নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পঞ্জিকার যে পাতায় সুখ সে পাতায় দুঃখ থাকার অধিকারও আছে ツ

মুহামমদ মিনহাজ

কেউ আমার ধর্মে নয়, আমার কর্মে যদি আমাকে ভালবাসে তবে আমি তাকেই ভালবাসা বলব। আর কারোর বাহবা, হাততালি, প্রশংসা বা মনোরঞ্জনের জন্য আমি আমারস্বকিয়তা বিলিন করতে পারিনা, পারব ও না।

মুহামমদ মিনহাজ › বিস্তারিত পোস্টঃ

আজকের পীর-মাশায়েখ ও ইসলামের অবস্থা

২১ শে মে, ২০১৩ দুপুর ১২:১২

আমার শিক্ষাপ্রতিষ্ঠানের পাশেই একটি হিন্দুপাড়া আছে 'ঋষিপাড়া' নামে। এখানে দুজন লোক আছে তাদের পেটের সাইজ অবাক করারা মত, তার উপর তেলে চকচক করা। এদের এই পেট বানাতে অনেক খাটা-খাটনি করতে হয়, খেয়ে না খেয়ে পেটটা সামনে বের করে সারাদিন একজায়গায় বসে থাকা কম কষ্টের কাজ এমনটা আমার মনে হয় না।



এদের পেটের অবস্থা বর্ণনা করা আমার আসল উদ্দেশ্য না, এদের শুধু একটা জিনিষের সাথে তুলনা করার জন্য ব্যবহার করলাম। এবার তাহলে আসল কথায় আসি.....



ভারতীয় উপমহাদেশে ইসলামের আগমন হয়েছে বিভিন্ন পীর-মাশায়েখের মাধ্যমে, যারা দিন-রাত খেটে ইসলামের দাওয়াত দিয়ে এই হিন্দু শাসনেলাকা ইসলামের পূণ্যভূমিতে পরিনত করেছেন। তাদের আচরণে অথবা হিন্দু সমাজের শ্রেণী বৈষম্যের কারনে অসংখ্য হিন্দুলোক নিজ ইচ্ছায়ই ইসলাম গ্রহণ করেছে। যে ভূ-খন্ডের ধর্‌মীয় অবস্থা এমন আমূল পরিবর্তন হয়েছে এই সূফী লোকদের দ্বারা সে তাদের বংশধররা আজও এই ভারত বর্‌ষে আছে, কিন্তু আগেকার সেই আদর্শ জলাঞ্জলি দিয়ে আজকের পীরেরা 'ঋহিপাড়ার' সেই পেটুকদের মতো পেট তৈরী করে যাচ্ছে !



আজ আমি মুসলিম হিসেবে আমাদের সেই পথপ্রদর্শকদের উত্তরসুরিদেরকে ঘৃণা করি, মন থেকেই ঘৃণা করি। জায়গায় জায়গায় দর্‌গা খুলে বসে সাধারণ মানুষদের থেকে খয়রাত নিয়ে তারা দিন পার করছে রাজার হালাতে। তাদের বাপ-দাদাদের রেখে যাওয়া ইসলামের আজ কী অবস্থা তার খবর তারা রাখে না, খবর রাখে পেটটা আগের চেয়ে এক-দুই ইঞ্চি সামনে আগালো কিনা তার। ধিক এইসকল ভন্ড পীরদের।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২১ শে মে, ২০১৩ দুপুর ১:০০

নতুন বলেছেন: পীররা যদি আল্লাহর পথেই থাকে তবে মুরিদের টাকা পয়সা দিয়া এরা কি করে?

যত নামীদামী পীর আছে সবারই তো বড় বড় দালান আর ওরশে তো বিরাট কারবার...

হুজুরের দামী চেয়ার...দরবার শরিফে এসি...দামী গাড়ী...দামী পোশাষ...

এই সব ভন্ডামী না???

২| ২১ শে মে, ২০১৩ দুপুর ১:৩১

আতা2010 বলেছেন: ধিক এইসকল ভন্ড পীরদের।

৩| ২৩ শে মে, ২০১৩ বিকাল ৪:১৯

মুহামমদ মিনহাজ বলেছেন: @নতুন
আমি তো ভন্ড বুঝানোর কথাই বলছি, তবে আগেকার যারা ছিলেন তারাই সত্যিকারের পীর ছিলেন।

৪| ২৩ শে মে, ২০১৩ বিকাল ৪:২০

মুহামমদ মিনহাজ বলেছেন: @আতা
এদেরকে হটানোর চেষ্টা করুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.