নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমড়া কাঠের ঢেকিঘর

বাংলাদেশ ব্লগারস এসোসিয়েশন সদস্য নং: ১০ । facebook.com/milton3d

মিলটন

আনুমানিক ৩৫ বছর ধরে বহন করে চলছি এই রক্ত মাংসের ক্ষয়িষ্ণু দেহটাকে। পিছনে তাকিয়ে দেখি কোন পাথেয় সংগ্রহ হয়নি। তাই ভয় হয়। খুব ভালোবাসি মা আর সন্তানকে আর তার সমান্তরালেই আছে আমার দেশ, বাংলাদেশ। সালাম মা তোমাকে, সালাম বাংলাদেশ তোমাকে। ধন্য করেছ তোমরা আমাকে জন্ম দিয়ে। ঘৃণা করি তাদের, যারা বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করে আর সর্বদা অন্যের কুৎসা রটনা করে।

মিলটন › বিস্তারিত পোস্টঃ

আজ সেই ২০শে জানুয়ারী, ব্লগে, আমার সাত বছর

২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২১





চোখের পলকে পার হয়ে গেলো সাতটি বছর। সেই ২০০৬ সালের ২০শে জানুয়ারী আমার ব্লগটি খোলা হয়েছিল। যতদুর মনে পড়ে কোন একটা বাংলা পত্রিকায় সামহোয়ারইনব্লগের উপরে একটা ফিচার দেখে এখানে আসা।



এরপর, এরপর, এরপর, এরপর, এরপর, এরপর, এরপর। ................. তারপর আজকের আবার সেই ২০শে জানুয়ারী। সত্যকথা হলো, আমি কখনই কাউকে কিছু দিতে পারিনি। তবে আমি অনেক অনেক কিছু পেয়েছি এই ব্লগ থেকে। দুঃখের সৃত্মিও কম না। তবে সেসব মনে করতে চাইনা।



আমি আছি এই ব্লগের সাথে মিশে একাকার হয়ে। কথা দিয়েছিলাম থাকবো ততদিন যতদিন পর্যন্ত এখান থেকে কিছু পাওয়া যায়। এখন আর তেমন লেখা হয়না তবে আমি হারিয়ে যাইনি, পাশেই আছি, হ্যাঁ পাশেই আছি।



খারাপ লাগে তখন, যখন দেখি কমিউনিটি ব্লগের মূল উদ্দেশ্য থেকে আমরা কখনও কখনও সরে যাচ্ছি। আরো খারাপ লাগে তখন, যখন দেখি আমার প্রোফাইল পিকচারের কাছাকাছি পুরোনো বন্ধুগুলো একে একে হারিয়ে যাচ্ছে। সত্যিই আমি তাদেরকে খুবই অনুভব করি। সত্য আরেকটি কথা হলো, এই ব্লগে আসার পর থেকে আমার বয়স আর বাড়ে না। যেখানে ছিল সেখানেই আছে।



আবারও কথা দিলাম .................



.......... আমি আছি........... আমি আছি ............

মন্তব্য ৮৫ টি রেটিং +৪/-০

মন্তব্য (৮৫) মন্তব্য লিখুন

১| ২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৩

বিডি আইডল বলেছেন: বাপরে....৭বছর ধইরা ব্লগিংই করেন....আর আমরা সেইদিনের চুনাপুটি...

ব্যাপক শুভেচ্ছা মিলটনদা

২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৮

মিলটন বলেছেন: কেন ভাই চুনাপুটি হবেন কেন? :)

২| ২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৪

রাশান শাহরিয়ান নিপুন বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা মিলটন ভাই। :) পার্টি দিবেন না??

২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৭

মিলটন বলেছেন: আপনার শুভেচ্ছা গ্রহন করলাম। পার্টি?

৩| ২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
অনেক অনেক শুভেচ্ছা মিলটন ভাই।
++++++++++++++++++

২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৫

মিলটন বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।

৪| ২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩০

লিন্‌কিন পার্ক বলেছেন:

সাত বছর !!!!!


শুভেচ্ছা :))

২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৬

মিলটন বলেছেন: ধন্যবাদ।

৫| ২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৯

আমিনুর রহমান বলেছেন: অনেক অনেক শুভ কামনা রইল মিলটন ভাই।

২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৪

মিলটন বলেছেন: আমিনুর আপনাকে অনেক ধন্যবাদ। কেমন আছেন?

