নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছু বলেই দোষ ,নন্দ ঘোষ

কোর্পরে্ট শয়তান

কোনো কাজকর্ম তো নাই,খাচ্ছেন দাচ্ছেন, অার যখন যা চাচ্ছেন হাতের কাছে তাই পেয়ে যাচ্ছেন। - দাশবংশ

কোর্পরে্ট শয়তান › বিস্তারিত পোস্টঃ

বসন্তের শকুনেরা...

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৩৫

বসন্তের শকুনেরা...
মুদ্রার এপিটওপিট সাদাকালো শহরে, অলিতে গলিতে হয়ত গ্রামে বন্দরে।
প্রয়োজনে কিংবা চায়ের অাড্ডাতে,
হাসিরছলে কিংবা দুঃখ বিষাদগ্রস্তে।
মিষ্টির রোদের অালোতে হয়ত নদীর শীতল বাতাসে।
বন্ধুর সাহচর্যে অথবা পেশাগত দ্বন্দ্বে,
বহমান জীবনে স্বাভাবিক অাচরণে।
অকারণ, কারণে উদ্বাস্তু শিবিরে।
শীতের হিমেল বাতাসে জাগ্রত উর্বর মস্তিকে,
প্রেম, বিরহ কিংবা গানের জন্য প্রানের দিবসে।
উদাম যৌবনে জয়যাএার গান, ভালোবাসার বেদি তে ভালোবাসার প্রমান।
ভালোবাসার মানুষ, ভালোবাসার ভাষা, ভালোবাসার জন্মের ভিটা।
ওরা অন্ধ,ওরা নির্জীব, ওরা ভয়ংকর, ওরা অন্ধের মত নির্বিকার দুপেয়ে বেইমানের প্রতিক।
জানালার অালো তাদের কাছে বিষের মত বিঁধে।
তর্ক কিংবা অালোচনা তাদের হাত রক্তেরা টগবগিয়ে ওঠে।
রাতের পরে রাতে তাজারক্তের জন্য উষ্ঠাগত প্রান।
নিষ্পেষণ যন্ত্রের অাড়ালে অালোকে দুরে সরিয়ে দিতে তাদের অপপ্রয়াস।
রক্তের গন্ধে মাতাল মগজে ধ্বংসের বিষের বাশি।
শবদেহের লোভের অাশায় কালো ধরনী।
বোবা কান্না নিষ্পলক দৃষ্টি।
অালোর পথযাত্রী হাতে মশাল নিয়ে বজ্রকন্ঠে মিশিল করছে ইট পাথরের শহরে।
শকুনের রক্ত দৃষ্টিতে শবদেহের খোজে।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩৮

খাইরুন নাহার বিনতে খলিল বলেছেন: খুব ভালো লিখেছেন।

২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৪৬

কোর্পরে্ট শয়তান বলেছেন: ধন্যবাদ মন্তব্য করার জন্য

৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫০

অরুনি মায়া অনু বলেছেন: বসন্তে শোকের ছোঁয়া। ভাল লিখেছেন।

৪| ০৫ ই মার্চ, ২০১৭ সকাল ১১:৩৭

কোর্পরে্ট শয়তান বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.