![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আনুমানিক ৩৫ বছর ধরে বহন করে চলছি এই রক্ত মাংসের ক্ষয়িষ্ণু দেহটাকে। পিছনে তাকিয়ে দেখি কোন পাথেয় সংগ্রহ হয়নি। তাই ভয় হয়। খুব ভালোবাসি মা আর সন্তানকে আর তার সমান্তরালেই আছে আমার দেশ, বাংলাদেশ। সালাম মা তোমাকে, সালাম বাংলাদেশ তোমাকে। ধন্য করেছ তোমরা আমাকে জন্ম দিয়ে। ঘৃণা করি তাদের, যারা বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করে আর সর্বদা অন্যের কুৎসা রটনা করে।
শাশ্বত সত্য এর উপর নির্মিত একটি ভিডিও প্রচার হয়েছে চ্যানেল আইতে। আজকে "তারকাকথা" তে দেখানো হয়েছে। আগামীকালও দেখানো হবে। এছাড়া এই ভিডিওটা আগামী ১৫/২০ দিন প্রচার হওয়ার কথা রয়েছে ওখানে। ভিডিওটির দৈর্ঘ্য ৮.৮মিনিট।
ভিডিও চিত্রটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাশ্বত সাহায্য কমিটির তত্বাবধানে নির্মিত।
ভিডিওটি আপনারা ইউটিউবে দেখতে পারেন, নিচে লিংক দেয়া হলো:
http://www.youtube.com/v/-sKnY4IUxxc
তবুও আশা বাঁধে কেউ
কারা যেন আসবে ছুটে
আর কিছুই নয় শুধুই প্রাণের টানে
সকল পাহাড় হার মেনে যায়
হার মেনে যায় ভাঙ্গন শেষে
ভালবাসার গন্ধ থাকে,
সব মানুষের বুকে
সব ভাললাগাই শাশ্বত হয়ে যায়,
শুধু শাশ্বত একা আটকে থাকে,
এই শহরের গলির মুখে
শাদা মেঘের কুচির ফাঁকে
সেই আলোর লুকুচুরি খেলায়
সবুজ পৃথিবীর নিঃশ্বাস মেখে
বেঁচে যাওয়া কি অনন্ত সাধ
শাশ্বত'র......
২৩ শে জুলাই, ২০০৮ বিকাল ৪:৩৮
মিলটন বলেছেন: আপনাকে স্বাগতম। ইউনুস কেমন আছেন?
২| ২৩ শে জুলাই, ২০০৮ বিকাল ৪:০৩
পথিক মানিক বলেছেন: ধন্যবাদ।
৩| ২৩ শে জুলাই, ২০০৮ বিকাল ৪:০৪
ইমরান মামা বলেছেন: ধন্যবাদ সবার সাথে শেয়ার করার জন্য আমার কাছে মূল কপি ছিল কিন্তু আপলোড করতে পারছিলাম না।
২৩ শে জুলাই, ২০০৮ বিকাল ৫:৪৫
মিলটন বলেছেন: কোন সমস্যা হয়েছিল মনে হয়। কেমন আছেন আপনি?
৪| ২৩ শে জুলাই, ২০০৮ বিকাল ৪:০৯
আসিফ আহমেদ বলেছেন: ধন্যবাদ শেয়ার করার জন্য।
৫| ২৩ শে জুলাই, ২০০৮ বিকাল ৪:২০
লুকার বলেছেন:
পাবলিক লাইব্রেরীর মিটিং এ কী হইল কইলেন না, চেকটা কই জমা হইল, তাও কইলেন না! ঘটনা কী? হোয়াই রাখ ঢাক গুর গুর? কইলে সব কইবেন, না কইলে না। কিছু কইবেন, বাকীটা সেন্সর করবেন, এই সুশীল তরিকা ব্লগে চালু করলেন কিল্লাই? ব্লগে সব ওপেন থাকতে হইব, আন্ডারগ্রাউন্ড কর্মকান্ড চলব না।
২৩ শে জুলাই, ২০০৮ বিকাল ৪:৫৩
মিলটন বলেছেন: ভাই লুকার,
এখানে লুকানোর কিছুই নাই। আমি/আমরা যতটুকু জানতে পারছি ঠিক ততটুকুই জানাচ্ছি। আপনার যদি কিছু জানা থাকে তবে আপনিও শেয়ার করতে পারেন। আমরা তো সবাই একসাথে চলতে চাই।
ধন্যবাদ আপনাকে।
৬| ২৩ শে জুলাই, ২০০৮ বিকাল ৪:২৪
অনিশ্চিত বলেছেন: ইউটিউবে দিয়ে ভালো করেছেন। ধন্যবাদ।