৬| ২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৬

অসামাজিক ০০৭০০৭ বলেছেন: অনেক অনেক অভিনন্দন আর শুভ কামনা রইলো ভাইয়া :)

২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৯

মিলটন বলেছেন: ধন্যবাদ ভাইয়া

৭| ২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৩

মোমের মানুষ বলেছেন: ৭ম বৎসরের শুভেচ্ছা

২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৯

মিলটন বলেছেন: মোমের মানুষের শুভেচ্ছা গ্রহন করলাম :)

৮| ২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৩

অণুজীব বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা মিলটন ভাই। :)

২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৪

মিলটন বলেছেন: ধন্যবাদ অণুজীব আপনাকে।

৯| ২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১২

বিডি আমিনুর বলেছেন: শুভেচ্ছা !:#P !:#P !:#P !:#P !:#P !:#P

২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৭

মিলটন বলেছেন: :)

১০| ২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৩

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: ওরে বাপ্রে সাত বছর!!!!!!!!!!
বর্ষ পূর্তির শুভেচ্ছা। অনেক অনেক ভালো কাটুক আপনার আগামী দিনগুলি। ভালো থাকবেন।

২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৯

মিলটন বলেছেন: আপনার এ দোয়া যেন কবুল হয়।

১১| ২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৩

আমি তুমি আমরা বলেছেন: সাত বছর পূর্তির অভিনন্দন :)

২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫২

মিলটন বলেছেন: অনেক ধন্যবাদ আমি তুমি আমরা

১২| ২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫২

নেংটি ইদুর বলেছেন: সাত বছর !!
সাত বছ আগে তো মনে হয় আমার জন্মও হয়নাই !!
নাকি হইছিল 8-| ঠিক মনে নাই B:-/
অভনন্দন ব্লগিং জীবনের সাতটি বছর পার করে দেয়ার জন্যে !:#P
শুভকামনা রইল :)

২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৪

মিলটন বলেছেন: আসলেই দেখতে দেখতে সাতটি বছর পার হয়ে গেলো।

১৩| ২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০২

অচিন.... বলেছেন: 7 bochor!!!
Congratulation...

২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:১২

মিলটন বলেছেন: ধন্যবাদ

১৪| ২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১১

বিবেকের দংশনে জাস্টিন বিবার এবং সাঁইবাবার গ্যাংনাম আচার বলেছেন: :)

২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৬

মিলটন বলেছেন: :)

১৫| ২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫১

ঘুড্ডির পাইলট বলেছেন: আমার ১ বছরও হয় নাই । B-)

২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৯

মিলটন বলেছেন: হবে হয়ে যাবে।

১৬| ২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫২

ঘুড্ডির পাইলট বলেছেন: অভিনন্দন জানাই ৭ বছর পুর্তিতে । :D

২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৪

মিলটন বলেছেন: অভিনন্দিত হলাম।

১৭| ২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৯

শের শায়রী বলেছেন: কনগ্রাটস ব্রো

২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩০

মিলটন বলেছেন: থ্যাংক্স ব্রো

১৮| ২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫২

জানা বলেছেন:


অনেক অনেক শুভেচ্ছা মিলটন !:#P । সাত বছর কম সময় না। এর মধ্যে কত কী ঘটে গেল, ঘটে যায়.....। কিন্তু আজ সাত বছর পরেও কোন এক অলৌকিক B-) শক্তির বলে আপনার বয়সটা একই জায়গায় রয়ে গেল ;)

মঙ্গলময় হোক আপনার প্রতি মুহূর্ত।

১৯| ২০ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০০

জানা বলেছেন:

ভাগ্যিস আমি প্রোপিকে নিজের বয়স লিখিনি :D । সত্যিকারেরটাতো প্রশ্নই আসেনা B-), 'আনুমানিক'ও লিখিনি :P। নিজের বুদ্ধিমত্বায় আমি নিজেই একেবারে বিগলিত =p~ =p~ =p~ =p~ =p~ =p~

২০| ২০ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৭

জানা বলেছেন:


বলছিলাম যে, এই বয়োবৃদ্ধি উপলক্ষে কী আমাদের মত অল্পবয়সী :!> ব্লগার ভাই-বোনদের জন্য বিশেষ কোন কর্মসুচী/অনুষ্ঠানের ব্যবস্থা নিয়েছেন নিশ্চয়ই। তো কবে কোথায় প্যান্ডেল হচ্ছে, মেনুতে কী কী থাকছে এ বিষয়ে একটু আগেভাগে জানতে পারলে সুবিধা হতো। শহরে ট্র‌্যাফিকের যা অবস্থা.... :) :D B-) :-B =p~

