নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিসমিল্লাহির রাহমানির রাহিম

এই দুনিয়ায় আসলে সবাই দেখতে সুন্দর।পার্থক্য একটাই,কেউ কেউ দেখতে সবসময়ই সুন্দর।আর কেউ কেউ দেখতে মাঝে মাঝে সুন্দর

িনহাজ রিমন

দুঃখ আমার খাঁচার পাখি, পাখা মেলে তবু উড়ে না... আমার ব্যাথা আমি ছাড়া, আর কেউ কভু বুঝে না...

িনহাজ রিমন › বিস্তারিত পোস্টঃ

অস্ট্রিয়ার একটি জেলখানা যা দেখলে অনেকেরই আসামি হতে মন চাবে (ছবি ব্লগ)

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১১:০২





উপরের ছবিগুলো প্রথমবার কেও দেখলে হয়তো মনে করবেন যে এটি একটি পাঁচ তারকা হোটেল। কিন্তু আসলে এটি একটি জেলখানা(justizzentrum leoben) যেটি অস্ট্রিয়াতে অবস্থিত। কি বিশ্বাস হচ্ছে না!!!

আমি আগে ভাবতাম জেল হচ্ছে জাহান্নাম কিন্তু এই জেলখানা দেখে বলবো অস্ট্রিয়ার জেল সব থেকে আরামের জায়গা। আল্লাহ্‌ বাঁচিয়েছেন যে আমাদের দেশে এইরকম জেল নেই। যদি থাকতো তাহলে মনে হয় দেশের বেশিরভাগ মানুষ আসামি হতো।



আরও ছবি দেখতে ক্লিকান



সোর্স- ইন্টারনেট

মন্তব্য ৪৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১১:০৬

মদন বলেছেন: যাইতে মুঞ্চায় :)

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১১:১১

িনহাজ রিমন বলেছেন: আমারও যাইতে মুঞ্চায় ;) ;) ;)
এতো সুন্দর জেলখানা যে একবার গেলে আর আসতে মন চাবে না।

২| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১১:০৭

নট ডিফাইন বলেছেন: ঠিক কথা।

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১১:১১

িনহাজ রিমন বলেছেন: হুম

৩| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১১:১১

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
সুন্দর। কেমন আছেন?

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১১:১৩

িনহাজ রিমন বলেছেন: ধন্যবাদ। ভালো কিন্তু লাস্ট লাস্ট সেমিস্টার চলছে তাই প্রোজেক্ট থিসিস নিয়ে বিজি তাই ব্লগে টাইম দিতে পারছি না।
কেমন আছেন? :) :)

৪| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১১:২৪

অশান্ত কাব্য বলেছেন: Prison Break এর কথা মনে পরে গেল... বাইরে ফিটফাট ভিতরে সদরঘাট না তো ??? :-B :P

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১১:২৯

িনহাজ রিমন বলেছেন: বাইরে যা আছে ভিতরে আরও বেশিই পাবেন ;) ;) ;) । জেলখানার যে নামটা দিয়েছি ওইটা গোগল এ সার্চ দিয়ে দেখে নিন। আরও ছবি দিতে পারতাম কিন্তু ছবি আপলোড হচ্ছে না। তাই আর ছবি দিতে পারলাম না :( :( :(

৫| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৭

ফজলে আজিজ রিয়াদ বলেছেন: অশান্ত কাব্য বলেছেন: Prison Break এর কথা মনে পরে গেল... বাইরে ফিটফাট ভিতরে সদরঘাট না তো ??? :-B :P

ভালো লাগলো

আপনার প্রোফাইলের লাইনগুলো--- অনেক প্রিয় একটা গানের।

দুঃখ আমার খাঁচার পাখি,
পাখা মেলে তবু উড়ে না...
আমার ব্যাথা আমি ছাড়া,
আর কেউ কভু বুঝে না...

ধন্যবাদ।

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৪

িনহাজ রিমন বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাইজান :D :D :D
মোটেও সদরঘাট না। অনেক জোস একটা জেলখানা।

৬| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১১:৪২

ড. জেকিল বলেছেন: কি অপরাধ করলে ওখানে যাওয়া যায় তারাতারি বলেন ;) ;)

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৭

িনহাজ রিমন বলেছেন: ওইটা তো বলতে পারবো না কিন্তু ওইখানে যেতে হলে আগে অস্ট্রিয়াতে যেতে হবে তারপর একটা ক্রাইম করেন আর দেখেন আপনার সৌভাগ্য হয় কিনা ঐ জেলে জাবার!!!

৭| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৪

বোকামানুষ বলেছেন: এইটা জেলখানা :-/

অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৮

িনহাজ রিমন বলেছেন: আপনাকেও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখার জন্য :D :D
জেলখানা এতো সুন্দর তাহলে দেশটা কত সুন্দর হবে আন্দাজা করেন ।

৮| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৯

লিন্‌কিন পার্ক বলেছেন: :-* :-* :|

০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:১৫

িনহাজ রিমন বলেছেন: কিছু কইবেন ভাইজান!!!
আমার অনেক প্রিয় ব্যান্ড দল লিন্‌কিন পার্ক :D :D :D

৯| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:০৫

রাহি বলেছেন: B:-)

০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:১৬

িনহাজ রিমন বলেছেন: বিশ্বাস হচ্ছে না ভাইজান?? :) :)

১০| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:২৭

জেনারেশন সুপারস্টার বলেছেন: নতুন কিছু দেখলাম।

০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৫

িনহাজ রিমন বলেছেন: ধন্যবাদ সুপারস্টার ;) ;)
কিন্তু সমস্যা হচ্ছে সামু আমাকে আর ছবি আপলোড করতে দিচ্ছে না :( :( :( কেন এমন হচ্ছে বুঝতে পারছিনা।

১১| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:২৮

জেনারেশন সুপারস্টার বলেছেন: ভালোই তো......

