নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমড়া কাঠের ঢেকিঘর

বাংলাদেশ ব্লগারস এসোসিয়েশন সদস্য নং: ১০ । facebook.com/milton3d

মিলটন

আনুমানিক ৩৫ বছর ধরে বহন করে চলছি এই রক্ত মাংসের ক্ষয়িষ্ণু দেহটাকে। পিছনে তাকিয়ে দেখি কোন পাথেয় সংগ্রহ হয়নি। তাই ভয় হয়। খুব ভালোবাসি মা আর সন্তানকে আর তার সমান্তরালেই আছে আমার দেশ, বাংলাদেশ। সালাম মা তোমাকে, সালাম বাংলাদেশ তোমাকে। ধন্য করেছ তোমরা আমাকে জন্ম দিয়ে। ঘৃণা করি তাদের, যারা বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করে আর সর্বদা অন্যের কুৎসা রটনা করে।

মিলটন › বিস্তারিত পোস্টঃ

বড়ই হতভাগা আমার বাবা’টি

১৬ ই জুন, ২০১৩ দুপুর ১২:২৩

বড়ই হতাভাগা আমার বাবাটি।



আমার এবং আমার বোনের বিয়েতে, আমাদের সন্তানের জন্মের মূহুর্তে, ঈদ-পরবে বা বিশেষ কোন পারিবারিক আনন্দ ভাগাভাগির মূহুর্তে আমাদের কাছে উপস্থিত থাকতে পারেনি। কারণ তিনি বিদেশে থাকতেন চাকুরীর জন্য। সবকিছুই শেয়ার করতে হতো টেলিফোনে বা ভিডিও চ্যাটিং করে। আমাদের পরিবারের সর্বশেষ আনন্দের উপাদান আমার ছোট ছেলে। তার জন্ম, তার বেড়ে উঠা, তার হাঁটা চলা, কথা বলা ইত্যাদি। স্কাইপেতে শুধু দেখেই গেছেন সব কিছু আমার বাবা। কিন্তু হাত দিয়ে ছুঁয়ে দেখতে পারেননি।



ঠিক যে মূহুর্তে তার আদরের নাতিকে হাত দিয়ে স্পর্শ করতে যাবেন তার ঠিক কয়েক ঘন্টা আগেই আামাদের সবাইকে ছেড়ে চলে গেলেন। থেকে গেলেন বাংলাদেশ থেকে হাজার হাজার কিলোমিটার দুরে।



সত্যিই, আমার বাবাটা বড়ই হতভাগা।



হতভাগা যদি নাই হবেন, তবে যে মানুষটির সব লাগেজ নিয়ে বিমান উড়াল দিলো বাংলাদেশের পথে আর ছোট একটা কাগজের ভুলের জন্য মানুষটি পরের দিনের ফ্লাইট ধরবেন বলে বাসায় ফিরে গেলেন। কিন্তু গেলেন ঠিকই কিন্তু আর ফ্লাইট ধরতে আসলেন না।



কেন?



আমি কি বলে নিজেকে বোধ দিবো? কি বলে? কোন উত্তর নাই।



........................



আমার বাবাকে নিয়ে লেখা আরেকটি পোষ্টের লিংক দিলাম আরজু পনি আপা বলার জন্য।



Click This Link

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুন, ২০১৩ দুপুর ১২:৩৬

~মাইনাচ~ বলেছেন: :(

২| ১৬ ই জুন, ২০১৩ দুপুর ১২:৪৯

আমিনুর রহমান বলেছেন:


একজন বাবার সন্তান থেকে দূরে থাকাটা কতখানি কষ্টের তা বাবারাই জানে।


আংকেল জন্য দোয়া রইল। আল্লাহ্‌ যেন উনাকে বেহেশত নসীব করুন।

১৬ ই জুন, ২০১৩ দুপুর ১:০৭

মিলটন বলেছেন: আপনার দোয়া আল্লাহ কবুল করুক।

৩| ১৬ ই জুন, ২০১৩ দুপুর ১:৪৪

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: :( :( :( :(

৪| ১৬ ই জুন, ২০১৩ রাত ১১:৩৬

আরজু পনি বলেছেন:

বাবার জন্যে দোয়া রইল। সৃষ্টিকর্তার কাছে উনার আত্নার শঅন্তি কামনা করছি :(

বাবাকে নিয়ে লেখা ওই পোস্টটার লিংকটা মূল লেখার নিচে দিয়ে দিন সম্ভব হলে...নতুনরা পড়ুক :(

১৭ ই জুন, ২০১৩ সকাল ১০:৫৪

মিলটন বলেছেন: Click This Link

৫| ১৭ ই জুন, ২০১৩ বিকাল ৫:৩২

সাদাত হোসাইন বলেছেন: মনটাই খারাপ হয়ে গেল

:(

১৭ ই জুন, ২০১৩ রাত ৮:১১

মিলটন বলেছেন: ভীষণ কষ্ট

৬| ১১ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:০৮

তানজিয়া মোবারক মণীষা বলেছেন: মন খারাপ হয়ে গেলো। আল্লাহ উনাকে বেহেস্ত নসিব করুন, আমীন। :(

২১ শে জুলাই, ২০১৩ সকাল ৯:৩৮

মিলটন বলেছেন: আপনাদের কাছ থেকে দোয়া চাই।

৭| ১৭ ই জুলাই, ২০১৩ রাত ৮:৫৪

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: মন্তব্যে কি লিখে সান্তনা দিব বুঝতে পারছিনা :(

২১ শে জুলাই, ২০১৩ সকাল ৯:৩৯

মিলটন বলেছেন: আপনাদের কাছ থেকে দোয়া চাই।

৮| ২১ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৩৬

প্রত্যাবর্তন@ বলেছেন: মন খারাপ হয়ে গেল

৯| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:২৫

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: একজন বাবার সন্তান থেকে দূরে থাকাটা কতখানি কষ্টের তা বাবারাই জানে।


আংকেল জন্য দোয়া রইল। আল্লাহ্‌ যেন উনাকে বেহেশত নসীব করুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.