২১| ২০ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১১

জানা বলেছেন:

আর বলে রাখি, উপহার হিসেবে আমিই সবার আগে এই গোটা চারেক অত্যন্ত মূল্যবান মন্তব্য দিয়ে রাখলাম। আপনিতো আবার বস্তুগত উপহার পছন্দ করেনা পাশাপাশি মূল্যবান উপহারই পেতে অভ্যস্ত :P

২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০১

মিলটন বলেছেন: হ্যা ব্লগের বয়স বাড়লেও আমার বয়স বাড়ছে না। আমি সেখানেই আছি যেখানে শুরু করেছিলাম।

একবার সাহস করে আপনার প্রোফাইলে আপনার আসল বয়সটা দিয়ে দিন। সত্যিই বলছি আমরা কেউ মাইন্ড করবো না।

কে বলেছে আমি বস্তুগত উপহার পছন্দ করি না? না না এটা ভুল ধারনা। আমি উপহার নিচ্ছি আপনারটাও নিবো। সেটা নিয়ে আপনি টেনশিত হবেন না।

ধন্যবাদ। ভালো থাকবেন।

২২| ২০ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯

অদ্বিতীয়া আমি বলেছেন: অভিনন্দন :) :)

জানা আপুর মন্তব্য পড়ে হাসছি , বিশেষ কোন কর্মসুচী/অনুষ্ঠানের ব্যবস্থা থাকলে জানায়েন :P

২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৫

মিলটন বলেছেন: জানাপা কর্মসূচী নিচ্ছেন উনি সময়মত সবাইকে জানাবেন।

২৩| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৩

দি সুফি বলেছেন: আমি ৭টা মোম বাত্তি নিয়া আসব, আপনি আমার জন্য ৭ কেজি মিষ্টি রেডি করেন B-)) B-))

অনেক অনেক শুভেচ্ছা রইল আপনার জন্য।

২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১৩

মিলটন বলেছেন: মোমবাতি যখন আপনি নিয়ে আসবেন তো মিষ্টিটাও নিয়ে আসেন। আপনার দেয়া শুভেচ্ছা গ্রহন করলাম। ধন্যবাদ।

২৪| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:০২

একজন ঘূণপোকা বলেছেন: শুভেচ্ছা

২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১৩

মিলটন বলেছেন: ধন্যবাদ

২৫| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:২২

রীতিমত লিয়া বলেছেন: আপনাকে অভিনন্দন এবং অনেক অনেক শুভকামনা

২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১৪

মিলটন বলেছেন: আপনার দেয়া অভিনন্দনে অভিনন্দিত হলাম।

২৬| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৯

ঘাসফুল বলেছেন: এই উপলক্ষে- প্রোপিকে লেখা বয়স টা ৩৫ থেকে ৪২-এ উন্নীত করার তীব্র দাবী জানাচ্ছি...

২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৯

মিলটন বলেছেন: না বয়স কিভাবে চেইঞ্জ করি? আমার বয়স তো বাড়িনি।

২৭| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩০

ঘাসফুল বলেছেন: ও- অভিনন্দন পার্ক দিতে ভু্লেই গেছি :)

২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩০

মিলটন বলেছেন: ধন্যবাদ।

২৮| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২১

বিবর্তনবাদী বলেছেন: সাত বছরে কত ঘটনা ঘটে গেল। অনেক শুভ কামনা।

২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩০

মিলটন বলেছেন: আসলে কত ঘটনাই ঘটে গেলো। ভালো আছেন?

২৯| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৯

আবু সালেহ বলেছেন: মিলটন ভাই ......আমিও আছি................... :P :P :P :P :P :P :P

