নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পঞ্জিকার যে পাতায় সুখ সে পাতায় দুঃখ থাকার অধিকারও আছে ツ

মুহামমদ মিনহাজ

কেউ আমার ধর্মে নয়, আমার কর্মে যদি আমাকে ভালবাসে তবে আমি তাকেই ভালবাসা বলব। আর কারোর বাহবা, হাততালি, প্রশংসা বা মনোরঞ্জনের জন্য আমি আমারস্বকিয়তা বিলিন করতে পারিনা, পারব ও না।

মুহামমদ মিনহাজ › বিস্তারিত পোস্টঃ

ভিন্ন মানুষ

০১ লা জুন, ২০১৩ রাত ৮:৩১

আমি খুব সরল মনের....

চারপাশ দর্পন ভেবে মোর বাস,

আমি যেমন তোমায় তেমন পাব

ছোট্ট মনের এই তো আশ।



আমি আলতো করে ছুঁই তোমায়

প্রতিবিম্বে তা খুব জোর ফিরাও তুমি,

আমি সইতে পারিনা সত্যি

এই দেখ! ব্যথায় কি কাতর আমি।



আমি মিষ্টি করে হাঁসি

ভাবি মিষ্টি করে হাঁসবে তুমিও,

একি! তুমি কী মূর্তি সাজলে

আমি ভাবিনি এ মুখ কল্পনাতেও।



এতো-শত ঢের করেছ

বাস্তব দর্পন যার কিচ্ছুটি করেনা,

অবশেষে খু...ব মেনে নিলাম

মানুষ দর্পন হতে পারেনা।



মানুষ আমার মতন নয়; ভিন্ন

তার নিজস্ব একটা মন আছে,

যেখানে রয়েছে তার খেয়াল-খুসি

ঈর্ষা ভরপুর তার আনাচ-কানাছে।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০১ লা জুন, ২০১৩ রাত ১০:৪৫

শাওণ_পাগলা বলেছেন: 'এতো-শত ঢের করেছ
বাস্তব দর্পন যার কিচ্ছুটি করেনা,
অবশেষে খু...ব মেনে নিলাম
মানুষ দর্পন হতে পারেনা'

ভালো লিখেছেন!

০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:২৬

মুহামমদ মিনহাজ বলেছেন: ধন্যবাদ :)

২| ০১ লা জুন, ২০১৩ রাত ১১:০৯

তিথির অনুভূতি বলেছেন: মানুষ আমার মতন নয়; ভিন্ন
তার নিজস্ব একটা মন আছে,
যেখানে রয়েছে তার খেয়াল-খুসি
ঈর্ষা ভরপুর তার আনাচ-কানাছে।
++

০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:২৭

মুহামমদ মিনহাজ বলেছেন: :D :D :D

৩| ০২ রা জুন, ২০১৩ রাত ৩:২৮

কাজী দিদার বলেছেন: ভাল লাগলো

০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:২৭

মুহামমদ মিনহাজ বলেছেন: অসংখ্য ধন্যবাদ........ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.