নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেউ আমার ধর্মে নয়, আমার কর্মে যদি আমাকে ভালবাসে তবে আমি তাকেই ভালবাসা বলব। আর কারোর বাহবা, হাততালি, প্রশংসা বা মনোরঞ্জনের জন্য আমি আমারস্বকিয়তা বিলিন করতে পারিনা, পারব ও না।
ভাল মন্দ মিলিয়ে আমার যাচ্ছে কেটে দিন,
পরাধিনতায় বন্ধি আমি শুধু সময় খুব স্বাধিন।
সুখগুলো যা অতীত হলো
সময় নদীর স্রোতে,
কান্না আমার সঙ্গ নিলো
আপন কর্ম ব্রোতে।
উদাসীনতা ভর করেছে আমার হিয়ার মাঝে,
এখন আর আমি ঊষা দেখিনা; সকাল কিংবা সাঁঝে।
অজান্তেই দিন কেটে যায়
ছন্দ সুর ছাড়া,
কোলাহলে আজ আর মাতেনা
আমার সুখের পাড়া।
অভিমানি আজ সেজেছে হৃদয় সুখ কী বুঝেনা,
উদাসীনি এই সুখগুলো আর আমায় স্মরেনা।
আমি আজ একলা পথিক
একাই পথ চলি,
সুখ নেই বলে কি হয়েছে
ব্যথা নিয়েই খেলি।
০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:২০
মুহামমদ মিনহাজ বলেছেন: আপনি ও কি দেখেন না ?
২| ২২ শে মার্চ, ২০১৩ রাত ৮:৫৮
টাইম পাস বলেছেন:
০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:২১
মুহামমদ মিনহাজ বলেছেন: সুন্দর ক্রিয়েটিভিট
©somewhere in net ltd.
১| ২২ শে মার্চ, ২০১৩ রাত ৮:৫৫
বোকামন বলেছেন: এখন আর আমি ঊষা দেখিনা; সকাল কিংবা সাঁঝে ...
+