২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩০

মিলটন বলেছেন: হ্যা আপনি আর আমি তো পাশাপাশি

৩০| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৪

সকাল রয় বলেছেন:
অভিনন্দন

২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩০

মিলটন বলেছেন: ধন্যবাদ।

৩১| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪২

ভোরের রোদ বলেছেন: অভিনন্দন

২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৩

মিলটন বলেছেন: ধন্যবাদ।

৩২| ২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২০

নীল-দর্পণ বলেছেন: মোবারকবাদ !:#P !:#P

২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৪

মিলটন বলেছেন: আপনাকেও মোবারক বাদ

৩৩| ২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৮

রাফা বলেছেন: সপ্তম বর্ষপুর্তির শুভেচ্ছা গ্রহণ করুন।

আপনাকেই দেখলাম নিয়মিত হাজিরা দিতে এই সামুর ইতিহাসে।

ধন্যবাদ

২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৬

মিলটন বলেছেন: আপনার দেয়া শুভেচ্ছা নিলাম।

হ্যা আমি আছি। দেখা যাক কত দিন থাকা যায়।

ধন্যবাদ।

৩৪| ২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৩

s r jony বলেছেন: আমিনুর রহমান বলেছেন: অনেক অনেক শুভ কামনা রইল মিলটন ভাই।

২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৬

মিলটন বলেছেন: আপনার জন্যও শুভকামনা।

৩৫| ২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩০

নাঈম আহমেদ বলেছেন: অনেক শুভেচ্ছা

২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৬

মিলটন বলেছেন: ধন্যবাদ।

৩৬| ২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৮

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ও মাই গড। কংগ্র্যাচুলেশান।

২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৮

মিলটন বলেছেন: ধন্যবাদ।

৩৭| ২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫১

শরৎ চৌধুরী বলেছেন: ৭ম বছরে পদার্পনের শুভেচ্ছা। তবে মিল্টন ভাই একটা কথা বলতেই হচ্ছে আপনার অনুমান শক্তি অসাধারণ।

২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩২

মিলটন বলেছেন: ধন্যবাদ শরৎ।

কোন অনুমানের কথা বলছেন, সেটা তো অনুমান করতে পারছি না।

৩৮| ২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২১

ইউসুফ আলী রিংকূ বলেছেন: s r jony বলেছেন: আমিনুর রহমান বলেছেন: অনেক অনেক শুভ কামনা রইল মিলটন ভাই।

আপনার কথা অনেক শুনেছি জাফর ভাইয়ের কাছে ।

রাজশাহীতে আপনার অপেক্ষায় আছি ।

২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৭

মিলটন বলেছেন: রাজশাহী গেলে অবশ্যই দেখা করবো।

তবে আমার কোন গুণ নেই যেটা অন্য মানুষ বলবে। হয়ত জাফর আমাকে খুব পছন্দ করে তাই বলেছে।

৩৯| ২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৬

জাহিদ হাসান বলেছেন: সাতবছর ! !:#P

বুড়ো ব্লগার :P

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৯

মিলটন বলেছেন: বুড়ো ব্লগার? না না আমার বয়স তো আর বাড়ছে না। :)

৪০| ২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৪

নস্টালজিক বলেছেন: অনেক, অনেক শুভেচ্ছা!

সাত বছর পর এ রকম আর একটা পোস্ট দিন!






অভিনন্দন!

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৯

মিলটন বলেছেন: যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন তবে দিবো

৪১| ২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪১

নিবেদীতা বলেছেন: নিজের ব্লগঘরে লেখা হয়না অনেক দিন, লগইন না করেই পছন্দের ব্লগারদের লেখা পড়ে যাই।

৭বছর.......
অ-নে-ক অনেক অভিন্দন আর শুভ কামনা আপনাকে।

মিলটন ভাই পার্টিটা ঠিক কখন কোথায় জানালেন নাতো এখনো, জানা আপুও কিছু বলছেনা :| ফাঁকিতে পরে গেলামনাতো? :(

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:১০

মিলটন বলেছেন: হ্যা পার্টির সবকিছু জানাপা ঠিক করবেন উনিই সময় মত সবাইকে জানিয়ে দিবেন কোথায় কখন কিভাবে যেতে হবে। :)

৪২| ২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৮

প্রত্যাবর্তন@ বলেছেন: আপনার এই পথ চলা যেন শেষ না হয়

৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৭

মিলটন বলেছেন: ধন্যবাদ।

৪৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:২৭

আশিক মাসুম বলেছেন: খাইছে আমারে করছেনডা কি ভাই??? ৭ বছর তো মানুষ বাচেওনা :P

৪৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:২৭

আশিক মাসুম বলেছেন: খাইছে আমারে করছেনডা কি ভাই??? ৭ বছর তো মানুষ বাচেওনা :P

৪৫| ০২ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪০

ফারজানা শিরিন বলেছেন: আবারও কথা দিলাম .................

.......... আমি আছি........... আমি আছি ............ কথাটা বিশ্বাস করলাম । :)

৪৬| ১০ ই মার্চ, ২০১৩ সকাল ১১:২১

হাসি .. বলেছেন: ৭ বছর?? :||

:)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.