নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছু বলেই দোষ ,নন্দ ঘোষ

কোর্পরে্ট শয়তান

কোনো কাজকর্ম তো নাই,খাচ্ছেন দাচ্ছেন, অার যখন যা চাচ্ছেন হাতের কাছে তাই পেয়ে যাচ্ছেন। - দাশবংশ

কোর্পরে্ট শয়তান › বিস্তারিত পোস্টঃ

বকুল ফুলের পথ....

১২ ই জুলাই, ২০১৭ দুপুর ১:১০

প্রতিদিনের সকাল টা অামার তেমন স্নিগ্ন হয়ে কাটে না, ৯-৭টার অফিস। অফিসের নোংরামি সাধারন, রাজনীতিতে মেজাজ খিটখিটে হয়ে যায়। কাজের জায়গা সঠিক কিংবা বেমানান সেটা নির্বাচন করা ততটা সহসাধ্য কাজ না।অফিসে নিয়মতান্ত্রিক কাজ করতে করতে কখন সময় শেষ হয়ে যায় বোঝা কষ্টকর হয়। কাজ না করলে যে পেট এবং পিঠ দুটোই দেয়ালে অাটকে যাবে। তখন ভালো বাসা জানালা দিয়ে, ভালোবাসা পালিয়ে যাবে। প্রতিদিন রুটিন করি সময়তান্ত্রিক হয় যাবো, নিয়মতান্ত্রিক হয়ে যাবো হয় না। বর্ষা অামার তেমন ভালো লাগে না, অাগে ভালো লাগতো বর্ষার সকালে রবীন্দ্র সংগীত কিংবা জলের গান শুনতাম। গরম ধূমায়িত চা খেতে খেতে বৃষ্টির শব্দ শুনতাম, এখন হয় না। প্রতিদিন সন্ধ্যায় বাসায় ফেরার পথে অনেক গুলো বকুল গাছের নিচে দিয়ে যাই, কত ফুল পরে থাকে রাস্তায় মাঝে মাঝে কুড়াই কখন দেখতে দেখতে চলে যাই। ফুলের মিষ্টতা অামাকে অনেক অানন্দিত করে অনেক অালেকিত করে। মাঝে মাঝে প্রার্থনা করি ওরা যেন সব সময় ফুটে থাকে অামার জন্য... ঐ বকুল ফুলের পথে

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.