নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিসমিল্লাহির রাহমানির রাহিম

এই দুনিয়ায় আসলে সবাই দেখতে সুন্দর।পার্থক্য একটাই,কেউ কেউ দেখতে সবসময়ই সুন্দর।আর কেউ কেউ দেখতে মাঝে মাঝে সুন্দর

িনহাজ রিমন

দুঃখ আমার খাঁচার পাখি, পাখা মেলে তবু উড়ে না... আমার ব্যাথা আমি ছাড়া, আর কেউ কভু বুঝে না...

িনহাজ রিমন › বিস্তারিত পোস্টঃ

পৃথিবীর সুন্দর,অসুন্দর এবং আইকনিক ভবনগুলো দেখে নিন এক নজরে(ছবি ব্লগ)

১২ ই অক্টোবর, ২০১২ বিকাল ৫:৫২

পৃথিবীর সুন্দর ১০ টি ভবন-



১.Tanicici Dum(Prague,Czech Republic)



২.30 St.Mary Axe(London,England)



৩.Melbourne Recital Centre(Melbourne,Australia)



৪.Esplanade(Singapore)



৫.Oslo Opera House(Oslo,Norway)



৬.The Ray and Maria Center(MIT Cambridge,USA)



৭.The Seattle Central Library(USA)



৮.The Hearst Tower(New York,USA)



৯.The City of Art and Sciences(Spain)



১০.The New Museum of Contemporary(USA)







পৃথিবীর অসুন্দর ৯টি ভবন-



১.Moris A.Mechanic Theatre(Maryland,USA)



২.Zizkov TV Tower(Prague,Czech Republic)



৩.Parliament Building(Wellington,New Zealand)



৪.Centre Pomipidou(Paris,France)



৫.Federation Square(Melbourne,Australia)



৬.Petrobras Headquaters(Rio de Janeiro,Brazil)



৭.Markel Building(Richmond,Virginia)



৮.Royal Ontario Museum(Toronto,Canada)



৯.National Library(Pristina,Kosovo)





পৃথিবীর আইকনিক ৫টি ভবন-



১.Empire State Building(New York,USA)



২.China Central Television Headquarters(Beijing,China)



৩.Commerzbank Headquarters(Frankfurt,Germany)



৪.Elephant Tower(Bangkok,Thailand)



৫.Bitexo Financial Tower(Ho Chi Minh City,Vietnam)





[source-CNNGo]



আমার কাছে আরও অনেকগুলো আইকনিক ভবনের নাম ছিল।

বেশি ছবি আপলোড হচ্ছে না :( :( :(

এই ভবনগুলো ছাড়াও আপনাদের যদি আরও কিছু ভবনের সম্পর্কে জানা থাকে তাহলে শেয়ার করুন।

সবাই ভালো থাকবেন।

ধন্যবাদ।

মন্তব্য ৪৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ১২ ই অক্টোবর, ২০১২ বিকাল ৫:৫৯

মেংগো পিপোল বলেছেন:

আরো কিছু কিছু বাদ গেছে। সব গুলোই ভালো লাগলো তবে অসুন্দর বাড়ী গুলো কিন্তু আদতে একেবারে অসুন্দর না।

ধন্যবাদ পোষ্টের জন্য।

১২ ই অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৬:০৯

িনহাজ রিমন বলেছেন: আইকনিক ভবন আমার কাছে আরও ১৫ টি ছিল
যার মধ্যে আপনারটাও ছিল।
কিন্তু আর ছবি আপলোডের পারমিশান সামু আমাকে দেয় নাই।
তাই আপলোড করতে পারলাম না।
আমার কাছেও অসুন্দর ভবনগুলো অসুন্দর লাগে নাই।কেন যে এইগুলোকে অসুন্দর বলল ওরা!!!

২| ১২ ই অক্টোবর, ২০১২ বিকাল ৫:৫৯

শিশেন সাগর বলেছেন: ২ নাম্বার টারে সবাই এগ বিল্ডিং বলে ডাকে। অসুন্দর বিল্ডিং তো আমার কাছে অসুন্দর মনে হলো না,

১২ ই অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৬:১০

িনহাজ রিমন বলেছেন: আমার কাছে এইটাকে বুলেটের মত লাগে।
আমার কাছেও অসুন্দর ভবনগুলো অসুন্দর লাগে নাই।কেন যে এইগুলোকে অসুন্দর বলল ওরা!!!

