নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমড়া কাঠের ঢেকিঘর

বাংলাদেশ ব্লগারস এসোসিয়েশন সদস্য নং: ১০ । facebook.com/milton3d

মিলটন

আনুমানিক ৩৫ বছর ধরে বহন করে চলছি এই রক্ত মাংসের ক্ষয়িষ্ণু দেহটাকে। পিছনে তাকিয়ে দেখি কোন পাথেয় সংগ্রহ হয়নি। তাই ভয় হয়। খুব ভালোবাসি মা আর সন্তানকে আর তার সমান্তরালেই আছে আমার দেশ, বাংলাদেশ। সালাম মা তোমাকে, সালাম বাংলাদেশ তোমাকে। ধন্য করেছ তোমরা আমাকে জন্ম দিয়ে। ঘৃণা করি তাদের, যারা বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করে আর সর্বদা অন্যের কুৎসা রটনা করে।

মিলটন › বিস্তারিত পোস্টঃ

কেমন আছি এই আমি?

০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ৯:৩৫

বাবা বললেন, যাও, দেখোতো আমার ছাতার একটা বাচ্চা হয়েছে নাকি? আমি দৌড়ে গিয়ে বড় ছাতাটার মধ্যে উঁকি দিয়ে দেখলাম, হ্যাঁ সত্যিই তো বাবার ছাতার ভিতরে আরেকটা ফোল্ডিং চাইনিজ ছাতা। সম্ভবতঃ তখন ক্লাশ থ্রি’তে পড়ি। নতুন ছাতা পেয়ে সে যে কি আনন্দ। আহা!!!



আজ ৪ঠা মার্চ। বাবা চলে যাওয়ার একটি বছর পূর্ণ হলো। কেমন আছি আমি? কি তার উত্তর? আমি জানি না। জানিনা, কারণ কাউকে আমার সে ব্যথা বোঝানোর মত ভাষা নাই।



বাবা দেশের বাহিরে থাকতেন। তো, একবার ছুটিতে দেশে ফেরার সময় আমাকে জিজ্ঞাসা করলেন, “কি আনবো তোমার জন্য?” আমি বলেছিলাম- ছাতা। সেবার আসার সময় আমার জন্য অনেকগুলো ছাতা নিয়ে এসেছিলেন। তার মধ্যে দুটি আমার কলিগদের দিয়েছি আর দুটি নিজের জন্য রেখেছি। সেটারই একটা বের করলাম কয়েকদিন আগে। আরেকটা এখনও আলমারির ভিতরে।



উপরের দুটি ঘটনাই আমার এবং আমার বাবার লাইফের কমন অংশটুকুর একেবারে প্রথম দিকের এবং আরেকটি শেষের দিকের ঘটনা। একটি আমার জন্মের কয়েক বছর পরে আরেকটি বাবার চলে যাবার কয়েকবছর আগের। আর দুটো ঘটনাই ছাতাকে নিয়েই। কি অদ্ভুত মিল! তাইনা?



আজ সবই আছে, সৃত্মি আছে, তার দেয়া ছাতাও আছে। কিন্তু বাবা নেই।



আর কি লিখবো? কিচ্ছু লিখার নেই। ভালো লাগছে না। এইমুহুর্তে একটা লাইন খুব মনে পড়ছে। সম্ভবতঃ হুমায়ুন আহমেদ কোথাও লিখেছিলেন অথবা বলেছিলেন, “পৃথিবীতে হয়ত অনেক খারাপ লোক আছে, কিন্তু একটিও খারাপ বাবা নেই।” কথাটা হয়ত একলাইনের কিন্তু এই কথার ভাবার্থ জানতে হয়ত হাজার খন্ডের বইতেও হবে না।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ১০:১৮

মদন বলেছেন: বাবার অলওয়েজ সুপার হিরো...

রাব্বির হামহুমা কামা রাব্বা ইয়ানি সাগিরা..

০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ১০:৩৯

মিলটন বলেছেন: আসলেই

২| ০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ১০:১৯

মদন বলেছেন: বাবারা *

৩| ০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ১০:৪২

জানা বলেছেন:

আল্লাহ্‌ তাঁকে শান্তিতে রাখুন। বুঝতে পারি মিলটন, আজকের দিনটা আপনার জন্যে কতটা কষ্টের! এই কষ্টে কোন শান্তনা নেই। এই কষ্টের দিনে পরিবারকে বিশেষ করে মা'কে সময় দিন তাতে অন্তত কিছুটা হলেও কষ্ট কমবে সবারই।

আল্লাহ্‌ আপনাদের পরিবারের সবাইকে আরও সহনশীল করুন, শান্তি দিন।
মঙ্গল হোক।

০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ১১:১৪

মিলটন বলেছেন: আপনার দোয়া কবুল হোক।

৪| ৩১ শে মার্চ, ২০১৪ দুপুর ২:১২

যুবায়ের বলেছেন: রাব্বির হামহুমা কামা রাব্বা ইয়ানি সাগিরা

৫| ০১ লা মার্চ, ২০১৫ দুপুর ১:১৭

শায়মা বলেছেন: বাবা ভালো থাকুন।


অনেক অনেক শুভকামনা তোমার জন্যও ভাইয়া।

৬| ৩১ শে মার্চ, ২০১৫ সকাল ১১:২৮

এন এফ এস বলেছেন: ছাতার বাচ্চাটা নিয়ে একদিন একটা গল্প লিখে ফেলবো তাহলে :)

৭| ২২ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:১৮

অবনি মণি বলেছেন: মহান আল্লাহ তায়ালা আমাদের সব বাবাকেই ভালো রাখুক । আপনার বাবাকে জান্নাতুল ফেরদাউস দান করুক এই দুয়া আল্লাহর কাছে সবসময় ।

৮| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৪

বনমহুয়া বলেছেন:


বাবা ছাতার মতই আগলে রাখেন তারা। বাবা থাকা আর না থাকার মাঝে এ বিশাল ব্যবধান কি দিয়ে বুঝানো যায় ? ভাষা নেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.