৭| ২৩ শে জুলাই, ২০০৮ বিকাল ৪:৪০
নোক্সেনডার বলেছেন: লুকারের কমেন্টসে +
৮| ২৩ শে জুলাই, ২০০৮ বিকাল ৪:৪৭
সৌমিত্রমজুমদার বলেছেন: ধন্যবাদ শেয়ার করার জন্য।
৯| ২৩ শে জুলাই, ২০০৮ বিকাল ৪:৪৯
শফিকুল বলেছেন: আমরা শুধু এই শাশ্বতর জন্য না সবার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেব। আশা করি সবাই আমার কথায় একমত।
২৪ শে জুলাই, ২০০৮ সকাল ১১:৩৯
মিলটন বলেছেন: ধন্যবাদ আপনার মতামতের জন্য।
১০| ২৩ শে জুলাই, ২০০৮ বিকাল ৪:৫১
মাহি ইমতিয়াজ বলেছেন: পোস্টটির জন্য মিলটন ভাইকে অনেক ধন্যবাদ। শাশ্বত-র লেটেস্ট কনডিশন যদি একটু বিস্তারিত জানাতেন, তাহলে আরো ভালো লাগতো।
১১| ২৩ শে জুলাই, ২০০৮ বিকাল ৫:২৪
ইউনুস খান বলেছেন: ভালই ছিলাম। এখন আর বেশী ভাল না। গতকিছুদিন যাবৎ লক্ষ্য করছি আপনে আমার ব্লগে আসতে কৃপনতা করছেন নয়তোবা লজ্জা পাচ্ছেন অথবা আমার ভূতগুলাকে ডরাইছেন।
২৩ শে জুলাই, ২০০৮ বিকাল ৫:৫৯
মিলটন বলেছেন: না সেরকম কিছু না। আপনার মোবাইলে ফোন দেন,কথা হবে।
আপনাকে ধন্যবাদ।
১২| ২৪ শে জুলাই, ২০০৮ দুপুর ২:০০
আ-আল মামুন বলেছেন: মিল্টন ভাইকে ধন্যবাদ জানাই। ইউটিউবে দেয়ার কষ্টটা করার জন্য। আজ ১২.৩০ এ চ্যানেল আই 'তারকা-কথা' অনুষ্ঠানে আবার সম্প্রচার হবে এটি। আর আজ-কালের মধ্যে এন টিভিতে সম্প্রচার শুরু করবে।
শাশ্বত ভালো নেই...মন খুব খারাপ...ব্লগের কিছু পোস্ট দেখে। যাহোক ব্লগার বন্ধুদের জানাচ্ছি, ব্লগার বন্ধুদের উদ্যোগে সংগ্রহীত টাকা..যা শাশ্বতর বাবার নামে চেক লিখে দেয়া হয়েছে, যোগ করলে গতকাল পর্যন্ত হিসাব দাঁড়ায় ৯ লাখের উপরে...সব টাকা এখনো একাউন্টে জমা হয়নি...আজো বেশকিছু টাকা একাউন্টে জমা পড়বে...বস্তুত এখন প্রতিদিনই জমা হবে টাকা।
আগামী ৩০ তারিখ ঢাকায় শিল্পকলা একাডেমিতে সেলিম আল দীনের যৈবতী কন্যার মন মঞ্চস্থ হবে- যা শাশ্বতকে উৎসর্গ করা হচ্ছে। এই শো-এর সব টাকা 'শাশ্বত চিকিৎসা সহায়তা' ফান্ড যাবে। ৩০ তারিখে ঢাকায় একটা সংবাদ-সম্মেলন করার সিদ্ধান্ত নিয়েছি আমরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজ থেকে অর্থ-সংগ্রহ অভিযান শুরু হচ্ছে। আরো কিছু পরিকল্পনা আছে। ফান্ড ২০ লাখে পৌঁছালে আমরা তাকে ভেলোরে পাঠিয়ে দেব, যতো দ্রুত পারা যায়।
এখনই ক্লাসে ঢুকতে হবে আমাকে, তাই এখনকার মতো বিদায়। ব্লাগার বন্ধুদের জন্য শুভেচ্ছা রইল, আর রইল সব ভুলে আবারো শাশ্বতর জন্য মাঠে নামার আমন্ত্রণ।
২৪ শে জুলাই, ২০০৮ দুপুর ২:২২
মিলটন বলেছেন: ধন্যবাদ মামুন ভাই,
শাশ্বতর ব্যাপারে আপডেট দেবার জন্য।
১৩| ২৪ শে জুলাই, ২০০৮ সকাল ১১:০৩
যীশূ বলেছেন: ধন্যবাদ শেয়ার করার জন্য।
©somewhere in net ltd.
১|
২৩ শে জুলাই, ২০০৮ বিকাল ৪:০২
ইউনুস খান বলেছেন: ধন্যবাদ শেয়ার করার জন্য।