৩| ১২ ই অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৬:০০

টুন্টু কুমার নাথ বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ.........................

১২ ই অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৬:১০

িনহাজ রিমন বলেছেন: আপনাকেও ধন্যবাদ দেখার জন্য।

৪| ১২ ই অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৬:১৪

অ্যানোনিমাস বলেছেন: খুব ভালো লাগলো ++++++++

১২ ই অক্টোবর, ২০১২ রাত ৮:০৩

িনহাজ রিমন বলেছেন: ধন্যবাদ ভালো লাগার জন্য

৫| ১২ ই অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৬:৩৬

দূর্যোধন বলেছেন: কি সব অভিনব ডিজাইনের বিল্ডিং!
অসুন্দর বললেও সেই ১০ তি বিল্ডিয়ের অভিনবত্ব অস্বীকার করা যায় না,বিশেষ করে পেট্রোব্রাস হেডকোয়ার্টার-ব্রাজিল।

সুন্দর সব স্থাপনা।

১২ ই অক্টোবর, ২০১২ রাত ৮:০৪

িনহাজ রিমন বলেছেন: ধন্যবাদ।
আরও কিছু ছিল।
কিন্তু সামু তো আপলোড করতে দিল না।
যারা ভবনগুলোকে অসুন্দর বলেছেন তারা হয়তো সুন্দর গুলোর তুলনায় অসুন্দর বলেছেন

৬| ১২ ই অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৬:৫৩

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: Centre Pomipidou(Paris,France) দেখে আমার মনেও প্রশ্ন জেগেছিল এত টাকা খরচ করে এটা কি বানালো, চারিদিকেই শিড়ি।




আইকনিক ভবন Commerzbank Headquarters(Frankfurt,Germany) এটাও তো দেখতে সুন্দর না। তবে অনেক বড়। এটা কিভাবে আিকনিক ভবন হলো??



সবার বুঝার সুবিধার্তে দুটি ছবি দিলাম।

১২ ই অক্টোবর, ২০১২ রাত ৮:০৭

িনহাজ রিমন বলেছেন: বড় হবার কারনেই হয়তো আইকনিক ভবন হিসেবে ঠাই পেয়েছে

৭| ১২ ই অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৭:১৫

মেঠোপথ বলেছেন: সুন্দর কালেকশন

১২ ই অক্টোবর, ২০১২ রাত ৮:০৯

িনহাজ রিমন বলেছেন: ধন্যবাদ।
আরও ছিল।
কিন্তু এর বেশি ছবি আপলোড করার পারমিশন সামু আমাকে দেয় নাই।
বাকি ছবিগুলো দিতে পারলে আরও বেশি খুশি হতাম।

৮| ১২ ই অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৭:৩৩

বায়স বলেছেন: Centre Pomipidou(Paris,France) কে অসুন্দর বিল্ডিং এর কাতারে এবং Swiss re headquarter কে সুন্দর বিল্ডিং এর কাতারে দেখে এখন খাবি খাচ্ছি B:-) B:-) B:-) B:-)
নর্ম্যান ফস্টারের কাজ দেখলেই এখন বিবমিষা হয় । কিছুতেই এর কাজ হজম করতে পারছি না । commerzbank কেই একটু জাত সম্পন্ন মনে হয় । কিন্তু পিয়ানোর Centre Pomipidou(Paris,France) এখন আধুনিক ফ্রান্সের শিল্প এবং স্থাপত্যের প্রতীক । এটাকে আমমি অসুন্দরের কাতারে ফেলতে পারি না । তবে প্রথম দেখায় ধাক্কা লাগে - খুঁটিয়ে আরেকবার দেখলে আপনিও তারিফ করবেন । আর Swiss re headquarterদেখে প্রথমদিন আমি এবং আমার তরুণ শিক্ষক লজ্জা পেয়েছিলাম :#> :#> :#>
এখন যতোবার ফস্টারের কাজ দেখি ততবার মেজাজ খিঁচড়ে যায় X(( X(( X(( X(( X((