০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৬

িনহাজ রিমন বলেছেন: অবশ্যই!!
ভালোতো !! ভালো না!!!

১২| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:৩০

কান্ডারি অথর্ব বলেছেন:


+++++++++++ ১ম লাইক দিলাম।

০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৮

িনহাজ রিমন বলেছেন: ধন্যবাদ ভাইজান।
কেমন আছেন?

১৩| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:৩২

ক্লোরোফিল বলেছেন: আসামীদের কষ্টের / পাশবিকতার কিছু কথা -

০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৯

িনহাজ রিমন বলেছেন: এই জেলটা কিন্তু ভালো জেল । দেখেই হয়তো বুঝতে পারছেন!!

১৪| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৩

ক্লোরোফিল বলেছেন: আসামীদের কষ্টের / পাশবিকতার কিছু কথা - Click This Link

০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩১

িনহাজ রিমন বলেছেন: এই জেলটা কিন্তু ভালো জেল । দেখেই হয়তো বুঝতে পারছেন!!

১৫| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৬

মিজভী বাপ্পা বলেছেন: কইন কি???আমার তো ঝাতি মুনচায় B:-/

০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:৫২

িনহাজ রিমন বলেছেন: আমারও যাইতে ইচ্ছা লইতাছে কিন্তু কেমনে ঐডা ই ভাবতাছি!!
খারান বুদ্ধি করি

১৬| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৪

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: অরেবাপ্পস্‌ B:-) :-B :-B :-B

০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৬

িনহাজ রিমন বলেছেন: সেই অবস্থা!! তাই না!! :) :)

১৭| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১:২৪

জেনারেশন সুপারস্টার বলেছেন: হ ভালো.....

০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ২:১৩

িনহাজ রিমন বলেছেন: আবার জিগায়!! ;) ;) ;)

১৮| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১:৫২

পথ-হারা এক পথিক বলেছেন: জীবনে একবার যাইতে মুঞ্চায়। :P :P :P

০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ২:১৫

িনহাজ রিমন বলেছেন: পথ হারা এক পথিকের মত দেখবেন যে একদিন এসে পৌঁছে গেছেন এই জেলখানায় :D :D :D

১৯| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ২:০৪

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ভাইজান কেমন অপরাধ করলে এই জেলে ঢুকা যাবে একটু বলেন তো ;)

০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ২:২৩

িনহাজ রিমন বলেছেন: ওইডা আমিও ভাবতাছি ;) ;) ;)
জানা মাত্রই জানামু প্রমিস করলাম :D :D

২০| ০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩৫

পেন্সিল চোর বলেছেন: আমার মত চোরের লাইগা এই জেল পুরাই উরাধুরা!!!আল্লাহ্‌ বাঁচিয়েছেন যে আমাদের দেশে এইরকম জেল নেই। যদি থাকতো তাহলে মনে হয় দেশের বেশিরভাগ মানুষ আসামি হতো...ডাহা সত্য কথা। পোস্টে প্লাস ।

০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ২:২৮

িনহাজ রিমন বলেছেন: পেন্সিল চোর না!!!!
আপনারে এই জেলে রাখলে আপনি জেলের ভিতরেও চুরি করা শুরু করবেন ;) ;) ;)
আর আমাদের দেশে এই জেল থাকলে ভর্তি পরীক্ষা দিয়ে জেলে যেতে হতো। যে ভর্তি পরীক্ষায় টিকবে সে ই জেলে ঢুকার সম্মান অর্জন করবে।

২১| ০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩৯

আমরা তোমাদের ভুলব না বলেছেন: পেন্সিল চোর বলেছেন: আমার মত চোরের লাইগা এই জেল পুরাই উরাধুরা!!!আল্লাহ্‌ বাঁচিয়েছেন যে আমাদের দেশে এইরকম জেল নেই। যদি থাকতো তাহলে মনে হয় দেশের বেশিরভাগ মানুষ আসামি হতো...ডাহা সত্য কথা। পোস্টে প্লাস

০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ২:২৯

িনহাজ রিমন বলেছেন: যাইবেন নাকি ভাইজান এই জেলে??? ;) ;) ;)
আমাদের দেশে এই জেল থাকলে ভর্তি পরীক্ষা দিয়ে জেলে যেতে হতো। যে ভর্তি পরীক্ষায় টিকবে সে ই জেলে ঢুকার সম্মান অর্জন করবে।

২২| ২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪০

টানিম বলেছেন: দারুন তো !!!

২৪ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৫

িনহাজ রিমন বলেছেন: অবশ্যই দারুন কিন্তু আপনারটা জোস

২৩| ২৪ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩০

মেকগাইভার বলেছেন: আপনে ছারা পাইলেন কবে?

২৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪৭

িনহাজ রিমন বলেছেন: ছাড়া পাই নাই... ওই জেল থেকে বসেই ব্লগ লিখছি ;) ;) ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.