নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পঞ্জিকার যে পাতায় সুখ সে পাতায় দুঃখ থাকার অধিকারও আছে ツ

মুহামমদ মিনহাজ

কেউ আমার ধর্মে নয়, আমার কর্মে যদি আমাকে ভালবাসে তবে আমি তাকেই ভালবাসা বলব। আর কারোর বাহবা, হাততালি, প্রশংসা বা মনোরঞ্জনের জন্য আমি আমারস্বকিয়তা বিলিন করতে পারিনা, পারব ও না।

মুহামমদ মিনহাজ › বিস্তারিত পোস্টঃ

বাঙ্গালির ভয় ও আমার লজ্জা

১৫ ই মে, ২০১৩ রাত ৮:০১

নাহ আমার মনে খুব দৃঢ়ভাবেই এই বিশ্বাস জন্মাইছে যে, এই মাহাসেন বাংলাদেশের মানুষের মনে ভয় জন্মাইতে পারে নাই।



যারা বুকের তাজা রক্ত ঢেলে বাংলা ভাষায় কথা বলার অধিকার অর্‌জন করেছে। যে দেশের মানুষ ভয় পায় নাই পাক হানাদেরদের, বরং তাদের মুখে ঝাঁটা মেরে এই বাংলা স্বাধিন করেছে। তারা আর এখন নেই, তবে জন্ম নিয়েছে নব্য বীর বাঙ্গালি। যারা কিছুই ভয় করে নাহ, ভয় করে না হেফাজতের আন্দলন, জামায়াতের ভাংচুর, বিয়েনপির হরতাল, লীগের সন্ত্রাস। আজকের বাঙ্গালিরা দুর্‌জয় !!!

তারা কেন এই ঘুর্‌ণি ঝড়কে ভয় করবে, তাদের ভয় পাওয়া মানায় না।



এই বাঙ্গালিদের ভয়ের বস্তু হলো শুধু সৎ হওয়া, ভয়ের বস্তু হলো কারো পা না চেটে দিন পার করা, অন্যায়ের পক্ষে মাথা তুলে দাঁড়ানো।



তাই আজ আর 'আমি বাঙ্গালি' বলে গর্ব করি নাহ, বরং মাঝে মাঝে মনে হয় ৩০ লক্ষ প্রাণ বৃথাই গেল। বৃথাই গেলো হাজার নারীর সম্ভ্রম, আমার আজ লজ্জা হয়

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.