১২ ই অক্টোবর, ২০১২ রাত ৮:১৩

িনহাজ রিমন বলেছেন: আমিও প্রথমে খাবি খেয়েছিলাম।
পরে ভাবলাম হয়তো সুন্দরের সাথে তুলনা করে ওই ভবনগুলোকে অসুন্দর তালিকায় রাখা হয়েছে।

৯| ১২ ই অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৭:৩৭

আরিফ আরাফাত রুশো বলেছেন: আরো কত গুলা পিক দেন দেখি

১২ ই অক্টোবর, ২০১২ রাত ৮:১৬

িনহাজ রিমন বলেছেন: এই পোস্টে পারব না।
দেখি এই পোষ্টটিকে প্রথম পর্ব করে ২য় পর্বে দিতে পারি কিনা!

১০| ১২ ই অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৭:৩৮

বায়স বলেছেন: @কায়রো >>> ভাই , আপনি একটু সুন্দর বিল্ডিং এর সংজ্ঞা অথবা example দিন । ref. পাচ্ছি না - মাথা ওপর দিয়ে যাচ্ছে :-B :-B :-B :-B

১১| ১২ ই অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৭:৫৩

সেলিব্রেটি ব্লগার বলেছেন: একটাও দেখছি সোজা না :|

১২ ই অক্টোবর, ২০১২ রাত ৮:১৯

িনহাজ রিমন বলেছেন: সবই তেরা বেঁকা

১২| ১২ ই অক্টোবর, ২০১২ রাত ৮:৪৫

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: @ বায়স,, আইকনিক বলতে যেটা বুঝায় সেটা আমার নিকট মনে হয় নি, তাই বলেছি সুন্দর না। :|

১৩| ১২ ই অক্টোবর, ২০১২ রাত ৯:৩৯

mohammad salim বলেছেন: সুন্দর অসুন্দর আপেক্ষিক

১২ ই অক্টোবর, ২০১২ রাত ১১:১০

িনহাজ রিমন বলেছেন: হুম

১৪| ১২ ই অক্টোবর, ২০১২ রাত ১০:০৩

বায়স বলেছেন: @কায়রো ভাই >> "আইকনিক ভবন Commerzbank Headquarters(Frankfurt,Germany) এটাও তো দেখতে সুন্দর না। তবে অনেক বড়। এটা কিভাবে আিকনিক ভবন হলো??"
আপনার কথাতেই এর আইকনিক হওয়ার রহস্য লুকিয়ে আছে । স্থাপত্য শৈলী এবং স্থাপত্য দর্শন বিবমিষা জাগালেও নরম্যান ফস্টার এখন highrise বিল্ডিং বানানোর জন্য top position এ আছে । আর তাই কমার্জ ব্যাঙ্ক আইকনিক, Swiss Re Headquarter সুন্দর /:) /:)

১৫| ১২ ই অক্টোবর, ২০১২ রাত ১০:৫২

আসুন মজা করি বলেছেন: [img|http://ciu.somewherein.net/ciu/image/44351/small/?token_id=d2cee1a2efb45d96f50788695045b336

এটা কোন কেটাগরির??

১২ ই অক্টোবর, ২০১২ রাত ১১:১৩

িনহাজ রিমন বলেছেন: এটা সকল কেটাগরির ওপরে।

১৬| ১২ ই অক্টোবর, ২০১২ রাত ১১:০১

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: সুন্দর! বাংলাদেশের সুন্দর ভবন কোন গুলো এই নিয়েও একটা পোস্ট আশা করছি।

১২ ই অক্টোবর, ২০১২ রাত ১১:১৯

িনহাজ রিমন বলেছেন: ঠিক আছে বস,মাথায় রাখলাম।

১৭| ১৩ ই অক্টোবর, ২০১২ রাত ১২:১৬

বোরহান বলেছেন: পৃথিবীর সবচেয়ে হেলান বিল্ডিং আরব আমিরাতের আবুধাবিতে অবস্থিত।

১৩ ই অক্টোবর, ২০১২ রাত ১২:৫৩

িনহাজ রিমন বলেছেন: এটা কি তৈরি হয়ে গেছে?

