নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পঞ্জিকার যে পাতায় সুখ সে পাতায় দুঃখ থাকার অধিকারও আছে ツ

মুহামমদ মিনহাজ

কেউ আমার ধর্মে নয়, আমার কর্মে যদি আমাকে ভালবাসে তবে আমি তাকেই ভালবাসা বলব। আর কারোর বাহবা, হাততালি, প্রশংসা বা মনোরঞ্জনের জন্য আমি আমারস্বকিয়তা বিলিন করতে পারিনা, পারব ও না।

মুহামমদ মিনহাজ › বিস্তারিত পোস্টঃ

আমি খুসি হয়েছিলাম

০৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০৬

আমি খুব খুসি হয়েছিলাম,

আজি বর্ষার প্রথম ঝরা দেখে

দেখেছিনু মোর গভির নিদ্রা জেগে।



চমকিয়া গগন গর্জিল মেঘ

বহিলো পবন লয়ে রুধ্র বেগ,

আমি বাদলের আশে রাত জেগে রইলাম।

আমি খুব খুসি হয়েছিলাম।



কিছুক্ষণ থামিয়া ঘন মাতাইয়া

এলো বর্ষার প্রথম অশ্রুধারা,

রাত জেগে জেগে দেখেনু তা; ঘুম করে সারা।



ধুয়ে মুছে সব কালিমা ধরার

নিরংকুশ রুপে সাজাইলো মুর্তি,

মোর রাত জাগা আজি স্বার্থক হলো

বর্ষার সাথে করে ফুর্তি।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২৫

bakta বলেছেন: আপনার কবিতা লেখার প্রয়াস কে ধন্যবাদ । কিন্তু একটা ব্যাপার - খুব বানান ভুল এবং জগাখিচুরি ভাষা । কোথাও সাধু ভাযা, কোথাও আবার চলিত ভাষা । বর্তমান-অতীত সব মিলে মিশে একাকার । ঘটনাটি কালের সংগে সংগতি হীন ।
এ রকম ব্যবহার থেকে বিরত থাকতে হবে। চেষ্টা করুন নিশ্চয়ই হবে।


২| ০১ লা মে, ২০১৩ রাত ৯:৩৩

মুহামমদ মিনহাজ বলেছেন: @Bakta ভাই, অসংখ্য ধন্যবাদ :)
ভবিষ্যতে চেষ্টা করবো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.