নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

আমার ব্লগে আপনাকে স্বাগতম

একাকী স্বপ্নচারী

আমি বিন্দু বিন্দু বৃষ্টিজলকে ভালবাসি, সমুদ্রকে নয়..... আমি আকাশের নিলিমাকে ভালবাসি, রংধনুকে নয়..... মায়াময় চাঁদকে ভালবাসি, সূর্যকে নয়..... আমি মলিন মুখের হাঁসি ভালবাসি, রসিককে নয়..... নির্জনে আমি কাঁদতে ভালবাসি, নির্জনতাকে নয়..... দুঃখের আগুনে পুড়তে ভালবাসি, অন্যকে পোড়াতে নয়..... আমি অন্তরের গহীনকে ভালবাসি, বাহ্যিকতাকে নয়..... সত্যি বলতে কি?................. আমি শুধু তোমাকেই ভালবাসি, অন্য কাউকে নয়.............!!

একাকী স্বপ্নচারী › বিস্তারিত পোস্টঃ

ঘোড়া কেন দাঁড়িয়ে ঘুমায়?

১৯ শে এপ্রিল, ২০১৫ সকাল ৮:১৬

ঘোড়া দাঁড়িয়ে ঘুমায়- এ তথ্য আমাদের প্রায় সবারই হয়তো জানা। কিন্তু অন্য সব প্রাণী যেখান বসে বা শুয়ে ঘুমায়, ঘোড়া কেন বা কীভাবে দাঁড়িয়ে ঘুমায়- সেকথা কি কখনো জানতে ইচ্ছে হয়েছে?

ঘোড়া মূলত আত্মরক্ষার জন্য দাঁড়িয়ে ঘুমায়। কথাটা শুনে অবাক হচ্ছো? অবাক হওয়ার কিছু নেই।

ঘোড়ার শরীর খুব ভারী। পিঠ একদম সোজা। তাই একবার বসলে অন্য প্রাণীর তুলনায় তাদের উঠতে অনেকটা বেশি সময় লাগে। তাই বসা অবস্থায় যদি হঠাৎ কেউ এসে আক্রমণ করে, তাহলে দাঁড়াতেই অনেকটা সময় লেগে যায় ওদের, দৌড়াতেও অনেক দেরি হয়ে যায়। ততক্ষণে আক্রমণকারী ঘোড়াটাকে আক্রমণ করে বসতে পারে। সেজন্যই ঘোড়ারা দাঁড়িয়ে ঘুমায়।

পায়ের বিশেষ ক্ষমতা থাকায় ঘুমানোর সময় হাঁটু শক্ত করে দাঁড়িয়ে থাকতে পারে ঘোড়া, যে কারণে ঘুমন্ত অবস্থায় তারা পড়ে যায় না।

ঘোড়া কিন্তু কোনো রকম ক্লান্তি ছাড়াই অনেক লম্বা সময় দাঁড়িয়ে কাটিয়ে দিতে পারে। তাই অনায়াসেই দাঁড়ানো অবস্থায় ঘুমিয়ে পড়তে পারে তারা।

তবে ঘোড়া অধিকাংশ সময় দাঁড়িয়ে ঘুমায় মানে কিন্তু এই না যে তারা বসে ঘুমাতে পারে না বা ঘুমায় না। মাঝেমধ্যে পায়ের বিশ্রামের জন্য বসে বসেও ঘুমায়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.