![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Never seek to tell thy love, Love that never told can be; For the gentle wind does move Silently, invisibly.
পরিত্যক্ত বন্দর ছেড়ে তাম্র লিপিতে থামলে কিছুকাল
এখন কোন ঘাটে চলেছো আবার বন্ধু
কেবল মাটি ছেড়ে যাও, রেখে যাও পদছাপ
তুমি কি আর কোন দিন পালকের ছায়া ফেলবে
স্মরণ করবে টাওয়ার ব্রীজ আর কবিতার ঘোর
তোমার আঙুলের ছাপ ছুঁয়ে আজ পানীয় দেখেছি
কোথায় যাও কবি এই মগ্নতা ছেড়ে ?
কটন-গ্রাসগুলো নেতিয়ে পড়ছে দেখো
বিলাতি জলের সাথে বাঙালী মীড় এক হয়ে
দ্বি-খন্ডিত করে দেখে নিচ্ছে তোমার বিমর্ষ মুখ
তুমি যাবে কবি?
যাও তবে,নিয়ে যাও তোমার পরিত্যক্ত বন্দর
পাখিজীবনে কোথাও থিতু হওয়া যায় না
বিশ্ব ভূখন্ড কখনো দিতে পারে না কবিতার আবাস।
©somewhere in net ltd.
১|
১১ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:০২
কলমের কালি শেষ বলেছেন: সুন্দর কবিতা ।