১৮| ১৩ ই অক্টোবর, ২০১২ রাত ২:৫৫

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: কয়েকটা ইউ এস এ তে :)

অনেক ভাল লাগল।

১৩ ই অক্টোবর, ২০১২ দুপুর ১:৫৭

িনহাজ রিমন বলেছেন: হুম।
ওরা না থাকলে কেমনে!!
এইসব বেপারে ওদের জুরি নেই।

১৯| ১৩ ই অক্টোবর, ২০১২ সকাল ৮:৪৬

রাকিব আলি বলেছেন: দারুণ জিনিস দেখলাম। সবগুলাই অনেক সুন্দর, অবাক করা,+++++++++++++++++++++++++++

১৩ ই অক্টোবর, ২০১২ দুপুর ১:৫৮

িনহাজ রিমন বলেছেন: জী ধন্যবাদ।

২০| ১৪ ই অক্টোবর, ২০১২ রাত ১১:৫৩

পেন্সিল চোর বলেছেন: বিল্ডিং এর বাম্পার কালেকশান দেখি!!!
:-B :-B :-B :-B

১৫ ই অক্টোবর, ২০১২ দুপুর ১২:৫৩

িনহাজ রিমন বলেছেন: আবার জিগায়!!!
কিছু চুরি করবেন না কিন্তু কইয়া দিলাম! ;) ;) ;) ;)

২১| ১৫ ই অক্টোবর, ২০১২ বিকাল ৫:২১

মাক্স বলেছেন: সুন্দর।++++++

২২| ১৭ ই অক্টোবর, ২০১২ বিকাল ৫:০০

বায়স বলেছেন: কালাত্রাভার টার্নিং টর্সো না দেখে B:-) হতভম্ব - একটা ছছবি দিয়ে দিন

১৭ ই অক্টোবর, ২০১২ রাত ৮:৩১

িনহাজ রিমন বলেছেন: ছবি তো ছিল ভাইজান।
কিন্তু আপলোড তো করতেই পারছিনা
আপলোড করতে গেলে এইরকম লিখা আশে Failed uploading the image. Reason: You have reached the maximum number of images a user can have.
কারন টা বলবেন প্লিজ???

২৩| ২৫ শে অক্টোবর, ২০১২ বিকাল ৩:৫৮

বায়স বলেছেন: একখানা পোস্টে বোধহয় আর ইমেজ দেয়া সম্ভব না। দ্বিতীয় পর্বই ভরসা

২৫ শে অক্টোবর, ২০১২ রাত ৮:২২

িনহাজ রিমন বলেছেন: কিন্তু ভাইয়া সমস্যা টা হচ্ছে নতুন ব্লগে ছবি দিলেও একই কথা আসছে।

২৪| ২৬ শে অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৬:০০

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ঈদ মুবারাক।

২৬ শে অক্টোবর, ২০১২ রাত ১১:৫৮

িনহাজ রিমন বলেছেন: আপনাকেও ঈদ মোবারক।
ভালো থাকবেন,সুস্থ থাকবেন।

২৫| ১৫ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৩৮

কসমিক- ট্রাভেলার বলেছেন: ভাই আপনার দেয়া অসুন্দর ভবনগুলোও সুন্দর দেখাচ্ছে।

১৫ ই নভেম্বর, ২০১২ রাত ১০:৫০

িনহাজ রিমন বলেছেন: রেটিং আমি করি নাই ভাইজান।
আমার কাছেও অসুন্দর গুলারে অসুন্দর লাগে নাই।
তবে যা মনে হচ্ছে যে সুন্দরগুলার তুলনায় মনে হয় অসুন্দর এই ভবনগুলো

২৬| ৩০ শে ডিসেম্বর, ২০১২ রাত ৮:০৬

পাগলমন২০১১ বলেছেন: চমৎকার হইছে। :)

৩০ শে ডিসেম্বর, ২০১২ রাত ১০:৪৯

িনহাজ রিমন বলেছেন: :) :)
ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.