সবাই চুলের প্রশংসায় পঞ্চমুখ ছিল। চুলের যত্নে কী কী ব্যবহার করি জিজ্ঞেস করতো। আজ আর সেই চুল নেই। বড়ই দুষ্কের কথা
৩০ শে জুন, ২০০৮ সকাল ৯:৪৩
মিলটন বলেছেন: সবই এখন সৃত্মি, আফসুস দাদা আফসুস।
৩১| ২৯ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৭:১৫
ক্যামেরাম্যান বলেছেন:
কালপুরুষ'দা তো পূরা নায়ক আছিলেন দেখি।
মিলটন স্বপ্ন অনুযায়ী আপনার তো রোনালদো হওয়া দরকার ছিল
৩০ শে জুন, ২০০৮ সকাল ১০:১৬
মিলটন বলেছেন: কালপুরুষ দা আগেও নায়ক ছিলেন এখনও নায়কই আছেন।
এভার গ্রীন।
৩২| ২৯ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৭:২৩
কালপুরুষ বলেছেন: হাহাহাহাহাহাহাহাহা...... হাসতেই আছি রঞ্জু ভাই।
৩০ শে জুন, ২০০৮ সকাল ১০:৩২
মিলটন বলেছেন: ভাই আপনি তো এভার গ্রীন।
৩৩| ২৯ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৭:২৬
ত্রিভুজ বলেছেন: টাকুদের নিয়ে একটা ব্লগ গ্রুপ খুলে ফেলতে পারেন কৌশিক দা...
৩০ শে জুন, ২০০৮ সকাল ১০:৫৪
মিলটন বলেছেন: নাম কি দিবেন?
দি টেকোস।
৩৪| ২৯ শে জুন, ২০০৮ রাত ৯:২৩
মেহেরুল হাসান সুজন বলেছেন: সবাই বলে, রাজশাহীর পানি চুল ফেলে দেয়। কিন্তু আমার চুলের এখনো ক্ষতি করে নাই। প্রচুর চুল ঝড়ে যায়। কিন্তু এর আগে দুবার বাবরি রাখছিলাম। পরে কাইট্টা ফালাইছি। এবার শখ করছি আবার বাবরি রাখনের। কিন্তু শিবলী ভাই হুঁশিয়ারি দিছে। জানিনা কতদিন রখতে পারমু বড় চুল। একটু দেয়া কইরেন।
৩০ শে জুন, ২০০৮ দুপুর ২:৩২
মিলটন বলেছেন: দোয়া মানে? আপনে বাবরি রাখেন, শিবলীরে আমিই সামলামু।
৩৫| ৩০ শে জুন, ২০০৮ রাত ১২:৩৪
হমপগ্র বলেছেন: কৌশিককে আইপি সহ ব্যান করা হউক!
৩০ শে জুন, ২০০৮ বিকাল ৩:৩১
মিলটন বলেছেন: এইডা কখনই সম্ভব না কারণ কৌশিকের কোন আইপি নেই। আইপি লেস।
৩৬| ৩০ শে জুন, ২০০৮ রাত ১২:৪৩
মিলটন বলেছেন: @ কালপুরুষ দা
আপনার সেকাল আর ভবিষ্যত কাল
৩৭| ৩০ শে জুন, ২০০৮ রাত ১:১৯
কালপুরুষ বলেছেন: আমার এই অবস্থা কে করলো? কান্না পাইতাছে। ভেঁউ...ভেঁউ...ভেঁউ...
৩০ শে জুন, ২০০৮ রাত ১:৩১
মিলটন বলেছেন: বস কাইন্দা লাভ নাই, যা হওয়ার তাই হইবোই।
তয় এখনই কিছু চুলের চারা লাগাইতে পারেন।
৩৮| ৩০ শে জুন, ২০০৮ সকাল ৯:২৭
প্রেমলীলা বলেছেন: কালপুরুষ ভাই
আপনার চুলের কালের বিবর্তন হয়েছে।
হা..হা..হা...
৩৯| ৩০ শে জুন, ২০০৮ সকাল ১০:৫৫
জানা বলেছেন:
ও মনু, ব্যাবাকে মিইল্যা ঝুইল্যা হেইয়্যা করতে লাগজো কি? এ্যাহন হেই কৌশিক ঝেতি পুলিশরে বোলায় বোজ্জো.... ! টাহের
শপন দ্যাহা ছুডাইবে য়্যানে। এরহম বানান দেবে য়্যনে, বোজদে পারবা কয়ডা আলুতে কত কেযি আলুর বর্তা অয়!
৩০ শে জুন, ২০০৮ সকাল ১১:০৭
মিলটন বলেছেন: ও মনু মুইও কম না, হেইয়া যদি মোরে বানান দেয়, তা হইলে মুইও হেরে বাশের লাডি দিয়া তারে মাতা পাচাইয়া এমুন ঠ্যাংগার দিমু, হ্যাও মোরে কুনদিন ভুলবার পারবো না।
তাহলে হ্যায় বোঝবে মুই কেমন একটা মানুষ..............
৪০| ৩০ শে জুন, ২০০৮ সকাল ১০:৫৯
আনিসুজ্জামান উজ্জল বলেছেন: এই কামডা যেই কইরা থাকেন ভালো করেন নাই। সুযোগ পাইলে আমরা(যারা ডিজিটালি টাক) দেইখা নিমু।
৩০ শে জুন, ২০০৮ সকাল ১১:১৫
মিলটন বলেছেন: হুহ, কত দেখলাম!
হাতে সবাই একটা কইরা খাইটা লইয়া টাক মাষ্টারের (কৌশিক) মাতায় সবাই একটা কইরা বাড়ি মারেন।
৪১| ৩০ শে জুন, ২০০৮ সকাল ১১:০৯
নেমেসিস বলেছেন: সামহোয়ারইন টেকোস
৩০ শে জুন, ২০০৮ সকাল ১১:২৬
মিলটন বলেছেন: চান্দু বেসী লাফাইওনা কইলাম, অক্করে চান্দি ছিল্লা দিমু..........
৪২| ৩০ শে জুন, ২০০৮ সকাল ১১:১০
মেয়র স্যালভর হার্ডিন বলেছেন: কয়েকজন আনটাক আছেন।তারা কি এখনও অতীতে আছেন?
৩০ শে জুন, ২০০৮ বিকাল ৩:৫৩
মিলটন বলেছেন: কেন ভাই আনটাকের হিসাব নিচ্ছেন? ভয় লাগছে।
৪৩| ০১ লা জুলাই, ২০০৮ সন্ধ্যা ৭:০৩
শফিকুল বলেছেন: @ কালপুরুষ দা
আপনার সময় ঘনায় আসছে।
৪৪| ০১ লা জুলাই, ২০০৮ সন্ধ্যা ৭:১৫
মহাকাল বলেছেন:
আপাতত ৬ পিসেস টাকলু দেখা যাচ্ছে !!
কালুদার দুই ধারে দুই রুই কাতলা ভেষে উঠেছে !!!!
০২ রা জুলাই, ২০০৮ রাত ১:১৪
মিলটন বলেছেন: হে হে ভাই কিছু কিছু কতা কানে কানে বলতে হয়।
©somewhere in net ltd.
১|
২৯ শে জুন, ২০০৮ বিকাল ৪:৩৩
নির্বাক সুশীল বলেছেন:
কৌশিকের বদদোয়ায় আমারো চুলপড়ার অবস্থা।