নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পঞ্জিকার যে পাতায় সুখ সে পাতায় দুঃখ থাকার অধিকারও আছে ツ

মুহামমদ মিনহাজ

কেউ আমার ধর্মে নয়, আমার কর্মে যদি আমাকে ভালবাসে তবে আমি তাকেই ভালবাসা বলব। আর কারোর বাহবা, হাততালি, প্রশংসা বা মনোরঞ্জনের জন্য আমি আমারস্বকিয়তা বিলিন করতে পারিনা, পারব ও না।

মুহামমদ মিনহাজ › বিস্তারিত পোস্টঃ

আরেকটি গার্‌মেন্টস অগ্নিকান্ড ও আমার ভিতরের জানোয়ারের উল্লাস

১০ ই মে, ২০১৩ সকাল ১০:৪১

গতকাল ঘুম থেকে উঠি আম্মুর মুখে আর্তচিৎকার শুনে, মিরপুরে এক গার্মেন্টস এ আগুন লেগেছে। পরে বিস্তারিত শুনে জানলাম গার্মেন্টসের মালিক ও এক পুলিশ কর্মকর্তাসহ ১১ জন পুড়ে মারা গেছে।



খবরটা আমাকে কিছুটা ব্যথিত করলেও কিঞ্চিৎ আনন্দও দিয়েছে, নিজের ভিতরের জানোয়ারটাকে খুসির জোয়ারে ভাসতে দেখলাম। যতবারই এই হতগাভা দেশে কোন শ্রমক্ষেত্রে দুর্ঘটনা ঘটেছে তার ভয়াবহতা শুধু নিরীহ শ্রমিকরাই ভোগ করেছে।



কিন্তু আজ আমার ভিতরের জানয়ারের জেগে উঠার পিছনে প্রধান কারন হলো এবার এই মৃত্যুফাঁদে তাদের মালিক ও ধুকে ধুকে মরেছে। মৃত্যু ফাঁদ বলার কারন তাদের পর্‌যাপ্ত পরিমানে দুর্‌যোগ মোকাবেলার সরঞ্জাম নেই। কিভাবে নিরীহ মানুষগুলোকে খাটিয়ে নিজের অর্‌থের পাহাড় গড়া যায় শুধু সেই বুদ্ধি আর প্রয়গ তাদের মুলধন ছিল, ছিল কি এখনও আছে !



শুনলাম এই গার্‌মেন্টস মালিকও আওয়ামিলীগ করে, তা বাংলাদেশের সব গার্মেন্টস কি তারাই পরিচাল না করে ? আর এত রাতে পুলিশের সাথে কি এমন কাজে ব্যাস্ত ছিল যে আগুনে তাদের খেয়ে গেল টেরই পেল না !



বিঃ দ্রঃ তার পরিবারের প্রতি সম্মান রেখেই বলছি, একটু অনুভব করুন কার পরিবারের জীবিকা নির্‌বাহি ব্যাক্তিটি কাজের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে আর ফিরে না আসার ব্যথা কতটা তিক্ত। অবশেষে সমবেদনা জানাই, কারন আমি মানুষ হওয়ার চেষ্টা করি সর্বদা !

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.