নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পঞ্জিকার যে পাতায় সুখ সে পাতায় দুঃখ থাকার অধিকারও আছে ツ

মুহামমদ মিনহাজ

কেউ আমার ধর্মে নয়, আমার কর্মে যদি আমাকে ভালবাসে তবে আমি তাকেই ভালবাসা বলব। আর কারোর বাহবা, হাততালি, প্রশংসা বা মনোরঞ্জনের জন্য আমি আমারস্বকিয়তা বিলিন করতে পারিনা, পারব ও না।

মুহামমদ মিনহাজ › বিস্তারিত পোস্টঃ

কামনায় এ বাংলা

০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:২৯

আমি অনাদি অনন্তকাল অপেক্ষায় রইবো

যদি এই বাংলার রুপ রস হারায়ে যায় কোন ঝড়ে,

অপেক্ষায় থাকবো ফের ফিরে আসার

আবার যেন রাঙ্গা হয় এই বাংলা তার আপন রুপে।



যেখানে ঢাকের তালে দুলবে বাউল মন

বৈসাখি সাজ সাজবে সবে হেঁসে,

হলুদ আঁচল বাতাসে উড়ায়ে রাঙ্গা বধু

সবুজ ধানের আল ধরে যাবে হারায়ে।



গাঁয়ের হাঁটে বসবে মেলা নাগর-দোলা পেতে

ছোট্ট বালক আপন সুখে শৈশব মাড়বে বাঁসির সুরে,

হরেক রঙ্গের মনের মিলন

ঘটবে সেথায় হরেক মায়ায় জুড়ে।



ঘরে ঘরে গড়বে সবে পিঠা পায়েস পিন্নি

এ ঘর ও ঘর করে বিলাবে বাংলার প্রান্তর,

কভু বাংলার রুপ এমন করে এলে

ফের ভরবে সুখে ব্যথিত মোর অন্তর।



এমন করেই যেন ফিরে বাংলার রুপ ফের

আমি খুসির জোয়ারে ভাসবো চৈত্রের ফেলে জাওয়া জলে,

এ পাড়া ও পাড়া সব ঘুরে বলে বেড়াবো

এসেছে ফিরে বাংলার বৈসাখ সব দুঃক্ষ পিছনে ফেলে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.