![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেউ আমার ধর্মে নয়, আমার কর্মে যদি আমাকে ভালবাসে তবে আমি তাকেই ভালবাসা বলব। আর কারোর বাহবা, হাততালি, প্রশংসা বা মনোরঞ্জনের জন্য আমি আমারস্বকিয়তা বিলিন করতে পারিনা, পারব ও না।
কামনায় ভেসে চলে সে বাতাস
ক্ষণিকে যা ভালবেসে ফেলেছি,
প্রতিবার ভ্রমনেতে মোর জানলায়
তারে আমি বারে বারে খুঁজেছি।
সেবারে একটু দূরে দাঁড়ায়ে
মেলেছিল দিঘল-কেশ বন্ধনহীন,
মোরে মুগ্ধ করেছিলো ক্ষণিকে
জলযানের সেই সু-কেশী অচীন।
মঁ মঁ মিষ্টি সুভাসে
মাতালতা ভারা ছিলো খুব,
বাতাসে ভেসে আসা সে গন্ধে
অজান্তে দিয়েছি যে প্রেম-ডুব।
©somewhere in net ltd.